ETV Bharat / state

ICC World Cup 2023: শনিবার ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ, রাতে থাকছে জোড়া বিশেষ মেট্রো - England vs Pakistan Match

Special Metro for ICC World Cup Match: শনিবার ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ উপলক্ষে রাতে থাকছে জোড়া বিশেষ মেট্রো পরিষেবা ৷ দেখে নিন সময়সূচি ৷

Special Metro for ICC World Cup Match
বিশেষ মেট্রো পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:21 PM IST

কলকাতা, 9 নভেম্বর: শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ৷ আর সেই কারণে, মহানগরে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । অন্যান্য খেলার দিনের মতোই ওইদিনও চালানো হবে এক জোড়া বিশেষ মেট্রো ৷

শনিবার নর্থ সাউথ মেট্রো করিডোর বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই এক জোড়া বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে । মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন আপ ও ডাউন রুটে মেট্রো ছাড়বে ঠিক রাত 10.45 মিনিটে । পরিষেবা দেওয়া হবে এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে । আপ লাইনে ঠিক রাত 10.45 মিনিটে একটি ট্রেন ছাড়বে এসপ্ল্যানেড থেকে । ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে ।

Special Metro
ইংল্যান্ড বনাম পাকিস্থান ম্যাচে জোড়া বিশেষ মেট্রো

অন্যদিকে ডাউন লাইনে আর একটি ট্রেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ঠিক রাত 10.45 মিনিটে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে । ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে ঠিক রাত 11.18 মিনিটে । মেট্রো কর্তৃপক্ষের তরফে খবর, যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য দুটি ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে ।

আরও পড়ুন: রবিবার হাইভোল্টেজ খেলা শেষে রয়েছে জোড়া মেট্রো পরিষেবা

আগামী শনিবার অর্থাৎ 11 নভেম্বর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান । ইংলান্ড এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একদম নীচে দাঁড়িয়ে ৷ ফলে তাদের আর সেমিফাইনালে ওঠার সুযোগ নেই ৷ তবে পাকিস্তান এখনও জিইয়ে রেখেছে সেমিফাইনালে যাওয়ার আশা ৷ সেমিফাইনালের আগে এটাই শেষ ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে ৷ তাই এই খেলা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা নেহাত কম নয় । সেদিন যে মাঠে ভিড় হবে, তা বলার উপেক্ষা রাখে না ৷ সেই ভিড় উপচে পড়বে মেট্রোতেও ৷ খেলা দেখে ফেরার সময় যাতে কোনও অসুবিধা না হয় ৷ তাই এই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা থাকছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ৷

কলকাতা, 9 নভেম্বর: শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ৷ আর সেই কারণে, মহানগরে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । অন্যান্য খেলার দিনের মতোই ওইদিনও চালানো হবে এক জোড়া বিশেষ মেট্রো ৷

শনিবার নর্থ সাউথ মেট্রো করিডোর বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই এক জোড়া বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে । মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন আপ ও ডাউন রুটে মেট্রো ছাড়বে ঠিক রাত 10.45 মিনিটে । পরিষেবা দেওয়া হবে এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে । আপ লাইনে ঠিক রাত 10.45 মিনিটে একটি ট্রেন ছাড়বে এসপ্ল্যানেড থেকে । ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে ।

Special Metro
ইংল্যান্ড বনাম পাকিস্থান ম্যাচে জোড়া বিশেষ মেট্রো

অন্যদিকে ডাউন লাইনে আর একটি ট্রেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ঠিক রাত 10.45 মিনিটে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে । ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে ঠিক রাত 11.18 মিনিটে । মেট্রো কর্তৃপক্ষের তরফে খবর, যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য দুটি ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে ।

আরও পড়ুন: রবিবার হাইভোল্টেজ খেলা শেষে রয়েছে জোড়া মেট্রো পরিষেবা

আগামী শনিবার অর্থাৎ 11 নভেম্বর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান । ইংলান্ড এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একদম নীচে দাঁড়িয়ে ৷ ফলে তাদের আর সেমিফাইনালে ওঠার সুযোগ নেই ৷ তবে পাকিস্তান এখনও জিইয়ে রেখেছে সেমিফাইনালে যাওয়ার আশা ৷ সেমিফাইনালের আগে এটাই শেষ ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে ৷ তাই এই খেলা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা নেহাত কম নয় । সেদিন যে মাঠে ভিড় হবে, তা বলার উপেক্ষা রাখে না ৷ সেই ভিড় উপচে পড়বে মেট্রোতেও ৷ খেলা দেখে ফেরার সময় যাতে কোনও অসুবিধা না হয় ৷ তাই এই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা থাকছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.