ETV Bharat / state

Bar Council of India: বিচারপতি মান্থার ঘটনায় এখনই মন্তব্যে নারাজ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা

বিচারপতি রাজা শেখর মান্থার ঘটনায় (Justice Rajasekhar Mantha) এখনই কিছু বলা ঠিক হবে না বলে জানালেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যরা (Bar Council of India)৷

Members of Bar Council of India ETV Bharat
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যরা
author img

By

Published : Jan 16, 2023, 5:55 PM IST

Updated : Jan 16, 2023, 8:19 PM IST

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

কলকাতা, 16 জানুয়ারি: বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বেঞ্চ বয়কটের ঘটনায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) তিন সদস্যের প্রতিনিধি দল দিনভর কথা বলল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থেকে শুরু করে বারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে ৷ এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ তারা সাংবাদিকদের মুখোমুখি হয় ৷ তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি তারা ৷

কাল রিপোর্ট জমা দেবে কমিটি: তথ্য অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে অশোক মেহতা জানান, "যা ঘটেছে তা সবাই জানে । আলাদা করে কিছু বলার নেই । সমস্ত রিপোর্ট আগামিকাল জানানো হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ।" তবে রাজ্য বার কাউন্সিলের ভুয়সী প্রশংসা করলেন তিনি ও তাঁর সঙ্গে থাকা রবীন্দ্র কুমার রায়জাদা । উল্লেখ্য, তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন আইনজীবী রবীন্দ্র কুমার রায়জাদা, অশোক মেহতা ও বন্দনা কৌর গ্রোভার ।

বিভিন্ন মহলে কথা প্রতিনিধি দলের: সোমবার বেলা 11টা নাগাদ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল হাজির হয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) বার কাউন্সিলের অফিসে । বারের ভাইস চেয়ারম্যান পিনাকী গঙ্গোপাধ্যায় তাঁদের অভ্যর্থনা জানান । এর পর একে একে রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তারপর সহকারী অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলেন তাঁরা ।

আরও পড়ুন: বিচারপতি মান্থাকে বয়কট কেন, জানতে রাজ্য়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল

'বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য নয়': অশোক মেহতা বলেন, "এই নিয়ে একটি মামলা বর্তমানে বিচারাধীন । ফলে এই নিয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না । সেরকম গুরুত্বপূর্ণ কিছু এখনও পর্যন্ত পাওয়া যায়নি । যা পাওয়া গিয়েছে তা সবাই জানে । আপনাদের কাছে যদিও কোনও তথ্য প্রমাণ থাকে তা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠান । রাজ্য বারের এবং আপনাদের (সাংবাদিক) ব্যবহার খুবই ভালো ।" তিনি আরও বলেন, "আমাদের কাছে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ কিছু নেই ।"

কালা দিবস পালন আইনজীবীদের: অন্যদিকে, এ দিন দুপুরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতির বিরোধিতা করে শাসক দলের সমর্থক আইনজীবীদের তরফে কালা দিবস পালনের পাশাপাশি একটি বিক্ষোভ মিছিলও করা হয় ৷ আইনজীবীদের প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে দাবি করে মিছিলে স্লোগান দেন আইনজীবীরা । আবার এর পালটা মিছিলে অংশ নেন বিজেপি সমর্থিত আইনজীবীরা ।

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

কলকাতা, 16 জানুয়ারি: বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বেঞ্চ বয়কটের ঘটনায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) তিন সদস্যের প্রতিনিধি দল দিনভর কথা বলল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থেকে শুরু করে বারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে ৷ এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ তারা সাংবাদিকদের মুখোমুখি হয় ৷ তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি তারা ৷

কাল রিপোর্ট জমা দেবে কমিটি: তথ্য অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে অশোক মেহতা জানান, "যা ঘটেছে তা সবাই জানে । আলাদা করে কিছু বলার নেই । সমস্ত রিপোর্ট আগামিকাল জানানো হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ।" তবে রাজ্য বার কাউন্সিলের ভুয়সী প্রশংসা করলেন তিনি ও তাঁর সঙ্গে থাকা রবীন্দ্র কুমার রায়জাদা । উল্লেখ্য, তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন আইনজীবী রবীন্দ্র কুমার রায়জাদা, অশোক মেহতা ও বন্দনা কৌর গ্রোভার ।

বিভিন্ন মহলে কথা প্রতিনিধি দলের: সোমবার বেলা 11টা নাগাদ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল হাজির হয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) বার কাউন্সিলের অফিসে । বারের ভাইস চেয়ারম্যান পিনাকী গঙ্গোপাধ্যায় তাঁদের অভ্যর্থনা জানান । এর পর একে একে রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তারপর সহকারী অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলেন তাঁরা ।

আরও পড়ুন: বিচারপতি মান্থাকে বয়কট কেন, জানতে রাজ্য়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল

'বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য নয়': অশোক মেহতা বলেন, "এই নিয়ে একটি মামলা বর্তমানে বিচারাধীন । ফলে এই নিয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না । সেরকম গুরুত্বপূর্ণ কিছু এখনও পর্যন্ত পাওয়া যায়নি । যা পাওয়া গিয়েছে তা সবাই জানে । আপনাদের কাছে যদিও কোনও তথ্য প্রমাণ থাকে তা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠান । রাজ্য বারের এবং আপনাদের (সাংবাদিক) ব্যবহার খুবই ভালো ।" তিনি আরও বলেন, "আমাদের কাছে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ কিছু নেই ।"

কালা দিবস পালন আইনজীবীদের: অন্যদিকে, এ দিন দুপুরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতির বিরোধিতা করে শাসক দলের সমর্থক আইনজীবীদের তরফে কালা দিবস পালনের পাশাপাশি একটি বিক্ষোভ মিছিলও করা হয় ৷ আইনজীবীদের প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে দাবি করে মিছিলে স্লোগান দেন আইনজীবীরা । আবার এর পালটা মিছিলে অংশ নেন বিজেপি সমর্থিত আইনজীবীরা ।

Last Updated : Jan 16, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.