ETV Bharat / state

রোমানিয়ার প্রতারকদের হয়ে অনলাইনে কেনা ATM স্কিমার রিসিভ করত দিল্লির এক ব্যবসায়ী - ATM প্রতারণা

গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহরৌলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে (40) । তার গাড়ির ব্যবসা রয়েছে । সে ATM স্কিমিংয়ের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছে পুলিশ । অনলাইনে আসা ATM স্কিমিং ডিভাইসগুলি রিসিভ করত সে । তারপর তা তুলে দিত প্রতারকদের হাতে । তার বিনিময়ে টাকা পেত সে ।

ভারতীয় এজেন্ট
ভারতীয় এজেন্ট
author img

By

Published : Dec 13, 2019, 8:34 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : ATM স্কিমিং করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার তদন্তে নেমে বড় সাফল্য পেল পুলিশ । রোমানিয়ার যুবকের পর এবার গ্রেপ্তার করা হল এক ভারতীয়কে । দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ । তদন্তে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে পুলিশ ।

গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহরৌলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে (40) । তার গাড়ির ব্যবসা রয়েছে । সে ATM স্কিমিংয়ের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছে পুলিশ । অনলাইনে আসা ATM স্কিমিং ডিভাইসগুলি রিসিভ করত সে । তারপর তা তুলে দিত প্রতারকদের হাতে । তার বিনিময়ে টাকা পেত সে ।

ETV ভারতে প্রকাশিত খবরে আগেই জানানো হয়েছিল যে, একটি অনলাইন শপিং সংস্থায় ঢালাও বিক্রি হচ্ছে চিনে তৈরি ATM স্কিমিং ডিভাইজ় । ভারতে বসে অর্ডার করেই ক্রেতারা সহজে পেয়ে যাচ্ছে এই ডিভাইস । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলেই বাড়িতে বসে মিলছে ATM স্কিমিং করার প্রয়োজনীয় সমস্ত ডিভাইস । সেগুলি বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে শুরু করে 3650 টাকার মধ্যে । সেনজ়েন স্ট্রংগ্ট মডেল টেকনোলজি লিমিটেড নামে একটি সংস্থার তৈরি ওই ডিভাইসগুলি প্রায় 92 শতাংশ ক্ষেত্রে কার্যকরী বলে জানিয়েছেন গোয়েন্দারা ।

গোয়েন্দাদের অনুমান, সম্প্রতি কলকাতায় যে ATM গুলিতে স্কিমার ব্যবহার করা হয়েছিল, তা ওই সংস্থা থেকেই কেনা । রোমানিয়ার প্রতারকদের যেহেতু কোনও স্থায়ী ঠিকানা ছিল না, তাই মনোজ গুপ্তার ঠিকানায় ওই ডিভাইসগুলি আসত । মনোজ শুধু সিলভিউ ফ্লোরিন স্পিরিডনের গ‍্যাং-এর হয়ে কাজ করত না কি, অন্য গ‍্যাংগুলির সঙ্গেও জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । মনোজকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কলকাতা, 13 ডিসেম্বর : ATM স্কিমিং করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার তদন্তে নেমে বড় সাফল্য পেল পুলিশ । রোমানিয়ার যুবকের পর এবার গ্রেপ্তার করা হল এক ভারতীয়কে । দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ । তদন্তে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে পুলিশ ।

গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহরৌলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে (40) । তার গাড়ির ব্যবসা রয়েছে । সে ATM স্কিমিংয়ের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছে পুলিশ । অনলাইনে আসা ATM স্কিমিং ডিভাইসগুলি রিসিভ করত সে । তারপর তা তুলে দিত প্রতারকদের হাতে । তার বিনিময়ে টাকা পেত সে ।

