কলকাতা, 16 সেপ্টেম্বর : দীর্ঘ পাঁচ বছর পর টালিগঞ্জ মেট্রো স্টেশন অর্থাৎ মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ছাড়ল দমদমগামী মেট্রো । মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা ফের শুরু হল বুধবার থেকে ।
জানা গিয়েছে, নিত্য যাত্রীদের মধ্যে অনেকেই টালিগঞ্জ ও দমদম পর্যন্ত পরিষেবা পুনরায় চালু করার আবেদন জানিয়েছিলেন । তাই এবার টালিগঞ্জ ও দমদম স্টেশনের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য দিনের ব্যস্ত সময়ে এই দুই স্টেশনের মধ্যে পরিষেবা পুনরায় শুরু করা হল । মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে সকাল 9.30 থেকে বেলা 11.45 পর্যন্ত 9টি মেট্রো মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদম পর্যন্ত যাতায়াত করবে । আবার বিকেলে 5:10 থেকে সন্ধ্যে 7:10 পর্যন্ত 7টি মেট্রো যাতায়াত করবে ।
মেট্রোরেল কতৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য যে মেট্রোগুলি টালিগঞ্জে এসে থেমে যাবে সেগুলির সামনে ডিসপ্লে বোর্ডে মহানায়ক উত্তম কুমার লেখা থাকবে । এই বিষয়ে কলকাতা মেট্রোরেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, টালিগঞ্জ ও তার সন্নিকট এলাকায় ও বেহালার বহু যাত্রী মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকেই যাতায়াত করেন । তাই স্বাভাবিকভাবেই এই স্টেশনে যাত্রী সংখ্যাও অনেক । তাই দিনের ব্যস্ততম সময়ে চাপ কম করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে । তাই দুটি মেট্রোর মধ্যে পাঁচ মিনিট ব্যবধান রাখা হয়েছে ।
আরও পড়ুন : Kmc Vaccine: করোনা টিকাকরণের সময়সূচি বদল করল কলকাতা পৌরনিগম
তবে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আগের মতোই দিনের প্রথম ট্রেনটি ছাড়বে 7:30 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 9:18 মিনিটে । দমদম ও কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9:30 মিনিটে । প্রসঙ্গত, 2016 সালে কিছুদিনের জন্য টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হলেও বেশ কিছু সমস্যার জন্য পরে তা বন্ধ করে দেওয়া হয় ।