ETV Bharat / state

নিউ কয়লাঘাট বিল্ডিং পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রকের সদস্য়রা - strand

স্বরাষ্ট্রমন্ত্রকের সদস্য়রা নিউ কয়লাঘাট বিল্ডিং পরিদর্শনে এলেও তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে ৷ সূত্রের খবর, সদস্য়দের জানানো হয়, ভিতরে ফরেনসিক টিমের সদস্য়রা রয়েছেন এবং ভিতরে গেলে তাঁদের কাজে অসুবিধা হবে ৷ সে-কারনেই ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় ৷

new-koylaghat
ফাইল ফোটো
author img

By

Published : Mar 10, 2021, 5:18 PM IST

কলকাতা, 10 মার্চ : নিউ কয়লাঘাট বিল্ডিং পরিদর্শনে এলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সদস্য়রা ৷ কিন্তু প্রথমে তাঁদের ঢুকতে না দেওয়া হলেও পরে ঢুকতে দেওয়া হয় ৷ পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ওই বিল্ডিং পরিদর্শনে যান ৷

8 তারিখ রাতে আগুন লাগে নিউ কয়লাঘাট পূর্ব রেলের দফতরে ৷ ঘটনায় মৃত্য়ু হয়েছে 9 জনের ৷ পরিস্থিতি পর্যবেক্ষণে সেদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রাজ্য়পাল সহ বিজেপির নেতা নেত্রীরা সেখানে যায় ৷ এরপর আজ পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রকের 4 সদস্য় ৷

আরও পড়ুন- অগ্নিকাণ্ড নিয়ে গাফিলতির অভিযোগ তুলে রেলকে চিঠি দমকলের

ঘটনাস্থানে পৌঁছেই সেখানে ঢুকতে যান সদস্য়রা ৷ কিন্তু তাঁদের ঢুকতে দিতে চাননি কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, তথ্য়প্রমাণ লোপাট হতে পারে সেই আশঙ্কা করেই সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়৷ জানানো হয়, ভিতরে ফরেনসিক টিমের সদস্য়রা কাজ করছেন তাই ভিতরে গেলে তাঁদের কাজে বাধা সৃষ্টি হতে পারে ৷ সে-কারণে বাধা দেওয়া হয় ৷

এ দিকে কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিকরা আগুন লাগার জায়গাটি পরিদর্শন করেন ৷ ভিডিওগ্রাফিও করেন তাঁরা ৷

কলকাতা, 10 মার্চ : নিউ কয়লাঘাট বিল্ডিং পরিদর্শনে এলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সদস্য়রা ৷ কিন্তু প্রথমে তাঁদের ঢুকতে না দেওয়া হলেও পরে ঢুকতে দেওয়া হয় ৷ পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ওই বিল্ডিং পরিদর্শনে যান ৷

8 তারিখ রাতে আগুন লাগে নিউ কয়লাঘাট পূর্ব রেলের দফতরে ৷ ঘটনায় মৃত্য়ু হয়েছে 9 জনের ৷ পরিস্থিতি পর্যবেক্ষণে সেদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রাজ্য়পাল সহ বিজেপির নেতা নেত্রীরা সেখানে যায় ৷ এরপর আজ পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রকের 4 সদস্য় ৷

আরও পড়ুন- অগ্নিকাণ্ড নিয়ে গাফিলতির অভিযোগ তুলে রেলকে চিঠি দমকলের

ঘটনাস্থানে পৌঁছেই সেখানে ঢুকতে যান সদস্য়রা ৷ কিন্তু তাঁদের ঢুকতে দিতে চাননি কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, তথ্য়প্রমাণ লোপাট হতে পারে সেই আশঙ্কা করেই সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়৷ জানানো হয়, ভিতরে ফরেনসিক টিমের সদস্য়রা কাজ করছেন তাই ভিতরে গেলে তাঁদের কাজে বাধা সৃষ্টি হতে পারে ৷ সে-কারণে বাধা দেওয়া হয় ৷

এ দিকে কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিকরা আগুন লাগার জায়গাটি পরিদর্শন করেন ৷ ভিডিওগ্রাফিও করেন তাঁরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.