ETV Bharat / state

চাই সমপরিমাণ বেতন, বিক্ষোভ ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের

সমবেতনের দাবিতে হাজরা মোড়ে গতকাল বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সদস্যরা।

বিক্ষোভে ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশন
author img

By

Published : Mar 4, 2019, 11:37 AM IST

কলকাতা, ৪ মার্চ : হাজরা মোড়ে গতকাল বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সদস্যরা। দাবি, অন্যান্য সরকারি প্রকল্পের দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরের সমান বেতন দিতে হবে। পাশাপাশি দিতে হবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

২০০৭-২০০৮ সালে থেকে মনরেগা প্রকল্পে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন অনেকেই। কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পের মতো নেই উপযুক্ত বেতন কাঠামো। তাই স্বাস্থ্য, মিড ডে মিল, কন্যাশ্রী, জনস্বাস্থ্য সহ অন্যান্য প্রকল্পের দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরদের সমান বেতন ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে গতকাল বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সদস্যরা। সেইসময় পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। পরে অবশ্য বিক্ষোভকারীদের এক প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে দাবি সংক্রান্ত স্মারকলিপি দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সেক্রেটারি রিপন হালদার বলেন, "৭৫০০ টাকা দিয়ে এখন আর সংসার চলছে না। গ্রাম পঞ্চায়েত ফেডারেশনের হয়ে দীর্ঘদিন কাজ করছি আমরা। আর্থিক সাহায্য চাইছি না। আমরা সমকাজে সমবেতনের দাবি জানাচ্ছি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন। তাঁদের বেতনের সমপরিমাণ বেতন আমাদের দেওয়া হোক। এটাই আমাদের মূল দাবি।"

undefined

কলকাতা, ৪ মার্চ : হাজরা মোড়ে গতকাল বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সদস্যরা। দাবি, অন্যান্য সরকারি প্রকল্পের দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরের সমান বেতন দিতে হবে। পাশাপাশি দিতে হবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

২০০৭-২০০৮ সালে থেকে মনরেগা প্রকল্পে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন অনেকেই। কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পের মতো নেই উপযুক্ত বেতন কাঠামো। তাই স্বাস্থ্য, মিড ডে মিল, কন্যাশ্রী, জনস্বাস্থ্য সহ অন্যান্য প্রকল্পের দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরদের সমান বেতন ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে গতকাল বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সদস্যরা। সেইসময় পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। পরে অবশ্য বিক্ষোভকারীদের এক প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে দাবি সংক্রান্ত স্মারকলিপি দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশনের সেক্রেটারি রিপন হালদার বলেন, "৭৫০০ টাকা দিয়ে এখন আর সংসার চলছে না। গ্রাম পঞ্চায়েত ফেডারেশনের হয়ে দীর্ঘদিন কাজ করছি আমরা। আর্থিক সাহায্য চাইছি না। আমরা সমকাজে সমবেতনের দাবি জানাচ্ছি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন। তাঁদের বেতনের সমপরিমাণ বেতন আমাদের দেওয়া হোক। এটাই আমাদের মূল দাবি।"

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.