কলকাতা, 28 সেপ্টেম্বর: মনরেগা প্রকল্পে একশো দিনের প্রাপ্য আদায়ের আন্দোলন দিল্লি-দরবারে নিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই দাবিকে সামনে রেখে 2-3 অক্টোবর রাজধানীতে ধরনায় বসবে বাংলার শাসকদল তৃণমূল ৷ আর সেই কর্মসূচিতে যোগ দেবেন 100 দিনের জব কার্ড হোল্ডাররাও ৷ ইতিমধ্যে কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ- বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা কলকাতায় আসতে শুরু করেছেন ৷
30 সেপ্টেম্বর এই একশো দিনের কাজের শ্রমিকের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে ৷ এর জন্য তৃণমূলের তরফে একটি বিশেষ ট্রেনও বুক করা হয়েছে ৷ শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়বে বলে জানা গিয়েছে ৷ 2 অক্টোবর এই জব কার্ড হোল্ডারদের সঙ্গে তৃণমূলের বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিরা গান্ধিজয়ন্তীতে রাজঘাটে প্রার্থনায় যোগ দেবেন ৷ পরদিন 3 অক্টোবর তৃণমূলের ধরনা কর্মসূচিতে অংশও নেবেন এই জব কার্ড হোল্ডাররা ৷ কর্মসূচি শেষে শ্রমিকদের নিজের নিজের গ্রামের পৌঁছেও দেবে তৃণমূল ৷
এদিকে, বুধবার পশ্চিমবঙ্গের বঞ্চিত 100 দিনের শ্রমিক থেকে শুরু করে সাধারণ দুঃস্থ মানুষের প্রায় 50 লক্ষ চিঠি গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷ পাশাপাশি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরেও চিঠি পাঠানো হয়েছে ৷ বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসা শ্রমিকদের এখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে ৷ তাঁদের দেখভালের দায়িত্বে রয়েছেন বিধানসভায় দলের উপ-মুখ্যসচেতক তাপস রায় ৷
-
People of Bengal are raising their voice against injustice! @BJP4India has ruthlessly withheld ₹15,000 crore due to Bengal under the MGNREGA and Awas Yojana.
— All India Trinamool Congress (@AITCofficial) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Those adversely impacted have written letters to the PM @narendramodi seeking their rightful dues.
BENGAL WILL… pic.twitter.com/qyXnD46wNE
">People of Bengal are raising their voice against injustice! @BJP4India has ruthlessly withheld ₹15,000 crore due to Bengal under the MGNREGA and Awas Yojana.
— All India Trinamool Congress (@AITCofficial) September 26, 2023
Those adversely impacted have written letters to the PM @narendramodi seeking their rightful dues.
BENGAL WILL… pic.twitter.com/qyXnD46wNEPeople of Bengal are raising their voice against injustice! @BJP4India has ruthlessly withheld ₹15,000 crore due to Bengal under the MGNREGA and Awas Yojana.
— All India Trinamool Congress (@AITCofficial) September 26, 2023
Those adversely impacted have written letters to the PM @narendramodi seeking their rightful dues.
BENGAL WILL… pic.twitter.com/qyXnD46wNE
দু'বছরেরও বেশি সময় ধরে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্পে 100 দিনের কাজের প্রাপ্য টাকা পায়নি পশ্চিমবঙ্গ ৷ চলতি অর্থবর্ষে 100 দিনের কাজ নিয়ে কমবেশি সব রাজ্যের অভিযোগ থাকলেও কেন্দ্রীয় সরকার বাংলাকে কোনও অর্থই দেয়নি বলে অভিযোগ ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় গিয়ে শ্রমিকদের 100 দিনের কাজের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, শ্রমিকদের দিল্লি নিয়ে গিয়ে ধরনায় বসবেন ৷ তবে এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে এখনও সংশয় রয়েছে। পায়ের চোটের কারণে আপাতত 10 দিন তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: একশো দিনের কাজের টাকা বন্ধ কেন? 20 জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের