ETV Bharat / state

West Bengal Weather Update : নো ঝঞ্ঝা, হালকা শীতের হাত ধরে বঙ্গে ঘটবে বসন্তের আগমন - Bengal Weather Update

আপাতত আর কোনও ঝঞ্ঝার আশঙ্কা নেই ৷ ধীরে ধীরে বিদায় নেবে শীত ৷ ফুল-ফলের সমারোহে বঙ্গে আসছে বসন্ত ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের (Bengal Weather Update) ৷ হালকা শীত ও রোদ ঝলমলে আকাশ থাকবে বাংলায়

weather update
আবহাওয়ার খবর
author img

By

Published : Feb 13, 2022, 6:50 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : ঠান্ডার শিরশিরানিতেই কি শীতের শেষ ইনিংস ? আপাতত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ ছুটির দিন রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে (West Bengal Weather Update) ।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামলেও ঠান্ডার কামড় সেভাবে আর নেই বললেই চলে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা শীত আদতে বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের রাতের তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ।

আবহাওয়াবিদরা বলছেন আগামী সপ্তাহ থেকে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে । চলতি শীতের ইনিংস লম্বা হওয়ার পথে বারবার বাধার সৃষ্টি করেছে পশ্চিমী ঝঞ্ঝা । মোট ন'বার এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিতে ভিজেছে শীত । আপাতত আর কোনও ঝঞ্ঝার সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর । তবে আর জাঁকিয়ে শীত ফিরবে না । বরং শীতের হিমেল ভাব সরে গিয়ে রোদ গায়ে বিঁধবে । মরসুম বদলের এই সময়টিতে অসুস্থতার হার বাড়তে পারে ।তাই চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 13th February : সঙ্গীর সঙ্গে মত বিরোধের সম্ভাবনা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

কলকাতা, 13 ফেব্রুয়ারি : ঠান্ডার শিরশিরানিতেই কি শীতের শেষ ইনিংস ? আপাতত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ ছুটির দিন রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে (West Bengal Weather Update) ।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামলেও ঠান্ডার কামড় সেভাবে আর নেই বললেই চলে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা শীত আদতে বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের রাতের তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ।

আবহাওয়াবিদরা বলছেন আগামী সপ্তাহ থেকে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে । চলতি শীতের ইনিংস লম্বা হওয়ার পথে বারবার বাধার সৃষ্টি করেছে পশ্চিমী ঝঞ্ঝা । মোট ন'বার এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিতে ভিজেছে শীত । আপাতত আর কোনও ঝঞ্ঝার সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর । তবে আর জাঁকিয়ে শীত ফিরবে না । বরং শীতের হিমেল ভাব সরে গিয়ে রোদ গায়ে বিঁধবে । মরসুম বদলের এই সময়টিতে অসুস্থতার হার বাড়তে পারে ।তাই চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 13th February : সঙ্গীর সঙ্গে মত বিরোধের সম্ভাবনা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.