কলকাতা, 13 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে ফের বসার কথা মারিও রিবেরার মুখে । তেতাল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ গত মরসুমে আই লিগের মাঝপথে কোচিং করিয়ে রানার্স করিয়েছিলেন । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া হঠাৎ করে দায়িত্ব ছাড়ায় কার্যত কোনও প্রস্তুতি ছাড়াই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন মারিও রিবেরা । লকডাউনের কারণে আই লিগ বন্ধ হওয়া পর্যন্ত সাতটি ম্যাচে লাল হলুদ কোচের চেয়ারে ছিলেন । দেশে ফিরে যাওয়ার আগে নতুন মরসুমে মারিও রিবেরার হাতে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন লাল হলুদ কর্তারা। কিন্তু পরবর্তী অধ্যায়ে ISL-র মঞ্চে ইস্টবেঙ্গলের জায়গা করে নেওয়ার পরে পুরো ছবিটা বদলে যায় ।
শক্তিশালী দল গঠন করার দিকে এখন নজর ইস্টবেঙ্গলের । বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের বায়োডাটা ক্লাবের হাতে এসেছে । সেই তালিকায় পোকেরম্যানের মতো বিশ্বকাপার কোচ সার্বিয়ান ভিদাকোভিচের নাম শোনা যাচ্ছে । এই অবস্থায় ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার আগ্রহ প্রকাশ মারিও রিবেরার ।
"আমি প্রতিদিন প্রচুর মেসেজ পাচ্ছি । ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কাজ করতে চাই । যেকোনও দলের প্রস্তাব পেলেও রাজি । তবে প্রথম পছন্দ ইস্টবেঙ্গল," বলেছেন স্প্যানিশ কোচ । পাশাপাশি তিনি আরও বলেছেন,"ইস্টবেঙ্গলের মতো দলের ISL-র মঞ্চে খেলা উচিত । যোগ্য হিসেবেই লাল হলুদ ব্রিগেড ভারতের সর্বোচ্চ লিগে ।"
এদিকে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ওমিদ সিং বলেছেন তিনি আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করবেন । ইস্টবেঙ্গল তার প্রথম পছন্দ । প্রসঙ্গত নতুন মরসুমের দল গড়তে বসে ভারতীয় বংশোদ্ভূত ইরানিয়ান ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল । তবে ফেডারেশনে নথিভুক্ত হয়নি । ISL- খেললে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন । পরিবর্তিত পরিস্থিতিতে ওমিদ সিংয়ের ইস্টবেঙ্গলের জার্সি পরার সম্ভাবনা উজ্বল ।