ETV Bharat / state

Crack in Metro Line : ফের মেট্রো বিভ্রাট, লাইনে ফাটল ধরা পড়ায় আংশিক পরিষেবা বন্ধ

author img

By

Published : Feb 3, 2022, 10:43 AM IST

Updated : Feb 3, 2022, 11:38 AM IST

আপাতত বন্ধ রয়েছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রো পরিষেবা (Metro Service Interrupted in Kolkata) ৷ কারণ বেলগাছিয়া ও শ্যামবাজার স্টেশনের মধ্যে লাইনে ফাটল দেখা গিয়েছে ৷

Kolkata Metro Rail News
ফের মেট্রো বিভ্রাট

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কাজের দিন ব্যস্ত সময়ে ফের ৷ থমকে গেল মেট্রো বিভ্রাট (Metro Service Interrupted in Kolkata) ৷ বৃহস্পতিবার সকাল 8.14 নাগাদ বেলগাছিয়া ও শ্যামবাজার স্টেশনের মধ্যে মেট্রোর লাইনে ফাটল দেখা দেয় । যদিও সেই সময়ে প্ল্যাটফর্মে কোন ট্রেন ছিল না । ফাটলটি চোখে পড়ায় তড়িঘড়ি ওই লাইন দিয়ে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চলছে । বন্ধ রয়েছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন : আজ ও আগামিকাল রাজ্যজুড়ে বৃষ্টি

মেট্রো সূত্রে খবর, ফাটলটি চোখে পড়ার ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে ৷ এর ওপর দিয়ে ট্রেন চলে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত । কীভাবে লাইনে এই ফাটল হল তা পরীক্ষা করে দেখছেন মেট্রোর ইঞ্জিনিয়ররা ৷ এদিন বেলা এগারোটার পর স্বাভাবিক হয় পরিষেবা ৷

দিনের ব্যস্ত সময়ে পাতাল পথে এই বিপত্তির জেরে সমস্যায় পড়তে হয় বহু মেট্রো যাত্রীকে ৷ 11টা বেজে 6 মিনিট থেকে ফের চলতে শুরু করে ট্রেন ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কাজের দিন ব্যস্ত সময়ে ফের ৷ থমকে গেল মেট্রো বিভ্রাট (Metro Service Interrupted in Kolkata) ৷ বৃহস্পতিবার সকাল 8.14 নাগাদ বেলগাছিয়া ও শ্যামবাজার স্টেশনের মধ্যে মেট্রোর লাইনে ফাটল দেখা দেয় । যদিও সেই সময়ে প্ল্যাটফর্মে কোন ট্রেন ছিল না । ফাটলটি চোখে পড়ায় তড়িঘড়ি ওই লাইন দিয়ে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চলছে । বন্ধ রয়েছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন : আজ ও আগামিকাল রাজ্যজুড়ে বৃষ্টি

মেট্রো সূত্রে খবর, ফাটলটি চোখে পড়ার ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে ৷ এর ওপর দিয়ে ট্রেন চলে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত । কীভাবে লাইনে এই ফাটল হল তা পরীক্ষা করে দেখছেন মেট্রোর ইঞ্জিনিয়ররা ৷ এদিন বেলা এগারোটার পর স্বাভাবিক হয় পরিষেবা ৷

দিনের ব্যস্ত সময়ে পাতাল পথে এই বিপত্তির জেরে সমস্যায় পড়তে হয় বহু মেট্রো যাত্রীকে ৷ 11টা বেজে 6 মিনিট থেকে ফের চলতে শুরু করে ট্রেন ৷

Last Updated : Feb 3, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.