ETV Bharat / state

যুবতিকে কুপ্রস্তাব-হুমকি, গ্রেপ্তার যুবক - দীপক বাল্মীকি

রাস্তাতে দেখলেই চলত কুপ্রস্তাব ৷ সোশাল মিডিয়াতেও রেহাই ছিল না ৷ বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন যুবতি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে রিজেন্ট থানার পুলিশ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 16, 2019, 10:04 PM IST

কলকাতা, 16 অক্টোবর : রাস্তায় দেখতে পেলেই আসত কুপ্রস্তাব ৷ সোশাল মিডিয়াতেও রেহাই মেলেনি ৷ সেখানেও সমানে উত্যক্ত করা হচ্ছিল ৷ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন যুবতি ৷

ঘটনার শুরু 2014 সালে ৷ পূর্ব পুঁটিয়ারির দীনেশ পল্লির দীপক বাল্মীকির শ্রীরূপা রায়কে (নাম পরিবর্তিত) দেখেই ভালো লেগে যায় ৷ কিন্তু তার সঙ্গে কোনওরকম সম্পর্কে যেতে রাজি ছিলেন না বছর তেইশের শ্রীরূপা ৷ তবে হার মানতে নারাজ দীপক রাস্তাঘাটে শ্রীরূপাকে দেখতে পেলেই নানারকম মন্তব্য করতে শুরু করে ৷ ফোনেও চলে উত্যক্ত করা ৷ সোশাল মিডিয়াতেও চলে দীপকের কুপ্রস্তাব ৷ শ্রীরূপাকে দেওয়া হয় বিভিন্ন হুমকিও ৷

পাঁচ বছর ধরে সহ্য করার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে যায় শ্রীরূপা ৷ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপককে গ্রেপ্তার করে ৷

কলকাতা, 16 অক্টোবর : রাস্তায় দেখতে পেলেই আসত কুপ্রস্তাব ৷ সোশাল মিডিয়াতেও রেহাই মেলেনি ৷ সেখানেও সমানে উত্যক্ত করা হচ্ছিল ৷ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন যুবতি ৷

ঘটনার শুরু 2014 সালে ৷ পূর্ব পুঁটিয়ারির দীনেশ পল্লির দীপক বাল্মীকির শ্রীরূপা রায়কে (নাম পরিবর্তিত) দেখেই ভালো লেগে যায় ৷ কিন্তু তার সঙ্গে কোনওরকম সম্পর্কে যেতে রাজি ছিলেন না বছর তেইশের শ্রীরূপা ৷ তবে হার মানতে নারাজ দীপক রাস্তাঘাটে শ্রীরূপাকে দেখতে পেলেই নানারকম মন্তব্য করতে শুরু করে ৷ ফোনেও চলে উত্যক্ত করা ৷ সোশাল মিডিয়াতেও চলে দীপকের কুপ্রস্তাব ৷ শ্রীরূপাকে দেওয়া হয় বিভিন্ন হুমকিও ৷

পাঁচ বছর ধরে সহ্য করার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে যায় শ্রীরূপা ৷ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপককে গ্রেপ্তার করে ৷

Intro:কলকাতা, ১৬ অক্টোবর: রাস্তায় দেখতে পেলেই উত্যক্ত করত যুবক। দিত কুপ্রস্তাব। ছাড়েনি সোশ্যাল মিডিয়াতেও। সেখানেও সমানে চলছিল উত্যক্ত করা। বাধ্য থানায় অভি‌যোগ দায়ের করেন যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল যুবককে। ঘটনা রিজেন্ট পার্ক থানা এলাকার।Body:শ্রীরূপা রায়( নাম পরিবর্তিত)। বয়স ২৩। থাকেন রিজেন্ট পার্ক থানা এলাকায়। অভিযোগ,পূর্ব পুঁটিয়ারির দীনেশপল্লির দীপক বাল্মীকি বহুদিন ধরেই উত্যক্ত করছে শ্রীরূপাকে। ২০১৪ সাল থেকে পথে ঘাটে উত্ত্যক্ত করা শুরু করে তাঁকে। প্রথমে ইভটিজিং, পরে নানা কুমন্তব্য করা হত। অভিযোগ, ওই যুবক শ্রীরূপার ফোন নম্বরও যোগার করে ফেলে। ফোনেও চলে উত্যক্ত করা। পরে সোশ্যাল মিডিয়াতেও কুপ্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় শুরু হয় হুমকি। এরপরই আজ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। Conclusion:যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে দীপককে। পুলিশ যুবতীর অভিযোগের সত্যতা পেয়েছে বলে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.