ETV Bharat / state

Metro Services on Republic Day: 26 জানুয়ারিতে কমছে মেট্রোর সংখ্যা, জোকা-তারাতলা বন্ধ পরিষেবা - মেট্রো পরিষেবা

সাধারণতন্ত্র দিবসে কমছে মেট্রো পরিষেবা (Metro Services on Republic Day) ৷ ব্লু লাইন (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) ও গ্রিন লাইনের (শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ) পরিষেবা কমানো হচ্ছে ৷ পার্পেল লাইনে (জোকা-তারাতলা) সেদিন থাকছে না পরিষেবা ৷

Metro Services
কলকাতা মেট্রো
author img

By

Published : Jan 24, 2023, 9:02 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: আগামী বৃহস্পতিবার অর্থাৎ 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস । ফলে ওইদিন সরকারি ছুটি থাকবে ৷ তাই সারাদিনে কম সংখ্যক মেট্রো চলবে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে (Metro to run less service)। স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো চলাচল করে বৃহস্পতিবার তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে ব্লু লাইন ও গ্রিন লাইনে । তেমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে । তবে 26 জানুয়ারি পার্পেল লাইন অর্থাৎ জোকা-তারাতলা রুটে পরিষেবা বন্ধ থাকবে ।

আগামী 26 জানুয়ারি একই সঙ্গে পড়েছে সাধারণতন্ত্র দিবস (Republic Day) ও সরস্বতী পুজো (Saraswati Puja) । ছুটি হওয়ায় ওইদিন নর্থ সাউথ মেট্রো লাইনে (North South Metro) সারাদিনে চলবে 188টি পরিষেবা (94 আপ ও 94 ডাউন) মেট্রো । মেট্রো পরিষেবা (Metro Services) শুরু হবে (First Metro) সকাল 6.50 মিনিট থেকে । অন্যদিকে ওই রুটে রাতের শেষ মেট্রো (Last Metro) পাওয়া যাবে 10.35 মিনিটে ।

বৃহস্পতিবার দিনের প্রথম পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে ।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে ।

বৃহস্পতিবার দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.30 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:40 মিনিটে ।
  • কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ।

অন্যদিকে 26 জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে অর্থাৎ সল্টলেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সারাদিনে চালানো হবে 90টি (45 ইস্ট বান্ড ও 45 ওয়েস্ট বাউন্ড) পরিষেবা । ওই রুটে দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 06:55 মিনিটে । অন্যদিকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টায় ।

বৃহস্পতিবার দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.55 মিনিটে ।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07.00 টার সময় ।

বৃহস্পতিবার দিনের শেষ পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.35 মিনিটে ।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ।

কলকাতা, 24 জানুয়ারি: আগামী বৃহস্পতিবার অর্থাৎ 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস । ফলে ওইদিন সরকারি ছুটি থাকবে ৷ তাই সারাদিনে কম সংখ্যক মেট্রো চলবে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে (Metro to run less service)। স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো চলাচল করে বৃহস্পতিবার তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে ব্লু লাইন ও গ্রিন লাইনে । তেমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে । তবে 26 জানুয়ারি পার্পেল লাইন অর্থাৎ জোকা-তারাতলা রুটে পরিষেবা বন্ধ থাকবে ।

আগামী 26 জানুয়ারি একই সঙ্গে পড়েছে সাধারণতন্ত্র দিবস (Republic Day) ও সরস্বতী পুজো (Saraswati Puja) । ছুটি হওয়ায় ওইদিন নর্থ সাউথ মেট্রো লাইনে (North South Metro) সারাদিনে চলবে 188টি পরিষেবা (94 আপ ও 94 ডাউন) মেট্রো । মেট্রো পরিষেবা (Metro Services) শুরু হবে (First Metro) সকাল 6.50 মিনিট থেকে । অন্যদিকে ওই রুটে রাতের শেষ মেট্রো (Last Metro) পাওয়া যাবে 10.35 মিনিটে ।

বৃহস্পতিবার দিনের প্রথম পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে ।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে ।

বৃহস্পতিবার দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.30 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:40 মিনিটে ।
  • কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ।

অন্যদিকে 26 জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে অর্থাৎ সল্টলেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সারাদিনে চালানো হবে 90টি (45 ইস্ট বান্ড ও 45 ওয়েস্ট বাউন্ড) পরিষেবা । ওই রুটে দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 06:55 মিনিটে । অন্যদিকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টায় ।

বৃহস্পতিবার দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.55 মিনিটে ।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07.00 টার সময় ।

বৃহস্পতিবার দিনের শেষ পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.35 মিনিটে ।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.