ETV Bharat / state

Md Salim Criticises Mamata Banerjee: বিদ্যাসাগরের উদ্ধৃতি তুলে মমতাকে লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে কটাক্ষ সেলিমের - Prime Minister Narendra Modi

Md Salim Criticises Mamata Banerjee: লিপস অ্যান্ড বাউন্ডস প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, দুর্নীতি করার সময় তাঁর বাধা দেওয়ার কথা মনে হয়নি ৷ আর এখন তাঁর কান কাটা যাচ্ছে ৷ মূলত অভিষেকের কথা উল্লেখ করেই এই মন্তব্য করেন সেলিম ৷

Md Salim Criticises Mamata Banerjee ETV BHARAT
Md Salim Criticises Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 7:41 PM IST

Updated : Aug 22, 2023, 8:10 PM IST

লিপস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মহম্মদ সেলিমের

কলকাতা, 22 অগস্ট: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি তল্লাশি এবং আজ মমতার বক্তব্যের সমালোচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ এখন পিসির কান কাটছে ৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিভিন্ন অফিসে প্রায় 18 ঘণ্টার তল্লাশি প্রসঙ্গে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ প্রশ্ন তোলেন, ‘‘আমাদের কোনও ইজ্জত নেই ৷ ওদের হাতে ক্ষমতা আছে বলে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে ৷ ওরাই যে সব কিছু রেখে দিয়ে অভিযোগ করছে না, তার কোন প্রমাণ আছে ?’’

আর এই প্রসঙ্গেই মমতাকে বিঁধতে বিদ্যাসাগরের প্রসঙ্গ টানেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর অনেক আগে একটা গল্প বলে গিয়েছিলেন ৷ "যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ আর এখন পিসির কান কাটছে ৷’’ সেলিমের প্রশ্ন, যখন লিপস অন্ড বাউন্ড তৈরি হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন ? পার্থ চট্টোপাধ্যায় যখন টাকা সরাচ্ছিলেন, তখন তিনি কোথায় ছিলেন ?

আর মমতার ‘ইজ্জত’ প্রসঙ্গে সেলিমের কটাক্ষ, ‘‘এত লজ্জা যখন দুর্নীতি করলেন কেন ? এখন তো 18 ঘণ্টা তল্লাশি হবেই ৷ এখনও তো বিদেশের অ্যাকাউন্ট সিজ করা হয়নি ৷ কয়লা পাচারের টাকা ভাইপোর অ্যাকাউন্টে এসেছে ৷ সেটা নিয়ে দিল্লি যান, ম্যানেজ করুন ৷’’ গতকাল নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের একাধিক অফিস ও সংস্থায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

ম্যারাথন সেই তল্লাশিতে একাধিক নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ আর ইডি-র এই তল্লাশি শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্কিন সফর শেষে দেশে ফেরার পরেই ৷ রবিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সপরিবার কলকাতায় ফেরেন ৷ আর তার পরেরদিন অভিষেকের সংস্থার বিভিন্ন অফিসে হানা দেয় ইডি ৷ এই নিয়েই আজ সরব হন তৃণমূল সুপ্রিমো ৷

লিপস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মহম্মদ সেলিমের

কলকাতা, 22 অগস্ট: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি তল্লাশি এবং আজ মমতার বক্তব্যের সমালোচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ এখন পিসির কান কাটছে ৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিভিন্ন অফিসে প্রায় 18 ঘণ্টার তল্লাশি প্রসঙ্গে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ প্রশ্ন তোলেন, ‘‘আমাদের কোনও ইজ্জত নেই ৷ ওদের হাতে ক্ষমতা আছে বলে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে ৷ ওরাই যে সব কিছু রেখে দিয়ে অভিযোগ করছে না, তার কোন প্রমাণ আছে ?’’

আর এই প্রসঙ্গেই মমতাকে বিঁধতে বিদ্যাসাগরের প্রসঙ্গ টানেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর অনেক আগে একটা গল্প বলে গিয়েছিলেন ৷ "যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ আর এখন পিসির কান কাটছে ৷’’ সেলিমের প্রশ্ন, যখন লিপস অন্ড বাউন্ড তৈরি হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন ? পার্থ চট্টোপাধ্যায় যখন টাকা সরাচ্ছিলেন, তখন তিনি কোথায় ছিলেন ?

আর মমতার ‘ইজ্জত’ প্রসঙ্গে সেলিমের কটাক্ষ, ‘‘এত লজ্জা যখন দুর্নীতি করলেন কেন ? এখন তো 18 ঘণ্টা তল্লাশি হবেই ৷ এখনও তো বিদেশের অ্যাকাউন্ট সিজ করা হয়নি ৷ কয়লা পাচারের টাকা ভাইপোর অ্যাকাউন্টে এসেছে ৷ সেটা নিয়ে দিল্লি যান, ম্যানেজ করুন ৷’’ গতকাল নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের একাধিক অফিস ও সংস্থায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

ম্যারাথন সেই তল্লাশিতে একাধিক নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ আর ইডি-র এই তল্লাশি শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্কিন সফর শেষে দেশে ফেরার পরেই ৷ রবিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সপরিবার কলকাতায় ফেরেন ৷ আর তার পরেরদিন অভিষেকের সংস্থার বিভিন্ন অফিসে হানা দেয় ইডি ৷ এই নিয়েই আজ সরব হন তৃণমূল সুপ্রিমো ৷

Last Updated : Aug 22, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.