ETV Bharat / state

Blue-White Uniform: বছর শেষেও কলকাতা পৌরপ্রাথমিকের বহু স্কুলে নীল-সাদা পোশাক পায়নি ছাত্রছাত্রীরা - কলকাতা পৌরপ্রাথমিক স্কুল

বছর শেষ হতে চলল ৷ কলকাতা পৌরপ্রথমিকের বহু স্কুলে (KMC primary schools) ছাত্রছাত্রীরা এখনও পেল না নীল সাদা জামা (Blue-White Uniform)৷ যদিও কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের দাবি, নতুন পোশাক পৌঁছে গিয়েছে সব স্কুলে ৷

Many Students of KMC primary schools waiting for blue white uniform
বছর শেষেও কলকাতা পৌরপ্রাথমিকের বহু স্কুলে নীল-সাদা পোশাক পায়নি ছাত্রছাত্রীরা
author img

By

Published : Dec 5, 2022, 6:54 PM IST

Updated : Dec 5, 2022, 8:06 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: চলতি বছরে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন বিভিন্ন স্কুলে বিভিন্ন পোশাক নয়, রাজ্যের সব স্কুলে ছাত্রছাত্রীদের জন্য হবে একই পোশাক (Blue-White Uniform)। সেই মতো স্কুল শিক্ষা দফতর নির্দেশকা জারি করে তার মান্যতা দেয় । তবে বছর শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন ৷ তবু কলকাতার একাধিক পৌরপ্রাথমিক স্কুলে (KMC primary schools) ছাত্রছাত্রীদের ভরসা সেই পুরনো পোশাক । স্কুলের ইউনিফর্মের দায়িত্বে থাকা কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগ সাফ জানাচ্ছে একটু দেরি হয়েছে পোশাক পৌঁছতে, তবে এতদিনে সব স্কুলে পৌঁছে গিয়েছে নতুন পোশাক । তবে তা ছাত্রছাত্রীদের মধ্যে বণ্টন করার দায়িত্ব শিক্ষা বিভাগের ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কম বেশি 150টি পৌরপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনও নতুন বিশ্ববাংলা লোগো দেওয়া নীল-সাদা পোশাক পায়নি । সম্প্রতি দেশবন্ধু পার্কে পৌর প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ৷ সেখানেও অধিকাংশ স্কুলের ছাত্র পুরনো পোশাকই পরেছিল । শিক্ষাবর্ষ শেষের মুখেও পোশাক না দেওয়া নিয়ে উপর মহলের আধিকারিকদের অঘোষিত নির্দেশ আছে বলেই জানাচ্ছেন শিক্ষকদের একাংশ । তাঁদের কথায় এ বার বছর শেষ । তাই নতুন শিক্ষাবর্ষ শুরু হলে নতুন পোশাক দেওয়া হবে ।

আরও পড়ুন: শীঘ্রই শুরু হবে হগ মার্কেট সংস্কারের কাজ, বরাদ্দ 26 কোটি টাকা

কলকাতার সরকারি ও বেসরকারি স্কুলে এই পোশাক দেওয়ার জন্য ওয়ার্ক অর্ডার নিয়েছিল কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগ । 2085টি স্কুলে ছাত্রছাত্রীদের পোশাক পৌঁছে দিয়েছে তারা । 45টি স্কুল এই পোশাক বদলের নির্দেশে রাজি হয়নি । 101টি স্কুল শিক্ষা পোর্টালে নথিভুক্ত হয়নি ।

বছর শেষেও কলকাতা পৌরপ্রাথমিকের বহু স্কুলে নীল-সাদা পোশাক পায়নি ছাত্রছাত্রীরা

এ বিষয়ে সামাজিক ক্ষেত্র বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ মিতালী সাহা বলেন, "আমরা ধাপে ধাপে পোশাক তৈরি করে স্কুলগুলোতে পাঠিয়েছি । শেষে 60টি স্কুল বাকি ছিল । তাও গত 30 নভেম্বরের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে । স্কুলগুলোর ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী পোশাক দেওয়া পর্যন্ত আমদের কাজ ছিল । তবে ছাত্রছাত্রীদের মধ্যে বণ্টনের দায়িত্ব শিক্ষা বিভাগের ।

কলকাতা, 5 ডিসেম্বর: চলতি বছরে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন বিভিন্ন স্কুলে বিভিন্ন পোশাক নয়, রাজ্যের সব স্কুলে ছাত্রছাত্রীদের জন্য হবে একই পোশাক (Blue-White Uniform)। সেই মতো স্কুল শিক্ষা দফতর নির্দেশকা জারি করে তার মান্যতা দেয় । তবে বছর শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন ৷ তবু কলকাতার একাধিক পৌরপ্রাথমিক স্কুলে (KMC primary schools) ছাত্রছাত্রীদের ভরসা সেই পুরনো পোশাক । স্কুলের ইউনিফর্মের দায়িত্বে থাকা কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগ সাফ জানাচ্ছে একটু দেরি হয়েছে পোশাক পৌঁছতে, তবে এতদিনে সব স্কুলে পৌঁছে গিয়েছে নতুন পোশাক । তবে তা ছাত্রছাত্রীদের মধ্যে বণ্টন করার দায়িত্ব শিক্ষা বিভাগের ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কম বেশি 150টি পৌরপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনও নতুন বিশ্ববাংলা লোগো দেওয়া নীল-সাদা পোশাক পায়নি । সম্প্রতি দেশবন্ধু পার্কে পৌর প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ৷ সেখানেও অধিকাংশ স্কুলের ছাত্র পুরনো পোশাকই পরেছিল । শিক্ষাবর্ষ শেষের মুখেও পোশাক না দেওয়া নিয়ে উপর মহলের আধিকারিকদের অঘোষিত নির্দেশ আছে বলেই জানাচ্ছেন শিক্ষকদের একাংশ । তাঁদের কথায় এ বার বছর শেষ । তাই নতুন শিক্ষাবর্ষ শুরু হলে নতুন পোশাক দেওয়া হবে ।

আরও পড়ুন: শীঘ্রই শুরু হবে হগ মার্কেট সংস্কারের কাজ, বরাদ্দ 26 কোটি টাকা

কলকাতার সরকারি ও বেসরকারি স্কুলে এই পোশাক দেওয়ার জন্য ওয়ার্ক অর্ডার নিয়েছিল কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগ । 2085টি স্কুলে ছাত্রছাত্রীদের পোশাক পৌঁছে দিয়েছে তারা । 45টি স্কুল এই পোশাক বদলের নির্দেশে রাজি হয়নি । 101টি স্কুল শিক্ষা পোর্টালে নথিভুক্ত হয়নি ।

বছর শেষেও কলকাতা পৌরপ্রাথমিকের বহু স্কুলে নীল-সাদা পোশাক পায়নি ছাত্রছাত্রীরা

এ বিষয়ে সামাজিক ক্ষেত্র বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ মিতালী সাহা বলেন, "আমরা ধাপে ধাপে পোশাক তৈরি করে স্কুলগুলোতে পাঠিয়েছি । শেষে 60টি স্কুল বাকি ছিল । তাও গত 30 নভেম্বরের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে । স্কুলগুলোর ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী পোশাক দেওয়া পর্যন্ত আমদের কাজ ছিল । তবে ছাত্রছাত্রীদের মধ্যে বণ্টনের দায়িত্ব শিক্ষা বিভাগের ।

Last Updated : Dec 5, 2022, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.