ETV Bharat / state

MD Salim slams Mamata: টাকা পাচারের জায়গা খুঁজতেই স্পেনে মমতা, আক্রমণ সেলিমের - mamata banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরকে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ শিল্প আনতে আর্থিক সঙ্কটের মধ্যে থাকা স্পেনে কেন, প্রশ্ন সেলিমের ৷

ETV Bharat
মমতাকে কটাক্ষ সেলিমের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:57 PM IST

মহম্মদ সেলিমের বক্তব্য

কলকাতা, 15 সেপ্টেম্বর: স্পেন এখন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে । বিশ্বের কোনও জায়গা থেকে সেখানে বিনিয়োগ হলে তারা খুশি হবে । এরাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে লগ্নি আনতে যাননি, বিভিন্ন জায়গায় যে টাকা পাচার হয়েছে সেই টাকা রাখার ডেস্টিনেশন খুঁজতে গিয়েছেন ৷ ধর্মতলায় সিপিএম-এর ছাত্র-যুব সংগঠনের সমাবেশের মঞ্চ শুক্রবার এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে তীব্র আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

সিপিএমের ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই-র ডাকে এদিন 'দাবি দিবস' উপলক্ষে ধর্মতলায় সমাবেশ হয় । পুলিশি অনুমতি না থাকলেও এদিন নির্ধারিত স্থানেও সভা হয়, তবে বাধা দেয়নি পুলিশ৷ বরং ধর্মতলার মুখেই সমাবেশের মঞ্চে ও স্থল করতে জায়গা করে দিয়েছে । এদিন এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন ৷ 12 দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পেন ও দুবাইয়ে তাঁর এই সফরকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা ৷ বর্তমানে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর লক্ষ্য সেখান থেকে রাজ্যে শিল্প আনা, ফুটবলের উন্নতি ও সংস্কৃতির আদান প্রদান ।

তবে এই সফর নিয়েই এদিন মহম্মদ সেলিম নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন, "স্পেন এখন অর্থনীতি সঙ্কটে । সেখানে লগ্নির জন্য মুখ্যমন্ত্রী গিয়েছেন, পারিষদ হিসেবে গিয়েছে সংবাদমাধ্যম । শিল্প আনতে শিল্পমন্ত্রী নেই । আসলে পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষা-সহ বিভিন্ন জায়গায় পিসি-ভাইপো যে টাকা তুলেছে সেই টাকা পাচারের নতুন ডেস্টিনেশন খুঁজছেন, এটাই পরিষ্কার কথা । এখানে মিথ্যা প্রচার হচ্ছে । শিল্প আনতে শিল্পপতিদের প্রতিনিধি দল যেত । সেটা হয়নি ।" তাঁর আরও কটাক্ষ, রাজ্যের বা দেশের প্রধান কোনও কারণে দীর্ঘ দিন বাইরে থাকলে সিনিয়র মন্ত্রীদের হাতে দায়িত্ব দিয়ে যান । কিন্তু ভাইপো যেহেতু মন্ত্রী নয় তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্ত্রীর উপর সেই দায়িত্ব ছেড়ে যাননি ।

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

এদিন সমাবেশে বাম ছাত্র যুবদের ভিড় ছিল চোখে পড়ার মতো । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধযায়, দেবাঞ্জন দে-সহ দলের যুব ও ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃত্ব ।

মহম্মদ সেলিমের বক্তব্য

কলকাতা, 15 সেপ্টেম্বর: স্পেন এখন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে । বিশ্বের কোনও জায়গা থেকে সেখানে বিনিয়োগ হলে তারা খুশি হবে । এরাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে লগ্নি আনতে যাননি, বিভিন্ন জায়গায় যে টাকা পাচার হয়েছে সেই টাকা রাখার ডেস্টিনেশন খুঁজতে গিয়েছেন ৷ ধর্মতলায় সিপিএম-এর ছাত্র-যুব সংগঠনের সমাবেশের মঞ্চ শুক্রবার এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে তীব্র আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

সিপিএমের ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই-র ডাকে এদিন 'দাবি দিবস' উপলক্ষে ধর্মতলায় সমাবেশ হয় । পুলিশি অনুমতি না থাকলেও এদিন নির্ধারিত স্থানেও সভা হয়, তবে বাধা দেয়নি পুলিশ৷ বরং ধর্মতলার মুখেই সমাবেশের মঞ্চে ও স্থল করতে জায়গা করে দিয়েছে । এদিন এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন ৷ 12 দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পেন ও দুবাইয়ে তাঁর এই সফরকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা ৷ বর্তমানে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর লক্ষ্য সেখান থেকে রাজ্যে শিল্প আনা, ফুটবলের উন্নতি ও সংস্কৃতির আদান প্রদান ।

তবে এই সফর নিয়েই এদিন মহম্মদ সেলিম নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন, "স্পেন এখন অর্থনীতি সঙ্কটে । সেখানে লগ্নির জন্য মুখ্যমন্ত্রী গিয়েছেন, পারিষদ হিসেবে গিয়েছে সংবাদমাধ্যম । শিল্প আনতে শিল্পমন্ত্রী নেই । আসলে পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষা-সহ বিভিন্ন জায়গায় পিসি-ভাইপো যে টাকা তুলেছে সেই টাকা পাচারের নতুন ডেস্টিনেশন খুঁজছেন, এটাই পরিষ্কার কথা । এখানে মিথ্যা প্রচার হচ্ছে । শিল্প আনতে শিল্পপতিদের প্রতিনিধি দল যেত । সেটা হয়নি ।" তাঁর আরও কটাক্ষ, রাজ্যের বা দেশের প্রধান কোনও কারণে দীর্ঘ দিন বাইরে থাকলে সিনিয়র মন্ত্রীদের হাতে দায়িত্ব দিয়ে যান । কিন্তু ভাইপো যেহেতু মন্ত্রী নয় তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্ত্রীর উপর সেই দায়িত্ব ছেড়ে যাননি ।

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

এদিন সমাবেশে বাম ছাত্র যুবদের ভিড় ছিল চোখে পড়ার মতো । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধযায়, দেবাঞ্জন দে-সহ দলের যুব ও ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.