ETV Bharat / state

রক্সির দোকানদারদের উচ্ছেদ না করার আশ্বাস মেয়র ফিরহাদের - trade license

রক্সির দোকানদারদের উচ্ছেদের আশঙ্কা দূর করলেন মেয়র ফিরহাদ । আশ্বাস দিলেন, হলের ভিতরের কোনও দোকানদারকে উচ্ছেদ করা হবে না ।

Firhad
ফিরহাদ
author img

By

Published : Mar 14, 2020, 6:43 PM IST

Updated : Mar 14, 2020, 7:34 PM IST

কলকাতা, 14 মার্চ : কোর্টের রায় অনুযায়ী, রক্সি সিনেমা অধিগ্রহণ করে কলকাতা পৌরনিগম । তারপর থেকেই উচ্ছেদের আশঙ্কায় ছিলেন হলের ভিতরের দোকানদাররা । কিন্তু আজ মেয়র ফিরহাদ হাকিম দোকানাদারদের সেই আশঙ্কা দূর করে দেন । আশ্বাস দেন, হলের ভিতরের কোনও দোকানদারকে উচ্ছেদ করা হবে না ।

2005 সালে সিনেমা হলের লিজ়ের মেয়াদ শেষ হয় । লাইসেন্স রিনিউ করার জন্য প্রায় 78 কোটি টাকা বকেয়া ছিল সিনেমা কর্তৃপক্ষের । কিন্তু এত মোটা অঙ্কের টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয় হল কর্তৃপক্ষের তরফে । এরপর কোর্টের রায় অনুযায়ী, দু'দিন আগে সিনেমা হল অধিগ্রহণ করে কলকাতা পৌরনিগম । পাশাপাশি হলের ভিতরে থাকা দোকানদারদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয় । এরপরই মেয়রের সঙ্গে বৈঠকের আবেদন জানান দোকানদাররা ।

রক্সি বিল্ডিংয়ের দোকানদারদের নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মেয়র ? শুনুন ভিডিয়োয়

আজ দোকানদারদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠকে দোকানদারদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয় । সেখানে মেয়র জানান, রক্সি বিল্ডিংয়ের সমস্ত দোকানদারকে সরাসরি কলকাতা পৌরনিগমে আবেদন করতে হবে । তারপর পৌরনিগম সরাসরি তাদের লিজ় দেবে । তাদের উচ্ছেদ করা হবে না । তবে, রক্সি বিল্ডিংয়ের ভিতরে অনেক ভুয়ো অফিস গজিয়ে উঠেছে । সেগুলোকে খালি করে দিতে হবে । সেই জায়গায় পৌরনিগম তাদের দপ্তর করবে । পাশাপাশি সিনেমা হলে যে 22 জন কর্মী কাজ করতেন তাদের কলকাতা পৌরনিগমে নিয়োগ করা হবে বলে জানান ফিরহাদ । তবে, বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

ফিরহাদ হাকিম একইসঙ্গে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে বলেন । তিনি জানান যে, অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যেই লাইসেন্স দিয়ে দেওয়া হবে । যদি কোনও কারণে সাত দিনের মধ্যে লাইসেন্স না দেওয়া হয় তাহলে কারণ জানিয়ে দেওয়া হবে । মেয়র বলেন, "আগে রুজি-রুটি । তাই ব্যবসায়ীদের আগে ট্রেড লাইসেন্স দেওয়া হবে । পরে যাবতীয় তথ্য পর্যবেক্ষণ করা হবে । ট্রেড লাইসেন্সের জন্য কারও যদি কাজ আটকে যায় সেটা কখনওই কাম্য নয় ।"

কলকাতা, 14 মার্চ : কোর্টের রায় অনুযায়ী, রক্সি সিনেমা অধিগ্রহণ করে কলকাতা পৌরনিগম । তারপর থেকেই উচ্ছেদের আশঙ্কায় ছিলেন হলের ভিতরের দোকানদাররা । কিন্তু আজ মেয়র ফিরহাদ হাকিম দোকানাদারদের সেই আশঙ্কা দূর করে দেন । আশ্বাস দেন, হলের ভিতরের কোনও দোকানদারকে উচ্ছেদ করা হবে না ।

2005 সালে সিনেমা হলের লিজ়ের মেয়াদ শেষ হয় । লাইসেন্স রিনিউ করার জন্য প্রায় 78 কোটি টাকা বকেয়া ছিল সিনেমা কর্তৃপক্ষের । কিন্তু এত মোটা অঙ্কের টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয় হল কর্তৃপক্ষের তরফে । এরপর কোর্টের রায় অনুযায়ী, দু'দিন আগে সিনেমা হল অধিগ্রহণ করে কলকাতা পৌরনিগম । পাশাপাশি হলের ভিতরে থাকা দোকানদারদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয় । এরপরই মেয়রের সঙ্গে বৈঠকের আবেদন জানান দোকানদাররা ।

রক্সি বিল্ডিংয়ের দোকানদারদের নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মেয়র ? শুনুন ভিডিয়োয়

আজ দোকানদারদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠকে দোকানদারদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয় । সেখানে মেয়র জানান, রক্সি বিল্ডিংয়ের সমস্ত দোকানদারকে সরাসরি কলকাতা পৌরনিগমে আবেদন করতে হবে । তারপর পৌরনিগম সরাসরি তাদের লিজ় দেবে । তাদের উচ্ছেদ করা হবে না । তবে, রক্সি বিল্ডিংয়ের ভিতরে অনেক ভুয়ো অফিস গজিয়ে উঠেছে । সেগুলোকে খালি করে দিতে হবে । সেই জায়গায় পৌরনিগম তাদের দপ্তর করবে । পাশাপাশি সিনেমা হলে যে 22 জন কর্মী কাজ করতেন তাদের কলকাতা পৌরনিগমে নিয়োগ করা হবে বলে জানান ফিরহাদ । তবে, বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

ফিরহাদ হাকিম একইসঙ্গে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে বলেন । তিনি জানান যে, অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যেই লাইসেন্স দিয়ে দেওয়া হবে । যদি কোনও কারণে সাত দিনের মধ্যে লাইসেন্স না দেওয়া হয় তাহলে কারণ জানিয়ে দেওয়া হবে । মেয়র বলেন, "আগে রুজি-রুটি । তাই ব্যবসায়ীদের আগে ট্রেড লাইসেন্স দেওয়া হবে । পরে যাবতীয় তথ্য পর্যবেক্ষণ করা হবে । ট্রেড লাইসেন্সের জন্য কারও যদি কাজ আটকে যায় সেটা কখনওই কাম্য নয় ।"

Last Updated : Mar 14, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.