কলকাতা, 20 জানুয়ারি: আগামী সোমবার অর্থাৎ 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মদিন। যেহেতু ওইদিন ছুটি থাকবে তাই সারাদিনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে। এই নির্দেশিকা আপাতত ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রো শাখার ক্ষেত্রেই জারি করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট করিডোরে ওইদিন মেট্রো পরিষেবার সূচি এখনও পর্যন্ত জানানো হয়নি মেট্রো রেলের তরফে।
সাধারণত শনিবার ও রবিবার ছাড়া নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে চলে 288টি পরিষেবা। তবে আগামী সোমবার 234টি (117টি আপ ও 117টি ডাউন) পরিষেবা চালানো হবে। পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিট থেকে। রাতে শেষ মেট্রো পাওয়া যাবে 10.35 মিনিটে।
এক নজরে আগামী সোমবারের মেট্রো পরিষেবার সময়সূচী:
দিনে প্রথম পরিষেবা:
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে
- দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6.55 মিনিটে
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টার সময়
ওই দিন দিনের শেষ পরিষেবা:
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে
- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে
উল্লেখ্য, দিন কয়েক আগে দমদম মেট্রো স্টেশনে বসানো হয়েছে অত্যাধুনিক ইন্টারলকিং ব্যবস্থা যার কারণে আরও সুন্দর মেট্রো পরিষেবা ৷ মূলত মেট্রো পরিষেবার ইন্টারলকিং সিস্টেমকে আরও আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দমদমে এতদিন ধরে ইলেকট্রিক্যাল ইন্টারলকিং ব্যবস্থা ছিল। তবে এবার সেসব অতীত। এবার দমদমে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্য়বস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিকীকরণের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ।