ETV Bharat / state

আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা, তাই 'মেহেন্দি লগাকে না রাখনা...!' - বিয়েতে বায়োমেট্রিক বাধ্যতামূলক

Mehendi Creates trouble in marriage registration: আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় অনেক ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হচ্ছে কনেদের ৷ সমস্যার সূত্রপাত মেহেন্দিকে ঘিরে ৷ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Mehendi Creates trouble in marriage registration
আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 5:23 PM IST

Updated : Dec 20, 2023, 7:06 PM IST

আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা

কলকাতা, 20 ডিসেম্বর: 'মেহেন্দি লগাকে রাখনা...৷' বিয়ের আসরে খুবই কমন ডিডিএলজি-র এই গান ৷ তবে যুগের নিয়মে এর উলটো কথাই বলতে হচ্ছে হবু কনেদের ৷ 'মেহেন্দি লগাকে না রাখনা...৷' না, রসিকতা নয় ৷ এটা বলার কারণ আইনি বিয়ের নয়া নিয়ম ৷ নতুন নিয়মে আইনি বিয়েতে বায়োমেট্রিক বাধ্যতামূলক ৷ কাজেই হাতে ব্রাাইডাল মেহেন্দি থাকলে আর যাই হোক, আইনি বিয়েটা আর হবে না ৷ কারণ মেহেন্দিতে রাঙানো বুড়ো আঙুলের ছাপ কম্পিউটার প্রত্যাখ্যান করছে ৷ আর এই নিয়ে এখনও সে ভাবে জনসচেতনতা গড়ে না ওঠায়, ধূমধাম করে বিয়ের আয়োজন করেও সামান্য ভুলে বিয়ে ভাঙছে অনেকের ৷

পৌষ মাস পড়েছে । তাই বিবাহ অভিযানে সাময়িক বিরতি । মাঘ মাস পড়লেই ফের শুরু হবে বিয়ের মরশুম । তাই ভাবী কনেরা মাথায় রাখবেন, বিয়ের আগে মেহেন্দি পরতে গেলে বাদ দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠটি (বুড়ো আঙুল)। কারণ রেজেস্ট্রি ম্যারেজ করতে গেলে লাগে বুড়ো আঙুলের বায়োমেট্রিক ছাপ । আর সেখানেই ঘটছে বিপত্তি । রীতি মেনে হাতে মেহেন্দি পরে রেজিস্ট্রি করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কনেদের ৷ কারণ মেহেন্দিতে রাঙানো আঙুলের ছাপ বায়োমেট্রিক গ্রহণ করছে না ৷ ফলে বিয়েটাই সেদিনের জন্য বাতিল করতে হচ্ছে ৷ এরপর যতদিন না হাতের মেহেন্দির রং পুরোপুরি উঠছে, ততদিন সেই বিয়ে আর হচ্ছে না ৷

সম্প্রতি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বেশ কয়েকজনকে ৷ তাঁদেরই একজন শ্রীরামপুরের প্রিয়া দাস । চলতি বছরের 7 ডিসেম্বর ছিল তাঁর রেজেস্ট্রি ম্যারেজ । আর তাই বড় সাধ করে হবু বরের আবদারে পাঁচ তারিখেই হাতে মেহেন্দি পরেছিলেন তিনি । তবে সেটাই যে তাঁর বিয়ের সবচেয়ে বড় বাধা হয়ে যাবে, তা ঘূণাক্ষরেও বোঝেননি তিনি ও তাঁর পরিবার ৷

সে দিনের হতাশার কথা ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়া । তিনি বলেন, "আমাকে পাঁচ তারিখ রাতে ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলেন, মেহেন্দি পরা যাবে না । কিন্তু ততক্ষণে আমার হাতে রঙ ধরে নিয়েছে । আমাকে বলা হয়, রেজিস্ট্রি করতে গেলে বুড়ো আঙুলের মেহেন্দি তুলতেই হবে । আমি তোলার নানারকম চেষ্টা করি । রঙ খুব সামান্য হালকা হয়েছিল ৷ তাই ভেবেছিলাম উনি কিছু উপায় হয়তো বের করবেন । সেজেগুজে পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে নির্ধারিত দিনে যাই রেজিস্ট্রি অফিসে ৷ রেজিস্ট্রির পর মালাবদল ও আংটি বদল হবে, এমনই কথা ছিল ৷ সব আয়োজন সারা ৷ তবে আমার হবু বরের বায়োমেট্রিক সাপোর্ট করলেও আমারটা করেনি ৷ রেজিস্ট্রার জানান, তাঁর হাত পা বাঁধা ৷ নতুন নিয়মে বায়োমেট্রিক বাধ্যতামূলক ৷ আমার বাড়ির সবার মুখ তখন থমথম করছে ৷ আমার চোখে জল ৷ বিয়েটা হল না ৷ রেজেস্ট্রি ম্যারেজটা পিছিয়ে দিতে হল । হাতের মেহেন্দি উঠলে তবে রেজিস্ট্রি ৷ আমাদের সামাজিক বিয়ে 2025-এ । আমার হবু বরের বাইরে চাকরি । আগে রেজিস্ট্রিটা করে নেওয়ার প্ল্যান ছিল । সবসময় আসতে পারে না কলকাতায় । সামাজিক বিয়ের আগে রেজেস্ট্রিটা আর করতে পারব কি না বলতে পারছি না ।"

প্রিয়ার কথায়, "এখন বেশিরভাগ কনেই বিয়ের আগের দিন হাতে মেহেন্দি পরেন ৷ অনেকের তো সামাজিক বিয়ের দিনই রেজিস্ট্রি হয় ৷ আমরা দীর্ঘদিন ধরে এই রীতিতে অভ্যস্ত ৷ তাই এতে এত বড় একটা পরিবর্তন আনতে হলে সরকারের উচিত আগে সে বিষয়ে জনসচেতনা গড়ে তোলা ৷"

ইটিভি ভার‍ত এ ব্যাপারে কথা বলেছে মেহেন্দি আর্টিস্ট মান্টি রজকের সঙ্গে । তিনি বলেন, "কয়েকজন এসে বলেছেন, তাঁদের যেন বুড়ো আঙুলে মেহেন্দি না পরাই । কারণ বায়োমেট্রিক ছাপ নিতে অসুবিধা হচ্ছে রেজিস্ট্রির সময়ে । আমরাও এরপর থেকে সতর্ক থাকব । যাকেই পরাব জিজ্ঞেস করে নেব, তাঁদের রেজেস্ট্রি ম্যারেজ আছে কি না । আমাকে রেশন অফিসে গিয়েও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।"

নিয়ম না জানার কারণে রেজিস্ট্রারদেরও সমস্যায় পড়তে হচ্ছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলেন, "মেহেন্দি পরা থাকলে বায়োমেট্রিক ছাপ পড়ছে না । তাতে আইনি বিয়ে করাতে অসুবিধা হচ্ছে । আমাদের গিয়ে ফিরে আসতে হচ্ছে । অনেককে অফিস থেকে ফিরে যেতে হচ্ছে । ফলে কাজের অসুবিধা হচ্ছে । তাই সরকারি তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে, আইনি বিবাহের সময়ে যেন বুড়ো আঙুলে মেহেন্দি পরা না থাকে । আমরা তাই আগে থেকেই বলে দিচ্ছি কনেদের । সাক্ষীর বুড়ো আঙুলে মেহেন্দি থাকলেও চলবে না ।"

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । তিনি এ ব্যাপারে বলেন, "আমি তো সেভাবে মেহেন্দি পরিনি বিয়েতে । তবে, আমাকে আগেই ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলে দিয়েছিলেন, মেহেন্দি না পরার কথা ।"

কথায় আছে, মেহেন্দি রং লায়েগি ৷ তবে আইনি বিয়ের আগে সাবধান ৷ বুড়ো আঙুলে যদি মেহেন্দি পরেন, তাহলে মেহন্দি রং নেহি লায়েগি ৷ সেই মেহেন্দির রং হাতে গাঢ় হলেও তা রঙিন নয়, বরং মলিন করে দেবে বিয়ের আনন্দকে ৷

আরও পড়ুন:

  1. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে
  2. আধার কার্ড না থাকলেও ফিরিয়ে দিতে পারে না হাসপাতাল, জানাল ইউআইডিএআই
  3. রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা

কলকাতা, 20 ডিসেম্বর: 'মেহেন্দি লগাকে রাখনা...৷' বিয়ের আসরে খুবই কমন ডিডিএলজি-র এই গান ৷ তবে যুগের নিয়মে এর উলটো কথাই বলতে হচ্ছে হবু কনেদের ৷ 'মেহেন্দি লগাকে না রাখনা...৷' না, রসিকতা নয় ৷ এটা বলার কারণ আইনি বিয়ের নয়া নিয়ম ৷ নতুন নিয়মে আইনি বিয়েতে বায়োমেট্রিক বাধ্যতামূলক ৷ কাজেই হাতে ব্রাাইডাল মেহেন্দি থাকলে আর যাই হোক, আইনি বিয়েটা আর হবে না ৷ কারণ মেহেন্দিতে রাঙানো বুড়ো আঙুলের ছাপ কম্পিউটার প্রত্যাখ্যান করছে ৷ আর এই নিয়ে এখনও সে ভাবে জনসচেতনতা গড়ে না ওঠায়, ধূমধাম করে বিয়ের আয়োজন করেও সামান্য ভুলে বিয়ে ভাঙছে অনেকের ৷

পৌষ মাস পড়েছে । তাই বিবাহ অভিযানে সাময়িক বিরতি । মাঘ মাস পড়লেই ফের শুরু হবে বিয়ের মরশুম । তাই ভাবী কনেরা মাথায় রাখবেন, বিয়ের আগে মেহেন্দি পরতে গেলে বাদ দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠটি (বুড়ো আঙুল)। কারণ রেজেস্ট্রি ম্যারেজ করতে গেলে লাগে বুড়ো আঙুলের বায়োমেট্রিক ছাপ । আর সেখানেই ঘটছে বিপত্তি । রীতি মেনে হাতে মেহেন্দি পরে রেজিস্ট্রি করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কনেদের ৷ কারণ মেহেন্দিতে রাঙানো আঙুলের ছাপ বায়োমেট্রিক গ্রহণ করছে না ৷ ফলে বিয়েটাই সেদিনের জন্য বাতিল করতে হচ্ছে ৷ এরপর যতদিন না হাতের মেহেন্দির রং পুরোপুরি উঠছে, ততদিন সেই বিয়ে আর হচ্ছে না ৷

সম্প্রতি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বেশ কয়েকজনকে ৷ তাঁদেরই একজন শ্রীরামপুরের প্রিয়া দাস । চলতি বছরের 7 ডিসেম্বর ছিল তাঁর রেজেস্ট্রি ম্যারেজ । আর তাই বড় সাধ করে হবু বরের আবদারে পাঁচ তারিখেই হাতে মেহেন্দি পরেছিলেন তিনি । তবে সেটাই যে তাঁর বিয়ের সবচেয়ে বড় বাধা হয়ে যাবে, তা ঘূণাক্ষরেও বোঝেননি তিনি ও তাঁর পরিবার ৷

