কলকাতা, 28 জানুয়ারি: দিনের ব্যস্ত সময় 15 মিনিটের জন্য থমকে গেল মেট্রো পরিষেবা। আজ বেলা 2.30 মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনে একটি রেকের গেটে বিভ্রাট দেখা দেয়। এর ফলে চালানো সম্ভব হয়নি ট্রেনটি। যদিও, এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বেলা 2.30 মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে হঠাৎ করেই একটি মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে, একটি রেকের দরজা বন্ধ হতে সমস্যা দেখা দেয়। এর জেরে ট্রেনটিকে চালু করা সম্ভব হয়নি। দ্রুত মেট্রো কর্মীরা গিয়ে ট্রেনটি খালি করে কারশেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুন: 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য সিঙ্গল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করল রাজ্য
প্রাথমিকভাবে, ওই রেকে উপস্থিত যাত্রীরা একটু উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে যান্ত্রিক ত্রুটির ঘোষণায় যাত্রীদের আশঙ্কা কেটে যায়। প্রায় 15 মিনিট বন্ধ থাকে পরিষেবা। আবার 2.45 মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত আপ ও ডাউন লাইনে কোথাও কোনও সমস্যা নেই। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ।