ETV Bharat / state

Kolkata Metro: বুদ্ধপূর্ণিমায় বন্ধ একাধিক অফিস, মহানগরে কমবে মেট্রোর সংখ্যা

অন্যান্য ছুটির দিনের মতো শুক্রবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষেও কমছে মেট্রোর সংখ্যা ৷ সারাদিনে চলবে 234টি মেট্রো ৷ তবে ব্লু লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষের মধ্যে কমছে মেট্রোর সংখ্যা ৷

Kolkata Metro services
বুদ্ধপূর্ণিমার দিন মেট্রো
author img

By

Published : May 4, 2023, 8:46 PM IST

কলকাতা, 4 মে: আগামিকাল বুদ্ধপূর্ণিমা । এই উপলক্ষ্যে একাধিক অফিসে ছুটি থাকবে । তাই শুক্রবার সারাদিনে ব্লু লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষের মধ্যে কম সংখ্যক মেট্রো চলাচল করবে । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে । অন্যান্য দিনে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে 288টি মেট্রো চলাচল করে । তবে আগামিকাল ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা বেশ কিছুটা কম থাকবে বলে মেট্রোর সংখ্যা কমিয়ে 234টি করা হচ্ছে । ওই দিন মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন ট্রেন চলবে ।

শুক্রবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা: দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । অর্থাৎ এই ক্ষেত্রে পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । অর্থাৎ এই সময়টিও অপরিবর্তিত থাকছে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । এখানেও সময়ের পরিবর্তন হচ্ছে না । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে । এই সময়েও কোনও পরিবর্তন হচ্ছে না।

বুদ্ধপূর্ণিমার দিন ব্লু লাইনে দিনের শেষ পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে । এই সময়টি অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে। এই সময়টি অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । এই সময়টি অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন: চলতি সপ্তাহেই হাওড়া থেকে পুরী বন্দে ভারত ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো উদ্বোধনের সম্ভাবনা

কলকাতা, 4 মে: আগামিকাল বুদ্ধপূর্ণিমা । এই উপলক্ষ্যে একাধিক অফিসে ছুটি থাকবে । তাই শুক্রবার সারাদিনে ব্লু লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষের মধ্যে কম সংখ্যক মেট্রো চলাচল করবে । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে । অন্যান্য দিনে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে 288টি মেট্রো চলাচল করে । তবে আগামিকাল ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা বেশ কিছুটা কম থাকবে বলে মেট্রোর সংখ্যা কমিয়ে 234টি করা হচ্ছে । ওই দিন মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন ট্রেন চলবে ।

শুক্রবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা: দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । অর্থাৎ এই ক্ষেত্রে পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । অর্থাৎ এই সময়টিও অপরিবর্তিত থাকছে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । এখানেও সময়ের পরিবর্তন হচ্ছে না । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে । এই সময়েও কোনও পরিবর্তন হচ্ছে না।

বুদ্ধপূর্ণিমার দিন ব্লু লাইনে দিনের শেষ পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে । এই সময়টি অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে। এই সময়টি অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । এই সময়টি অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন: চলতি সপ্তাহেই হাওড়া থেকে পুরী বন্দে ভারত ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো উদ্বোধনের সম্ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.