ETV Bharat / state

দুধ ঢেলে ইন্দিরা-রাজীব গান্ধির মূর্তি শুদ্ধিকরণ প্রদেশ কংগ্রেসের! - প্রদেশ কংগ্রেস

Poster Controversy: পোস্টার রাজনীতির বিরুদ্ধে ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির মূর্তিতে শুদ্ধিকরণ কর্মসূচি পালন প্রদেশ কংগ্রেসের ৷ হাজরা মোড়ের শহিদ বেদীতে দুধ ঢেলে শুদ্ধি করণ করেন প্রদেশ কংগ্রেসের কর্মীরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:27 PM IST

কলকাতা, 2জানুয়ারি: দিন দুই আগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিকল্প রাজনীতির পোস্টার পড়েছিল। দক্ষিণ কলকাতার হাজরা মোড়েও রাজীব গান্ধি ও ইন্দিরা গান্ধির শহিদ বেদিতেও সেই পোস্টার দেওয়া ছিল । এরপরই মঙ্গলবার দুধ দিয়ে শহিদ বেদী শুদ্ধি করণ করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে । পোস্টার মারাকে ঘিরে ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শহিদ বেদীর অপমান হয়েছে বলে অভিযোগ উঠে । এরপরই শুদ্ধিকরণ করা হয় ৷ তবে বিকল্প রাজনীতির পোস্টার দেখে উৎসাহিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

কংগ্রেসের একাধিক নেতার অভিযোগ, হাজরা মোড়ের শহিদ বেদী ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক খেলা শুরু হয়েছে । কখনও তৃণমূল, কখনও বিজেপি শহিদ বেদীতে পোস্টার মেরে অপমান করে আসছে । কিন্তু বাংলার মানুষ ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধিকে শ্রদ্ধা করেন ৷ তাদের নামে হাজরা মোড়ে তৈরি কংগ্রেসের শহিদ বেদীতে একাধিকবার আঘাত এসেছে। আর প্রত্যেক বার কংগ্রেসের কর্মীরা এর বিরুদ্ধে লড়াই করেছে । শুদ্ধিকরণ করেছে।

এক কংগ্রেস নেতার কথায়, "এটা কংগ্রেসের কর্মীদের। সেটাতে আঘাত করলে কেউ চুপ করে বসে থাকবে না। বিকল্প রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে হয় লড়াই সংগ্রাম করতে হয়। যেটা কংগ্রেসের নেতৃত্বে কর্মীরা করে থাকেন। এত বছর ক্ষমতায় না থেকেও মানুষের পাশে থাকাটা আদর্শ মানসিকতার পরিচয় ৷ ঘরে বসে বিকল্প হয় না প্রকল্প হয়। " ওই নেতা আরও উল্লেখ করেন, যারা নিজেদের পরিচয় নাম লুকিয়ে শহিদ বেদীতে পোস্টার মারছেন তাঁরা নিজের ঘরে গিয়ে পোস্টার মারুন ৷ তারপর শহিদ বেদীতে পোস্টার মারার কথা উল্লেখ করেন ৷

এই প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাতের অন্ধকারে হাজরা মোড়ের শহিদ বেদীতে পোস্টার মেরে যারা অপবিত্র করলেন তাদের ধিক্কার জানাই । ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শহিদ বেদী শুদ্ধিকরণ করা হলো । বাংলায় অশুভ শক্তি এবং চুরির বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস। সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাংলার মানুষ কংগ্রেসের সঙ্গেই আছেন ।"

আরও পড়ুন:

  1. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
  2. সিপিএমের দলীয় কার্যালয়ে 'বাংলায় বিকল্প রাজনীতি' পোস্টার! জল্পনা তুঙ্গে
  3. কৌস্তভের বক্তব্যের সঙ্গে মিল পোস্টারে, 'বাংলায় বিকল্প রাজনীতি' নিয়ে কী বলছেন কংগ্রেস নেতা

কলকাতা, 2জানুয়ারি: দিন দুই আগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিকল্প রাজনীতির পোস্টার পড়েছিল। দক্ষিণ কলকাতার হাজরা মোড়েও রাজীব গান্ধি ও ইন্দিরা গান্ধির শহিদ বেদিতেও সেই পোস্টার দেওয়া ছিল । এরপরই মঙ্গলবার দুধ দিয়ে শহিদ বেদী শুদ্ধি করণ করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে । পোস্টার মারাকে ঘিরে ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শহিদ বেদীর অপমান হয়েছে বলে অভিযোগ উঠে । এরপরই শুদ্ধিকরণ করা হয় ৷ তবে বিকল্প রাজনীতির পোস্টার দেখে উৎসাহিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

কংগ্রেসের একাধিক নেতার অভিযোগ, হাজরা মোড়ের শহিদ বেদী ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক খেলা শুরু হয়েছে । কখনও তৃণমূল, কখনও বিজেপি শহিদ বেদীতে পোস্টার মেরে অপমান করে আসছে । কিন্তু বাংলার মানুষ ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধিকে শ্রদ্ধা করেন ৷ তাদের নামে হাজরা মোড়ে তৈরি কংগ্রেসের শহিদ বেদীতে একাধিকবার আঘাত এসেছে। আর প্রত্যেক বার কংগ্রেসের কর্মীরা এর বিরুদ্ধে লড়াই করেছে । শুদ্ধিকরণ করেছে।

এক কংগ্রেস নেতার কথায়, "এটা কংগ্রেসের কর্মীদের। সেটাতে আঘাত করলে কেউ চুপ করে বসে থাকবে না। বিকল্প রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে হয় লড়াই সংগ্রাম করতে হয়। যেটা কংগ্রেসের নেতৃত্বে কর্মীরা করে থাকেন। এত বছর ক্ষমতায় না থেকেও মানুষের পাশে থাকাটা আদর্শ মানসিকতার পরিচয় ৷ ঘরে বসে বিকল্প হয় না প্রকল্প হয়। " ওই নেতা আরও উল্লেখ করেন, যারা নিজেদের পরিচয় নাম লুকিয়ে শহিদ বেদীতে পোস্টার মারছেন তাঁরা নিজের ঘরে গিয়ে পোস্টার মারুন ৷ তারপর শহিদ বেদীতে পোস্টার মারার কথা উল্লেখ করেন ৷

এই প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাতের অন্ধকারে হাজরা মোড়ের শহিদ বেদীতে পোস্টার মেরে যারা অপবিত্র করলেন তাদের ধিক্কার জানাই । ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শহিদ বেদী শুদ্ধিকরণ করা হলো । বাংলায় অশুভ শক্তি এবং চুরির বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস। সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাংলার মানুষ কংগ্রেসের সঙ্গেই আছেন ।"

আরও পড়ুন:

  1. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
  2. সিপিএমের দলীয় কার্যালয়ে 'বাংলায় বিকল্প রাজনীতি' পোস্টার! জল্পনা তুঙ্গে
  3. কৌস্তভের বক্তব্যের সঙ্গে মিল পোস্টারে, 'বাংলায় বিকল্প রাজনীতি' নিয়ে কী বলছেন কংগ্রেস নেতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.