কলকাতা, 29 জুন: আবারও দাম বাড়ল ডিমের । একমাসের সামান্য কিছু সময়ের ব্যবধানে এই নিয়ে তিনবার ডিমের দাম বাড়ল । চলতি মাসের শুরুতে ডিমের দাম দাম বেড়ে হয় 6 টাকা । তারপর তা বেড়ে হয় সাড়ে 6 টাকা । মঙ্গলবার বেড়ে সেটা হয়েছে 7 টাকা । একমাসের মধ্যে প্রায় 1 টাকার বেশি দাম বাড়ল ডিমের । দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, মুরগির খাবারের দাম বাড়ার কারণেই ডিমের দামের উত্তরোত্তর বৃদ্ধি । এইভাবে চলতে থাকলে আগামী মাসে আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে (Market Price In Kolkata) ৷ বুধবার থলে হাতে বেরনোর আগে একবার চোখ বুলিয়ে নিন বাজারদরে (Market price in Kolkata) ৷
কাঁচা সবজি-
জ্যোতি আলু : 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু :40 টাকা কিলো
আদা : প্রতি কিলো 100 টাকা
পেঁয়াজ : প্রতি কিলো 30 টাকা
উচ্ছে : প্রতি কিলো 30 টাকা
বেগুন : 50 টাকা কিলো
পটল : প্রতি কিলো 30 টাকা
কুঁদরি : প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু : 30 টাকা কিলো
কাঁকরোল : 40 টাকা কিলো
ঝিঙে : 30 টাকা কিলো
ঢ্যাঁড়স : প্রতি কিলো 30 টাকা
কুমড়ো : প্রতি কিলো 30 টাকা
লাউ : প্রতি কিলো 30 টাকা
টমেটো : প্রতি কিলো 50 টাকা
পেঁপে : 50 টাকা কিলো
চিচিঙ্গা : 30 টাকা প্রতি কিলো
শসা : 40 টাকা
মটরশুঁটি : 30 টাকা কিলো
ইঁচড় : 60 টাকা কিলো
শিম : প্রতি কিলো 30 টাকা
বাঁধাকপি : 40 টাকা কিলো
ফুলকপি : 40 টাকা পিস
বরবটি : 30 টাকা কিলো
ধনেপাতা : 5 টাকা আঁটি
পুই শাক : 30 টাকা কেজি
লাল শাক :10 টাকা আঁটি
পাটশাক : 7 টাকা আঁটি।
কাঁচালঙ্কা : প্রতি কিলো 100 টাকা
পাতিলেবু : 3-5 টাকা পিস।
মাছ-
রুই : প্রতি কিলো 150 টাকা (গোটা)
রুই : প্রতি কিলো 180-250 টাকা (কাটা)
কাতলা : প্রতি কিলো 250 টাকা (গোটা)
কাতলা : প্রতি কিলো 350 টাকা (কাটা)
ভেটকি : প্রতি কিলো 500 টাকা
ইলিশ : (500-750গ্রাম) ৬০০ টাকা কিলো
ইলিশ : (1কেজি বা তার বেশি) 1200-1600 টাকা কিলো
তেলাপিয়া : প্রতি কিলো 120-150 টাকা
ভোলা : প্রতি কিলো 160-180 টাকা
ট্যাংরা : 450 টাকা কিলো
মৌরোলা : 300 টাকা
পাবদা ছোট : 350-450 টাকা
পাবদা : 600-700 টাকা
পার্শে : 350-400 টাকা
গলদা চিংড়ি : প্রতি কিলো 700 টাকা
বাগদা চিংড়ি : প্রতি কিলো 800 টাকা
আরও পড়ুন : ইলিশের জন্য হা-পিত্যেশ, জেনে নিন বাজারদরের খুঁটিনাটি
ডিম-
পোল্ট্রি : 14 টাকা জোড়া
দেশি মুরগি : 20 টাকা জোড়া
হাস : 18 টাকা জোড়া
মাংস-
মুরগি : প্রতি কিলো 150 টাকা (গোটা)
মুরগি : প্রতি কিলো 220 টাকা (কাটা)
কক : প্রতি কিলো 280 টাকা
দেশি : প্রতি কিলো 350 টাকা
পাঁঠা বা খাসি : প্রতি কিলো 750 টাকা