কলকাতা, 28 সেপ্টেম্বর: পুজোর দিনগুলিতে (Durga puja 2022) যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা মেট্রোরেল (Metro Railway) কতৃপক্ষ । নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ । আজ নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হল কলকাতা মেট্রো রেলের তরফে ।
পুজোর দিনগুলিতে যাত্রী সুবিধার্থে নর্থ সাউথ করিডোরে সারারাত থাকবে মেট্রো পরিষেবা । সেই কথা আগেই ঘোষণা করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে । পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে মাঝ রাত পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা ।
পুজোর সময়ের ঠাসাঠাসি ভিড়ে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সবকটি স্টেশনেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা । যেসব স্টেশনগুলিতে অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই স্টেশনগুলিতে থাকছে বাড়তি নজরদারি । মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হবে (Metro Railway tightens security arrangements during Durga puja) ।
12টি ক্রাউড ম্যানেজমেন্ট টিম এবং 13টি কুইক রেসপন্স টিম ও থাকছে । এছাড়াও অ্যান্টি-সাবতাজ টিম থাকছে ৷ যাঁদের সঙ্গে থাকবে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত স্নিফার ডগ এবং নিরাপত্তা বিষয়ক সব মেশিন । মহাত্মা গান্ধি মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশন এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে মেডিক্যাল বুথও থাকছে ।
আরও পড়ুন: পুজোর চার দিন মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত
এছাড়াও যদি কোনও যাত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ৷ তবে সেই জন্য থাকছে জন্য যথেষ্ট পরিমাণে উইলচেয়ার, স্ট্রেচার এবং অক্সিজেন সিলিন্ডার । স্টেশনগুলোতে যাত্রীদের সহায়তা করার জন্য থাকছে মেট্রো আধিকারিক ও কর্মীরা ।