ETV Bharat / state

রমজানে মসজিদে গিয়ে পড়া যাবে না নমাজ, জানাল কলকাতা পুলিশ - Kolkata Police

আজ থেকে শুরু হয়েছে রমজান মাস । এই সময় সাধারণ মানুষ মসজিদে জমায়েত করে নমাজ পড়তে পারবে না । জানিয়ে দিল কলকাতা পুলিশ ।

রমজানে নমাজের জন্য খোলা হবে না কোনও মসজিদ
রমজানে নমাজের জন্য খোলা হবে না কোনও মসজিদ
author img

By

Published : Apr 24, 2020, 4:14 PM IST

কলকাতা, 24 এপ্রিল : লকডাউনে সাধারণ মানুষের জন্য খোলা হবে না মন্দির, মসজিদ বা গির্জা । এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে । তার উপর নিজ়ামউদ্দিনের ঘটনা দেখিয়ে দিয়েছে, এই মুহূর্তে জমায়েত কতটা ভয়ঙ্কর হতে পারে । আর আজ থেকে শুরু হয়েছে রমজান মাস । এই সময় কেউ মসজিদে জমায়েত করে নমাজ পড়তে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ ।

রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদে গিয়ে একসঙ্গে নমাজ পড়েন । এটাই রীতি । রোজা শেষে একসঙ্গে করেন ইফতারও । কিন্তু এবার লকডাউনের জন্য সবকিছুই বন্ধ ।

পুলিশ সূত্রে খবর, দফায় দফায় বৈঠক করা হয় বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে । লকডাউনে মসজিদে জমায়েত না করার বিষয়ে নিশ্চিত করা হয় । রমজান মাস শুরুর আগেই এক দফা বৈঠক করেছে তারা । প্রতিটি মসজিদ কর্তৃপক্ষ ও ইমামদের অনুরোধ করা হয়, রমজানের সময় মসজিদে যাতে জমায়েত না হয় সেই বিষয়ে নজর রাখার জন্য ।

লালবাজার সূত্রে খবর, কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মসজিদের ইমামরাই এক কথায় বিষয়টিতে রাজি হয়েছেন । তাই পুলিশকে খুব একটা বেগ পেতে হয়নি ।

এদিকে, রমজানে বাড়িতে বসে প্রার্থনা করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

কলকাতা, 24 এপ্রিল : লকডাউনে সাধারণ মানুষের জন্য খোলা হবে না মন্দির, মসজিদ বা গির্জা । এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে । তার উপর নিজ়ামউদ্দিনের ঘটনা দেখিয়ে দিয়েছে, এই মুহূর্তে জমায়েত কতটা ভয়ঙ্কর হতে পারে । আর আজ থেকে শুরু হয়েছে রমজান মাস । এই সময় কেউ মসজিদে জমায়েত করে নমাজ পড়তে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ ।

রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদে গিয়ে একসঙ্গে নমাজ পড়েন । এটাই রীতি । রোজা শেষে একসঙ্গে করেন ইফতারও । কিন্তু এবার লকডাউনের জন্য সবকিছুই বন্ধ ।

পুলিশ সূত্রে খবর, দফায় দফায় বৈঠক করা হয় বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে । লকডাউনে মসজিদে জমায়েত না করার বিষয়ে নিশ্চিত করা হয় । রমজান মাস শুরুর আগেই এক দফা বৈঠক করেছে তারা । প্রতিটি মসজিদ কর্তৃপক্ষ ও ইমামদের অনুরোধ করা হয়, রমজানের সময় মসজিদে যাতে জমায়েত না হয় সেই বিষয়ে নজর রাখার জন্য ।

লালবাজার সূত্রে খবর, কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মসজিদের ইমামরাই এক কথায় বিষয়টিতে রাজি হয়েছেন । তাই পুলিশকে খুব একটা বেগ পেতে হয়নি ।

এদিকে, রমজানে বাড়িতে বসে প্রার্থনা করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.