কলকাতা, 28 অক্টোবর: শহরের সংযুক্ত এলাকা-সহ বহু জায়গায় বাড়ির ঠিকানা নিয়ে বিভ্রান্তি রয়েছে শহরবাসীর মধ্যে (House with different postal corporation address)। পোস্টাল অর্থাৎ ডাক বিভাগে এক ঠিকানা এবং কলকাতা পৌরনিগমের সম্পত্তিকর মূল্যায়ন ও রাজস্ব বিভাগের খাতায় ভিন্ন ‘প্রেমিসেস’ নম্বর (Mayor initiative on address goof-up)। এর জেরে অনেক ক্ষেত্রেই সমস্যা হয় । তাই দু ধরনের নম্বর নয়, একটা নম্বর করার জন্য উদ্যোগী হলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, "পুজোর ছুটি মিটলে দ্রুত এই বিষয়টি সমাধানের ব্যবস্থা করবেন তিনি । পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করা হবে । এই বিষয়ে পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে বৈঠক করব । আধার কার্ড অনুযায়ী একই ঠিকানা রাখা হবে । আধার কার্ডে কোন ঠিকানা রয়েছে, তা দেখা হবে । তারপরে সেই ঠিকানাই ডাক বিভাগ এবং পৌরনিগমের খাতায় অভিন্ন ধরে নেওয়া হবে ।"
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগী কলকাতা পৌরনিগম, তৈরি হচ্ছে প্রথম সিঅ্যান্ডডি প্ল্যান্ট
শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে যাদবপুরের সন্তোষপুর মডার্ন পার্ক থেকে একটি ফোন আসে । বাড়ির দু ধরনের নম্বর নিয়ে সমস্যার কথা তুলে ধরেন এক ব্যক্তি । তাঁর অভিযোগ, তাঁর বাড়ির ডাক বিভাগের ঠিকানা এবং পৌরনিগমের প্রেমিসেস নম্বর ভিন্ন । পৌর কর্তাদের মতে, এই সমস্যা বহু বছরের । 1988 সালের পর নতুন নতুন এলাকা কলকাতা পৌরনিগম এলাকায় ঢোকার পর থেকেই এমন সমস্যা তৈরি হয়েছে । যাদবপুর বেহালার মতো অঞ্চলে এই ধরনের সমস্যা এখনও আছে ।