কলকাতা, 11 মার্চ: হাতে আছে কলকাতা কর্পোরেশনের নো-অবজেকশন সার্টিফিকেট ৷ তবু নিজের বাড়ি প্লাস্টার ও রং কিছুতেই করাতে পারছেন না টালিগঞ্জ থানা এলাকার এক জনৈক নাগরিক ৷ অসহায় ওই ব্যক্তির দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় ৷ এদিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফোন করে তিনি অভিযোগ করেন বাড়ি মেরামত ও রং করাতে কাউন্সিলর অনুমতি দিচ্ছেন না ৷ এমনকি পুলিশও কাজে বাধা দিচ্ছে ৷ শেষে বাধ্য হয়ে ফোন করলেন কলকাতার মেয়রকে ৷ অভিযোগের ভিত্তিতে মেয়রের বার্তা, বাড়ি রং করা বা মেরামতির মতো কাজে স্থানীয় কাউন্সিলরের কোনও অনুমতির প্রয়োজন নেই (House Renovation Need not Have Councillors Approval) ৷ আর পুলিশের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলে নেবেন বলে জানান ফিরহাদ হাকিম ৷
কলকাতা কর্পোরেশনের আইন মাফিক বাড়ির বাহির ও ভিতরের অংশের মেরামত ও রং করার জন্য স্থানীয় কাউন্সিলর বা কলকাতা কর্পোরেশনের কোনও ধরনের অনুমতি লাগে না ৷ তবে, বড় ধরনের কোনও কাজ, যেমন ভাড়া বেঁধে কাজ করতে হলে ৷ সেক্ষেত্রে বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ আধিকারিককে জানিয়ে রাখলে বা একটা নো-অবজেকশন সর্টিকেট নিয়ে রাখলেই যথেষ্ট ৷ কিন্তু সেই সার্টিফিকেট হাতে থাকা সত্বেও নিজের বাড়ির কাজ করতে পারছিলেন না সংশ্লিষ্ট অভিযোগকারী ৷
তাই মেয়রকে ফোন করে পুরো বিষয়টি জানান তিনি ৷ তাঁর অভিযোগ, পুরনো বাড়ি একটা বিভিন্ন অংশ খসে পড়ছে ৷ রং অনেক দিন করানো হয়নি ৷ তাই প্লাস্টার ও রং করতে যাচ্ছিলেন তিনি ৷ আর সেই কাজের জন্য কলকাতা কর্পোরেশনের নো-অবজেশন সার্টিফিকেট তাঁর কাছে থাকলেও বাধা দেওয়া হচ্ছে ৷ পুলিশ কাজ করতে দিচ্ছে না-বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকি কাউন্সিলরের কাছে গেলে, তিনিও সাহায্য করছেন না-বলে অভিযোগ করেন ৷
এই অভিযোগ শোনামাত্রই মেয়র ফিরহাদ হাকিম জনৈক অভিযোগকারীকে জানান, তিনি পুলিশের সঙ্গে কথা বলে নেবেন ৷ এরপর তিনি কলকাতার সমস্ত নাগরিকের অবগতির স্বার্থে জানান, রং, প্লাস্টার বা ছোটখাটো মেরামতির জন্য স্থানীয় কোনও কাউন্সিলরের অনুমতি লাগে না ৷ শুধু বরো আধিকারিককে একটা চিঠি মারফত জানিয়ে রাখলেই যথেষ্ট ৷
আরও পড়ুন: পুকুর সংস্কার নিয়ে অভিযোগ পেয়ে আধিকারিকদের ধমক মেয়রের, শোকজের হুঁশিয়ারি
উল্লেখ্য, এই অভিযোগ নতুন নয় ৷ কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে এই ধরনের অভিযোগ আগেও এসেছে ৷ অনুমতি দরকার না থাকলেও, অধিকাংশ ক্ষেত্রেই অনুমতির নামে কখনও কাউন্সিলর, আবার কখনও তাদের দলবল মোটা টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে ৷ সেই টাকা আদায় হলে তবেই কাজ করতে দেওয়া হয় বলে অভিযোগ জমা পড়েছে কলকাতা কর্পোরেশনে ৷ অনেক সময় এসব ক্ষেত্রে পুলিশ যুক্ত থাকে বলেও অভিযোগ ৷ তাই ফের নাগরিকদের এ নিয়ে ফের বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