ETV Bharat / state

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তরবঙ্গে সুদিন ফিরবে, গেরুয়া শিবিরে যোগ দিয়েই তোপ মিহিরের - রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়

সন্ধে সাতটা 30 মিনিট নাগাদ BJP-তে যোগদানের কথা ঘোষণা করেন তিনি ৷ রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তাঁকে৷

Mihir goswami
Mihir goswami
author img

By

Published : Nov 27, 2020, 8:11 PM IST

Updated : Nov 27, 2020, 8:43 PM IST

দিল্লি, 27 নভেম্বর : আমি মিহির গোস্বামী৷ সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ এক জন সদস্য হিসেবে BJP-তে যোগদান করলাম৷ দিল্লির সদর কার্যালয়ে BJP-তে যোগদানের পর সাংবাদিক বৈঠক থেকে বললেন প্রাক্তন তৃণমূল নেতা৷

গত 3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোচবিহার দক্ষিণের এই বিধায়ক৷ তারপরই শুরু হয়েছিল দল বদলের জল্পনা৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই৷ আজ দুপুরেই উড়ে গিয়েছিলেন দিল্লি ৷ BJP-র সদর কার্যালয় ৷ সেখানেই সন্ধে সাতটা 30 মিনিট নাগাদ BJP-তে যোগদান করেন তিনি ৷ রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তাঁকে ৷

দিল্লি গিয়ে BJP-তে যোগ মিহিরের

এদিন যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন BJP-নেতা নিশীথ প্রামাণিক, ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ও রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ যোগদান মঞ্চ থেকে পরিষ্কার বাংলা ভাষায় সদ্য BJP-তে যোগ দেওয়া মিহির গোস্বামী বলেন, "আমি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি৷ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে অনাচার চলছে, দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব তৈরি হয়েছে তার প্রতিবাদেই আমার এই সিদ্ধান্ত ৷ স্বাধীনতার পর থেকে বাম ও ডানপন্থী উভয় জামানায় উত্তরবাংলার প্রতি যে বঞ্চনা, ধারাবাহিকভাবে যে অবহেলা হয়ে এসেছে তার প্রতিবাদে আমার ধর্মযুদ্ধ বলতে পারেন ৷ রাজনৈতিক জীবনের প্রান্তে এসে, আমি আমার বাংলার নতুন দিনের ভোট দেখতে চাই ৷ আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা উত্তরবঙ্গের মানুষ সুদিন দেখতে পাব ৷"

দিল্লি, 27 নভেম্বর : আমি মিহির গোস্বামী৷ সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ এক জন সদস্য হিসেবে BJP-তে যোগদান করলাম৷ দিল্লির সদর কার্যালয়ে BJP-তে যোগদানের পর সাংবাদিক বৈঠক থেকে বললেন প্রাক্তন তৃণমূল নেতা৷

গত 3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোচবিহার দক্ষিণের এই বিধায়ক৷ তারপরই শুরু হয়েছিল দল বদলের জল্পনা৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই৷ আজ দুপুরেই উড়ে গিয়েছিলেন দিল্লি ৷ BJP-র সদর কার্যালয় ৷ সেখানেই সন্ধে সাতটা 30 মিনিট নাগাদ BJP-তে যোগদান করেন তিনি ৷ রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তাঁকে ৷

দিল্লি গিয়ে BJP-তে যোগ মিহিরের

এদিন যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন BJP-নেতা নিশীথ প্রামাণিক, ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ও রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ যোগদান মঞ্চ থেকে পরিষ্কার বাংলা ভাষায় সদ্য BJP-তে যোগ দেওয়া মিহির গোস্বামী বলেন, "আমি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি৷ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে অনাচার চলছে, দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব তৈরি হয়েছে তার প্রতিবাদেই আমার এই সিদ্ধান্ত ৷ স্বাধীনতার পর থেকে বাম ও ডানপন্থী উভয় জামানায় উত্তরবাংলার প্রতি যে বঞ্চনা, ধারাবাহিকভাবে যে অবহেলা হয়ে এসেছে তার প্রতিবাদে আমার ধর্মযুদ্ধ বলতে পারেন ৷ রাজনৈতিক জীবনের প্রান্তে এসে, আমি আমার বাংলার নতুন দিনের ভোট দেখতে চাই ৷ আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা উত্তরবঙ্গের মানুষ সুদিন দেখতে পাব ৷"

Last Updated : Nov 27, 2020, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.