ETV Bharat / state

Bowbazar Metro Work: বউবাজারে ফের শুরু মেট্রোর সুরঙ্গ তৈরির কাজ, সরল তিনটি পরিবার

এবার আগ থেকেই সাবধানতা অবলম্বন করে কাজ শুরু করতে চলেছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড ৷ ইতিমধ্যেই দুর্গাপিতুরি লেনের তিনটি পরিবারকে হোটেলে স্থান্তরিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

boubazar relocated to hotels
boubazar relocated to hotels
author img

By

Published : Mar 1, 2023, 8:39 AM IST

Updated : Mar 1, 2023, 12:01 PM IST

কলকাতা, 1 মার্চ : বউবাজারের দুর্গাপিতুরি লেনে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ ৷ গতবার কাজ করার সময় যে অংশে ধস নেমেছিল সেখানকার কাজ স্থগিত রাখা হয়েছিল। এবার ওই অংশের কাজ পাকাপাকি ভাবে শেষ করার সময় এসছে। কারণ শেষবার ধসের কারণে মাঝ পথে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ শুধু মাত্র ওই সাড়ে চার মিটার অংশের কাজই বাকি পরে রয়েছে এখনও। এবার কেএমআরসিএল কর্তৃপক্ষ হাত দিতে চলেছে ওই সাড়ে চার মিটার অংশেই । তাই বেশ কিছুদিন ধরে ভূমি পর্যবেক্ষণ এবং ধাপে ধাপে একাধিক টেস্টিং এর পরেই গত সপ্তাহে বাড়ি খালি করার নোটিশ পাঠানো হয় ।

ইতিমধ্যেই গৌর দে লেন, দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেন মিলিয়ে প্রাথমিকভাবে তিনটি বাড়িতে নোটিস পাঠানো হয়েছে । মঙ্গালবার ওই তিনটি বাড়ির 45 জন সদস্যকে স্থানীয় হোটেল বিইউ ও হোটেল গ্রিন ইন-এ স্থানান্তরিত করা হয়েছে বলে জানান কেএমআরসিএল-এর অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এইচআর জেনারেল ম্যানেজার এ কে নন্দী । জানানো হয়েছে, যে এবারের কাজের সময় যদি কোনও বাড়িতে আবারও চির বা ফাটল ধরে তখন স্থানীয় বাসিন্দাদের যাতে রাতভোর কোনও অসহায় পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতেই আগাম বন্দোবস্ত । আপাতত তিনটি বাড়ি খালি করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে আরও কিছু বাড়ি খালি করা হতে পারে বলে খবর।

এই অংশের সাড়ে চার মিটারের মতো এলাকার কাজ বাকি। মেট্রোরেল কর্তৃপক্ষও জানিয়েছে যে আগামিদিনে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ যেটি বউবাজারে চলছে তার সবচেয়ে জটিল অংশের কাজ শুরু হতে চলেছে । ইতিপূর্বেও ওই অংশের কাজ করতে গিয়ে বারে বারে জটিলতার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চায় না মেট্রো ।

আরও পড়ুন: দুর্গাপিতুরি লেনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম পর্যায়ে তৈরি হবে 23টি বাড়ি

প্রসঙ্গত, গতবছর ঠিক কালীপুজোর আগেই বউবাজার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে আড়াই বছর পর ধস নেমেছিল দুর্গাপিতুরি এলাকায় । রাতারাতি বাড়ি ছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে। যদিও তাঁরা কেএমআরসিএল-এর তরফে ক্ষতিপূরণ পেয়েছে তবে এখনও একাধিক পরিবার আর পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া। অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হতে বধপরিকর কতৃপক্ষ। তাই দ্রুত কাজ সফলভাবে শেষ করতে কোমর বেড়েছে মেট্রোরেল।

কলকাতা, 1 মার্চ : বউবাজারের দুর্গাপিতুরি লেনে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ ৷ গতবার কাজ করার সময় যে অংশে ধস নেমেছিল সেখানকার কাজ স্থগিত রাখা হয়েছিল। এবার ওই অংশের কাজ পাকাপাকি ভাবে শেষ করার সময় এসছে। কারণ শেষবার ধসের কারণে মাঝ পথে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ শুধু মাত্র ওই সাড়ে চার মিটার অংশের কাজই বাকি পরে রয়েছে এখনও। এবার কেএমআরসিএল কর্তৃপক্ষ হাত দিতে চলেছে ওই সাড়ে চার মিটার অংশেই । তাই বেশ কিছুদিন ধরে ভূমি পর্যবেক্ষণ এবং ধাপে ধাপে একাধিক টেস্টিং এর পরেই গত সপ্তাহে বাড়ি খালি করার নোটিশ পাঠানো হয় ।

ইতিমধ্যেই গৌর দে লেন, দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেন মিলিয়ে প্রাথমিকভাবে তিনটি বাড়িতে নোটিস পাঠানো হয়েছে । মঙ্গালবার ওই তিনটি বাড়ির 45 জন সদস্যকে স্থানীয় হোটেল বিইউ ও হোটেল গ্রিন ইন-এ স্থানান্তরিত করা হয়েছে বলে জানান কেএমআরসিএল-এর অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এইচআর জেনারেল ম্যানেজার এ কে নন্দী । জানানো হয়েছে, যে এবারের কাজের সময় যদি কোনও বাড়িতে আবারও চির বা ফাটল ধরে তখন স্থানীয় বাসিন্দাদের যাতে রাতভোর কোনও অসহায় পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতেই আগাম বন্দোবস্ত । আপাতত তিনটি বাড়ি খালি করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে আরও কিছু বাড়ি খালি করা হতে পারে বলে খবর।

এই অংশের সাড়ে চার মিটারের মতো এলাকার কাজ বাকি। মেট্রোরেল কর্তৃপক্ষও জানিয়েছে যে আগামিদিনে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ যেটি বউবাজারে চলছে তার সবচেয়ে জটিল অংশের কাজ শুরু হতে চলেছে । ইতিপূর্বেও ওই অংশের কাজ করতে গিয়ে বারে বারে জটিলতার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চায় না মেট্রো ।

আরও পড়ুন: দুর্গাপিতুরি লেনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম পর্যায়ে তৈরি হবে 23টি বাড়ি

প্রসঙ্গত, গতবছর ঠিক কালীপুজোর আগেই বউবাজার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে আড়াই বছর পর ধস নেমেছিল দুর্গাপিতুরি এলাকায় । রাতারাতি বাড়ি ছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে। যদিও তাঁরা কেএমআরসিএল-এর তরফে ক্ষতিপূরণ পেয়েছে তবে এখনও একাধিক পরিবার আর পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া। অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হতে বধপরিকর কতৃপক্ষ। তাই দ্রুত কাজ সফলভাবে শেষ করতে কোমর বেড়েছে মেট্রোরেল।

Last Updated : Mar 1, 2023, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.