কলকাতা, 9 ফেব্রুয়ারি: গেস্ট হাউসে প্রথমে প্রেমিকাকে গলা টিপে খুন এবং পরে ঠান্ডা মাথায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন যুবক। হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুর থানা এলাকায় । পুলিশ সূত্রের খবর, গেস্ট হাউজ কর্তৃপক্ষের তরফে থানায় প্রথমে যোগাযোগ করা হয় । পরে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে দু'টি দেহ উদ্ধার করেন তদন্তকারীরা । ইতিমধ্যেই ওই যুগলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে (Man strangles girlfriend then kills self) ।
মৃত ওই যুগলের নাম রবীন্দ্র চৌরাসিয়া এবং সাগুপ্তা পারভীন । রবীন্দ্রর দেহ বিছানার সামনেই ঝুলন্ত অবস্থায় ছিল এবং সাগুপ্তার দেহ নিচে পড়েছিল বলে জানা গিয়েছে । সাগুপ্তার গলায় একটি কালশিটে দাগ পরিলক্ষিত করেন গোয়েন্দারা । প্রথম অবস্থায় ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ আসে এবং পরে খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের । দেখে প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই যুবতীকে এবং পরে রবীন্দ্র চৌরাসিয়া নামে ওই যুবক সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ।
যদিও এটি প্রাথমিক ধারণা বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তারা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে রবীন্দ্র চৌরাসিয়া নামে ওই যুবকের বাড়ি বেহালার পর্ণশ্রী থানা এলাকায় । বছরখানেক আগে বেহালার হরিদেবপুর থানা এলাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি । জানা গিয়েছে, ওই যুবককে সাগুপ্তার সঙ্গে প্রায়ই ওই ফ্ল্যাটে দেখতে পেতেন এলাকার বাসিন্দারা ।
তবে রবীন্দ্র চৌরাসিয়া বিবাহিত বলে সূত্রের খবর । তাঁর বাড়িতে স্ত্রী এবং সন্তান রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পাশাপাশি যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি এন্টালি থানা এলাকায় । ইতিমধ্যেই সাগুপ্তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা । ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে । জানা গিয়েছে, ওই সুইসাইড নোটে রবীন্দ্র চৌরাসিয়া লিখে গিয়েছেন, "আমার মৃত্যুর জন্য সাগুপ্তা পারভিন দায়ী।" পুলিশ সূত্রে অনুমান, সম্পর্কের টানাপোড়নের জন্যই এই ঘটনা। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।
আরও পড়ুন: হিমাচলে ঝুপড়িতে আগুন, প্রাণ গেল 4 নাবালক-নাবালিকার