কলকাতা, 30 মার্চ: "আমার স্ত্রী সরকারি ডাক্তার । ফলে চোর বললে আমার ঘরেও সেই আঘাত লাগে । পিসি-ভাইপো নিজেদের ঘর আগুন থেকে বাঁচানোর জন্য বাংলার বুকে সেই আগুন লাগাচ্ছে ৷" বৃহস্পতিবার শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মহা সমাবেশের মঞ্চ থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এদিন মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল ৷ এদিনের কর্মসূচিতে যোগ দেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো সিপিএম নেতারা ৷ বুধবার ধরনা মঞ্চ থেকে এই আন্দোলনকারীদের একাংশকে চোর-ডাকাত বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মুখমন্ত্রীর গতকালের মন্তব্যকে কটাক্ষ করেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম ৷
তিনি বলেন, "শিক্ষকরা না-থাকলে আমরা এত কথা বলতে পারতাম না । আজ তাঁদেরকে চোর-ডাকাত বলছেন তিনি । এদিকে কাল তৃণমূল ঝান্ডা লাগিয়ে যতগুলো বাস গিয়েছে, সবাই সেগুলিকে লক্ষ্য করে চোর চোর বলে চিৎকার করেছে । বাংলায় যে একজন মহিলা চোর হবে তা কেউ বোঝেনি ।"
এরই সঙ্গে মহম্মদ সেলিম টেনে এনেছেন মদন মিত্রের চিটফান্ড প্রসঙ্গ । তাঁর কথায়, ওই সময় মদন মিত্র ধরা পড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন আমরা সবাই চোর বলে । ওই মিছিলের কারণ যাতে আসল চোরকে দেখা না যায় । আন্দোলনকারীরা যেভাবে ভয় না পেয়ে পথে নেমেছেন, শো-কজের জবাব দিচ্ছেন তাঁর প্রশংসা করেছেন সেলিম ৷
আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার
তবে এদিন বিজেপিকেও আক্রমণ করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "যারা এখানে এসে সরকারি কর্মীদের আন্দোলনের কথা বলছেন, তারাই গতকাল দিল্লিতে সরকারি কর্মীদের আন্দোলন না করার ফরমান জারি করেছে । চোর দিল্লিতেই হোক বা নবান্নে, মানুষ এক হলে রাস্তায় নামিয়ে আনতে পারে ।"