ETV Bharat / state

CPIM: মেঠো আলপথ পেরিয়ে লাল ঝান্ডা পৌঁছবে সাধারণের বারান্দায়, জনসংযোগ বাড়াতে নির্দেশ সেলিমের

author img

By

Published : Dec 15, 2022, 11:01 PM IST

পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় বৈঠকে নেতা-কর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Mohammed Salim)৷

ETV Bharat
মহম্মদ সেলিম
দলীয় সভায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন সেলিম

কলকাতা, 15 ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আরও জনসংযোগ বাড়াতে চায় সিপিআইএম । বৃহস্পতিবার দলীয় বৈঠকে এমনই নির্দেশ দেন মহম্মদ সেলিম(Mohammed Salim Instructions to Increase Public Relations at Party Meeting)৷ তাই গ্রামের মেঠো আলপথ পেরিয়ে এবার সাধারণ মানুষের উঠানে-বারান্দায়-দাওয়ায় পৌঁছাবে সিপিআইএম । আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন সূত্রের দাবি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে ইতিমধ্যে এই জনসংযোগ শুরু হয়েছে জেলায় জেলায় । দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে রাজ্য জুড়ে গ্রামে গ্রামে পদযাত্রা চলছে সিপিআইএমের । সেই পদযাত্রার সাফল্যর পর সাধারণ মানুষকে আরও কাছে পেতে, তাদের জীবন যন্ত্রণার কথা শুনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যাতে ফের সিপিআইএমের প্রতি ভরসা ফেরে গ্রাম বাংলার ।

সূত্রের দাবি, 'গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও' স্লোগানে সিপিআইএম বিভিন্ন জেলায় যে কর্মসূচি নিয়েছে, তাতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন । বিভিন্ন অংশের মানুষ আসছেন । নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও নিজেদের হতাশা, বেকারত্বের কথা জানাচ্ছেন বলে গত সপ্তাহের রাজ্য কমিটির বৈঠকে জেলার নেতারা মহম্মদ সেলিমকে জানিয়েছেন ।

এই বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "রাজ্য কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেঠো আলপথ পেরিয়ে সাধারণ মানুষের উঠানে, বারান্দায় পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলার নেতা-কর্মীরা 'গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও' স্লোগানে সাধারণ মানুষের কাছে যাবেন । সঠিক মূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে না পারা, সারের মূল্য বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম না পাওয়ায় নিয়ে গ্রাম বাংলার মানুষের সমস্যার কথা জানা হবে । ইতিমধ্যে পদযাত্রাগুলিতে সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন জেলা কমিটিগুলো । ফলে, মানুষের কাছে পৌঁছতে, জনসংযোগ বাড়াতে সাধারণ মানুষের বারান্দায় পৌঁছনোর বার্তা দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মহম্মদ সেলিম

দলীয় সভায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন সেলিম

কলকাতা, 15 ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আরও জনসংযোগ বাড়াতে চায় সিপিআইএম । বৃহস্পতিবার দলীয় বৈঠকে এমনই নির্দেশ দেন মহম্মদ সেলিম(Mohammed Salim Instructions to Increase Public Relations at Party Meeting)৷ তাই গ্রামের মেঠো আলপথ পেরিয়ে এবার সাধারণ মানুষের উঠানে-বারান্দায়-দাওয়ায় পৌঁছাবে সিপিআইএম । আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন সূত্রের দাবি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে ইতিমধ্যে এই জনসংযোগ শুরু হয়েছে জেলায় জেলায় । দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে রাজ্য জুড়ে গ্রামে গ্রামে পদযাত্রা চলছে সিপিআইএমের । সেই পদযাত্রার সাফল্যর পর সাধারণ মানুষকে আরও কাছে পেতে, তাদের জীবন যন্ত্রণার কথা শুনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যাতে ফের সিপিআইএমের প্রতি ভরসা ফেরে গ্রাম বাংলার ।

সূত্রের দাবি, 'গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও' স্লোগানে সিপিআইএম বিভিন্ন জেলায় যে কর্মসূচি নিয়েছে, তাতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন । বিভিন্ন অংশের মানুষ আসছেন । নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও নিজেদের হতাশা, বেকারত্বের কথা জানাচ্ছেন বলে গত সপ্তাহের রাজ্য কমিটির বৈঠকে জেলার নেতারা মহম্মদ সেলিমকে জানিয়েছেন ।

এই বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "রাজ্য কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেঠো আলপথ পেরিয়ে সাধারণ মানুষের উঠানে, বারান্দায় পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলার নেতা-কর্মীরা 'গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও' স্লোগানে সাধারণ মানুষের কাছে যাবেন । সঠিক মূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে না পারা, সারের মূল্য বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম না পাওয়ায় নিয়ে গ্রাম বাংলার মানুষের সমস্যার কথা জানা হবে । ইতিমধ্যে পদযাত্রাগুলিতে সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন জেলা কমিটিগুলো । ফলে, মানুষের কাছে পৌঁছতে, জনসংযোগ বাড়াতে সাধারণ মানুষের বারান্দায় পৌঁছনোর বার্তা দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মহম্মদ সেলিম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.