কলকাতা, 12 এপ্রিল : BJP-র দাবি ছিল একাধিক বুথে পুনর্নির্বাচন। সূত্রের খবর, সেই দাবি মানা হচ্ছে না। মাত্র একটি বুথে হতে পারে পুনর্নির্বাচন। কোচবিহারের শীতলকুচির 181 নম্বর ভোগদাবরি প্রাইমারি স্কুলের বুথে ফের ভোট হওয়ার সম্ভাবনা।
প্রথম দফার নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিরোধীরা। কমিশনের কাছেও জমা পড়ে অভিযোগ। এরপরই বিষয়টি খতিয়ে দেখে কমিশন। রিপোর্ট জমা পড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। BJP-র দাবি ছিল পুনর্নির্বাচন হোক 297টি বুথে। সূত্রের খবর, তা মানা হচ্ছে না। তবে শীতলকুচির 181 নম্বর ভোগদাবরি প্রাইমারি স্কুলের বুথে ফের ভোটের সম্ভাবনা রয়েছে।
এই বুথে পুনর্নির্বাচনের জন্য রেকমেন্ডশেন পাঠিয়েছেন রিটার্নিং অফিসার। এই বুথে মক পোল হয়েছিল। মক পোলের ভোটগুলিও রয়ে গেছিল। তা সরাতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার। আড়াই ঘণ্টা পর বিষয়টি ধরা পড়ে। এই সূত্র ধরে প্রিজ়াইডিং অফিসারকে শোকজ় করে কমিশন। সেই শোকজ়ের জবাবে, প্রিজ়াইডিং অফিসার দুঃখপ্রকাশ করেছেন।
রিটার্নিং অফিসারের রেকমেন্ডশন জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। সেখান থেকে তা পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন সদনে। তবে সাধারণত দেখা যায়, মুখ্য নির্বাচনী আধিকারিকের রেকমেন্ডশন মেনে নেয় নির্বাচন সদন। সেই সূত্র ধরেই ওই বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে।
এই সংক্রান্ত খবর : পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের, রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন