কলকাতা, 25 অক্টোবর: করোনা অতিমারির পরে এই বছর দুর্গাপুজোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিনে সব থেকে বেশি ভিড় হয়েছে মেট্রোয়। স্বাভাবিকভাবে কলকাতা মেট্রো রেলের লক্ষী লাভও হল ব্য়াপক হারে। করোনা অতিমারীর পর গতবছর কলকাতা মেট্রোর আয় হয়েছিল ছ’কোটি টাকারও বেশি। তবে এই বছর সেই রেকর্ড কিছুটা ছাড়িয়ে মেট্রোর আয় পৌঁছে গেল 6 কোটি 12 লক্ষ কোটির কিছু বেশি।
অন্যদিকে, কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2022 সালে পঞ্চমী থেকে দশমী মিলিয়ে উত্তর-দক্ষিণ করিডোরে যাত্রী ভিড় ছাড়িয়েছিল 37 লক্ষেরও বেশি। আর এই বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ওই রুটে যাত্রী সংখ্যা পেরিয়েছে 39 লক্ষের বেশি। করোনা অতিমারির প্রায় দু'বছর পরে আবারও এত সংখ্যক মানুষ মেট্রো রেল ব্যাবহার করলেন যা 7 অক্টোবর 2019 পরে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য বলছে, এই বছর পঞ্চমী থেকে বিজয়াদশমী পর্যন্ত সবকটি লাইন মিলিয়ে যাত্রী ভিড় হয়েছে 41.65 লক্ষ। এর মধ্যে নর্থ-সাউথ মেট্রো করিডোরে যাত্রী ভিড় ছিল 39 লক্ষ 46 হাজার 945 জন। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ছিল 2 লক্ষ 16 হাজার 581 জন। পার্পল লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে যাত্রী ভিড় ছিল 1 হাজার 807 জন। নর্থ-সাউথ করিডোরে দমদম মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল 3 লক্ষ 84 হাজার 857 জন। এরপরই কালীঘাট মেট্রো স্টেশনে যাত্রী ভিড় ছিল 3 লক্ষ 68 হাজার 830 এবং শোভাবাজার-সুতানুটিতে সেই সংখ্য়া ছিল 2 লক্ষ 73 হাজার 98 জন যাত্রী।
অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সর্বাধিক যাত্রী সংখ্যা ছিল শিয়ালদহ স্টেশনে 82 হাজার 944 জন। এরপর সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে ছিল 31 হাজার 225 জন। তারপর করুণাময়ী স্টেশনে 26 হাজার 349 সংখ্যক যাত্রী হয়েছিল । আগের বারের চেয়ে মেট্রোর আয়ও বেড়েছে অনেকখানি। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, পুজোর দিনগুলিতে টোকেন, স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড রিচার্জ মিলিয়ে আয় হয়েছে 6 কোটি 12 লক্ষ টাকা। এর মধ্যে নর্থ-সাউথ মেট্রো আয় করেছে 5 কোটি 79 লক্ষ টাকা। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো আয় করেছে 32 লক্ষ 86 হাজার টাকা। পার্পল লাইন 26 হাজার 460 টাকা আয় হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুজো কার্নিভালের দিন শহরে বাড়তি মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি
অন্যদিকে, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো রেলের আয় হয়েছিল 6 কোটি 6 লক্ষ 94 হাজার 56 টাকা । মেট্রো এই দিনগুলিতে টোকেন, স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড রিচার্জ করে 6 কোটি 6 লক্ষ 94 হাজার 56 টাকা আয় করেছে ৷ এর মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো আয় করেছে 5 কোটি 79 লক্ষ 90 হাজার 716 টাকা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো 27 লক্ষ তিন হাজার 340 টাকা আয় করেছে।