কলকাতা, 6 মার্চ: 14 দিন জেল হেফাজতে থাকার পরও জামিন চাইলেন না মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ও পুত্র সৌভিক । এদিন ইডির তরফে নতুন করে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি ৷ তবে ইডি মামলা শুনানির জন্য বেশ কিছুদিন সময় চেয়েছে । কিন্তু মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র জামিনের আবেদনই জানালেন না সোমবার ।
22 ফেব্রুয়ারি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় মানিকের স্ত্রী এবং পুত্রকে । ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) তাঁরা আত্মসমর্পণ করেছিলেন । নগরদায়রা আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ এরপর আদালত চত্বরেই তাঁদের গ্রেফতার করা হয় । শতরূপাকে আলিপুরের মহিলা জেলে এবং সৌভিককে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল ৷ যেখানে মানিক ভট্টাচার্যকেও রাখা হয়েছে । 14 দিনের জেল হেফাজতের পর এদিন ছিল তাঁদের মামলার শুনানি । সেখানেই তাঁদের আইনজীবী জানিয়ে দেন, মক্কেল আপাতত জামিনের কোনও আবেদন করছেন না ।
তবে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও পুত্র ইডির আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । কলকাতা হাইকোর্টে এখনও মামলার শুনানি হয়নি । ইডির বক্তব্য ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে মানিক ভট্টাচার্য যে দুর্নীতি করেছেন সেই ব্যাপারে তাঁর স্ত্রী ও পুত্র জানতেন । তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ৷ পাশাপাশি বিএড ও ডিএলএড কলেজের অনুমোদনের বিষয়ে মানিক ভট্টাচার্য টাকা নিয়েছিলেন । সেই টাকা বিদেশে পাঠানো হয় বলেও অভিযোগ জানিয়েছিল ইডি । একই সঙ্গে তাঁরা তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করে ইডি । মানিক এর আগে আদালতে দাবি করেছিলেন তাঁর লন্ডনে বাড়ি নেই ৷ ঠিকানা বলতে পারলে তাঁকে ফাঁসি দেওয়ার কথাও তিনি বলেন ৷
আরও পড়ুন: 'লন্ডনে আমার বাড়ি নেই, ঠিকানা বলতে পারলে আমায় ফাঁসি দেওয়া হোক'; আদালতে ফুঁসলেন মানিক