ETV Bharat / state

RG কর হাসপাতালে 96 চিকিৎসকের ইস্তফা - RG kar hospital

বিভিন্ন বিভাগের 79 জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন RG কর হাসপাতালে ।

RG কর হাসপাতাল
author img

By

Published : Jun 14, 2019, 12:51 PM IST

Updated : Jun 14, 2019, 3:26 PM IST

কলকাতা, 14 জুন : গণইস্তফা RG কর হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের মোট 79 জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন । তবে, স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত সেই ইস্তফাপত্র গ্রহণ করেনি । এই নিয়ে হাসপাতালের সুপারের বক্তব্যও পাওয়া যায়নি ।

RG
ইস্তফাপত্র

এই সংক্রান্ত আরও পড়ুন :গেটে তালা , বাইরে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন কলকাতা মেডিকেলে

NRS হাসপাতালে রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় চারদিন ধরে বিপর্যস্ত চিকিৎসা পরিষেবা । গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । গোটা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে চলছে বিক্ষোভ । আজ সকালে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসাপাতালে বন্ধ আউটডোর পরিষেবা ।

এই সংক্রান্ত আরও পড়ুন : কোথাও ব্যাজ কোথাও ব্যান্ডেজ ; NRS-র আঁচ দেশজুড়ে

গতকাল থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা ইস্তফা দিতে শুরু করেছেন । এরপর আজ RG করেও চিকিৎসকদের ইস্তফার খবর সামনে আসে । রোগীদের একাংশের বক্তব্য, চারদিন ধরে RG করে চিকিৎসা পরিষেবা ব্যাহত । আজকের গণইস্তফার ফলে তাঁরা আরও বিপাকে পড়লেন । যদিও, জুনিয়র ডাক্তাররা নিজেদের অবস্থানে অনড় । তাঁরা বলছেন, "আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কাজে যোগ দেব না ।"

কলকাতা, 14 জুন : গণইস্তফা RG কর হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের মোট 79 জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন । তবে, স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত সেই ইস্তফাপত্র গ্রহণ করেনি । এই নিয়ে হাসপাতালের সুপারের বক্তব্যও পাওয়া যায়নি ।

RG
ইস্তফাপত্র

এই সংক্রান্ত আরও পড়ুন :গেটে তালা , বাইরে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন কলকাতা মেডিকেলে

NRS হাসপাতালে রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় চারদিন ধরে বিপর্যস্ত চিকিৎসা পরিষেবা । গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । গোটা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে চলছে বিক্ষোভ । আজ সকালে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসাপাতালে বন্ধ আউটডোর পরিষেবা ।

এই সংক্রান্ত আরও পড়ুন : কোথাও ব্যাজ কোথাও ব্যান্ডেজ ; NRS-র আঁচ দেশজুড়ে

গতকাল থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা ইস্তফা দিতে শুরু করেছেন । এরপর আজ RG করেও চিকিৎসকদের ইস্তফার খবর সামনে আসে । রোগীদের একাংশের বক্তব্য, চারদিন ধরে RG করে চিকিৎসা পরিষেবা ব্যাহত । আজকের গণইস্তফার ফলে তাঁরা আরও বিপাকে পড়লেন । যদিও, জুনিয়র ডাক্তাররা নিজেদের অবস্থানে অনড় । তাঁরা বলছেন, "আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কাজে যোগ দেব না ।"

Intro:wb_kol_sskm viz bite_papri


Body:wb_kol_sskm viz bite_papri


Conclusion:wb_kol_sskm viz bite_papri
Last Updated : Jun 14, 2019, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.