ETV ভারতে প্রকাশিত খবরে আগেই জানানো হয়েছিল যে, একটি অনলাইন শপিং সংস্থায় ঢালাও বিক্রি হচ্ছে চিনে তৈরি ATM স্কিমিং ডিভাইজ় । ভারতে বসে অর্ডার করেই ক্রেতারা সহজে পেয়ে যাচ্ছে এই ডিভাইস । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলেই বাড়িতে বসে মিলছে ATM স্কিমিং করার প্রয়োজনীয় সমস্ত ডিভাইস । সেগুলি বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে শুরু করে 3650 টাকার মধ্যে । সেনজ়েন স্ট্রংগ্ট মডেল টেকনোলজি লিমিটেড নামে একটি সংস্থার তৈরি ওই ডিভাইসগুলি প্রায় 92 শতাংশ ক্ষেত্রে কার্যকরী বলে জানিয়েছেন গোয়েন্দারা ।

গোয়েন্দাদের অনুমান, সম্প্রতি কলকাতায় যে ATM গুলিতে স্কিমার ব্যবহার করা হয়েছিল, তা ওই সংস্থা থেকেই কেনা । রোমানিয়ার প্রতারকদের যেহেতু কোনও স্থায়ী ঠিকানা ছিল না, তাই মনোজ গুপ্তার ঠিকানায় ওই ডিভাইসগুলি আসত । মনোজ শুধু সিলভিউ ফ্লোরিন স্পিরিডনের গ‍্যাং-এর হয়ে কাজ করত না কি, অন্য গ‍্যাংগুলির সঙ্গেও জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । মনোজকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে ।

Intro:কলকাতা, 13 ডিসেম্বর: এটিএম প্রতারণা তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। রোমানিয়র পর এবার গ্রেপ্তার করা হলো এক ভারতীয়কে। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটিএম প্রতারণা তদন্তে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।


Body:গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহেরুলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে। বয়স 40 বছর। তার গাড়ির ব্যবসা রয়েছে। পাশাপাশি সে এটিএম প্রতারণা চক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অনলাইনে আসা এটিএম স্ক্যানিং মেশিন রিসিভ করতো এই ব্যক্তি। তারপর তা তুলে দেওয়া হতো প্রতারকদের হাতে। তার বিনিময়ে টাকা পেত সে।

ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল আগেই। অনলাইন শপিং সংস্থা আলিবাবা ডট কম হয়ে উঠেছে এটিএম প্রতারণার সহায়ক। ওই ওয়েবসাইটে ঢালাও বিক্রি হচ্ছে চিনা স্কিমিং ডিভাইস। অর্ডার করলেই হল! এ কোনও অন্ধকার জগত নয়। মোবাইল, জামাকাপড় অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে সাধারণভাবেই। আর পাঁচটা অনলাইন শপিং ওয়েবসাইটের মতই। কিন্তু এই ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছে অন্ধকার জগতের লোকজন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এমনটাই। সেখানে অর্ডার করলে হাতের নাগালে চলে আসছে এটিএম প্রতারণার প্রাথমিক শর্তের টেকনিক্যাল জিনিসপত্র। ওয়েবসাইটের স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে। সেনজেন স্ট্রংগ্ট মডেল টেকনোলজি লিমিটেড নামে সংস্থার তৈরি ওই মেশিন নাকি প্রায় 92 শতাংশ সফল।



Conclusion:কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেনেছে, ওই অনলাইন সংস্থায় অর্ডার করলে অনায়াসেই তা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে চলে আসছে হাতের নাগালে। ভারতের মধ্যে। সাম্প্রতিক কলকাতার এটিএম প্রতারণাতেও ব্যবহৃত স্কিমার মেশিন ওই সংস্থা থেকেই কেনা বলে মনে করা হচ্ছে। রুমানীয় প্রতারকদের যেহেতু কোনো স্থায়ী ঠিকানা ছিল না, তাই মনোজ গুপ্তার ঠিকানায় আসতো। মানুষের সঙ্গে শুধু সিলভিউ ফ্লোরিন স্পিরিডনের গ‍্যাংয়ের জন্য কাজ করতো নাকি অন্যান্য গ‍্যাংগুলির সঙ্গেও জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। মনোজকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.