সে দিনের হতাশার কথা ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়া । তিনি বলেন, "আমাকে পাঁচ তারিখ রাতে ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলেন, মেহেন্দি পরা যাবে না । কিন্তু ততক্ষণে আমার হাতে রঙ ধরে নিয়েছে । আমাকে বলা হয়, রেজিস্ট্রি করতে গেলে বুড়ো আঙুলের মেহেন্দি তুলতেই হবে । আমি তোলার নানারকম চেষ্টা করি । রঙ খুব সামান্য হালকা হয়েছিল ৷ তাই ভেবেছিলাম উনি কিছু উপায় হয়তো বের করবেন । সেজেগুজে পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে নির্ধারিত দিনে যাই রেজিস্ট্রি অফিসে ৷ রেজিস্ট্রির পর মালাবদল ও আংটি বদল হবে, এমনই কথা ছিল ৷ সব আয়োজন সারা ৷ তবে আমার হবু বরের বায়োমেট্রিক সাপোর্ট করলেও আমারটা করেনি ৷ রেজিস্ট্রার জানান, তাঁর হাত পা বাঁধা ৷ নতুন নিয়মে বায়োমেট্রিক বাধ্যতামূলক ৷ আমার বাড়ির সবার মুখ তখন থমথম করছে ৷ আমার চোখে জল ৷ বিয়েটা হল না ৷ রেজেস্ট্রি ম্যারেজটা পিছিয়ে দিতে হল । হাতের মেহেন্দি উঠলে তবে রেজিস্ট্রি ৷ আমাদের সামাজিক বিয়ে 2025-এ । আমার হবু বরের বাইরে চাকরি । আগে রেজিস্ট্রিটা করে নেওয়ার প্ল্যান ছিল । সবসময় আসতে পারে না কলকাতায় । সামাজিক বিয়ের আগে রেজেস্ট্রিটা আর করতে পারব কি না বলতে পারছি না ।"

প্রিয়ার কথায়, "এখন বেশিরভাগ কনেই বিয়ের আগের দিন হাতে মেহেন্দি পরেন ৷ অনেকের তো সামাজিক বিয়ের দিনই রেজিস্ট্রি হয় ৷ আমরা দীর্ঘদিন ধরে এই রীতিতে অভ্যস্ত ৷ তাই এতে এত বড় একটা পরিবর্তন আনতে হলে সরকারের উচিত আগে সে বিষয়ে জনসচেতনা গড়ে তোলা ৷"

ইটিভি ভার‍ত এ ব্যাপারে কথা বলেছে মেহেন্দি আর্টিস্ট মান্টি রজকের সঙ্গে । তিনি বলেন, "কয়েকজন এসে বলেছেন, তাঁদের যেন বুড়ো আঙুলে মেহেন্দি না পরাই । কারণ বায়োমেট্রিক ছাপ নিতে অসুবিধা হচ্ছে রেজিস্ট্রির সময়ে । আমরাও এরপর থেকে সতর্ক থাকব । যাকেই পরাব জিজ্ঞেস করে নেব, তাঁদের রেজেস্ট্রি ম্যারেজ আছে কি না । আমাকে রেশন অফিসে গিয়েও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।"

নিয়ম না জানার কারণে রেজিস্ট্রারদেরও সমস্যায় পড়তে হচ্ছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলেন, "মেহেন্দি পরা থাকলে বায়োমেট্রিক ছাপ পড়ছে না । তাতে আইনি বিয়ে করাতে অসুবিধা হচ্ছে । আমাদের গিয়ে ফিরে আসতে হচ্ছে । অনেককে অফিস থেকে ফিরে যেতে হচ্ছে । ফলে কাজের অসুবিধা হচ্ছে । তাই সরকারি তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে, আইনি বিবাহের সময়ে যেন বুড়ো আঙুলে মেহেন্দি পরা না থাকে । আমরা তাই আগে থেকেই বলে দিচ্ছি কনেদের । সাক্ষীর বুড়ো আঙুলে মেহেন্দি থাকলেও চলবে না ।"

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । তিনি এ ব্যাপারে বলেন, "আমি তো সেভাবে মেহেন্দি পরিনি বিয়েতে । তবে, আমাকে আগেই ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বলে দিয়েছিলেন, মেহেন্দি না পরার কথা ।"

কথায় আছে, মেহেন্দি রং লায়েগি ৷ তবে আইনি বিয়ের আগে সাবধান ৷ বুড়ো আঙুলে যদি মেহেন্দি পরেন, তাহলে মেহন্দি রং নেহি লায়েগি ৷ সেই মেহেন্দির রং হাতে গাঢ় হলেও তা রঙিন নয়, বরং মলিন করে দেবে বিয়ের আনন্দকে ৷

আরও পড়ুন:

  1. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে
  2. আধার কার্ড না থাকলেও ফিরিয়ে দিতে পারে না হাসপাতাল, জানাল ইউআইডিএআই
  3. রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের
Last Updated : Dec 20, 2023, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.