ETV Bharat / state

Kolkata Police App সৌজন্যে কলকাতা পুলিশের বিশেষ অ্যাপ, ট্যাক্সিতে ফেলে আসা টাকা ফেরত পেলেন যাত্রী

এক ব্যক্তি ট্যাক্সির ভাড়া মিটিয়ে নামার সময় নিজের ব্যাগটি ভুলে যান ৷ এর মধ্যে ছিল হাজার হাজার টাকা ৷ স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে যান তিনি ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানান (Kolkata Police App) ৷

Kolkata Police Help
কলকাতা পুলিশের তৎপরতায় টাকা ফিরে পেলেন ব্যক্তি
author img

By

Published : Aug 23, 2022, 7:59 AM IST

Updated : Aug 23, 2022, 2:10 PM IST

কলকাতা, 23 অগস্ট: তাড়ার মাথায় ট্যাক্সিতেই নগদ আশি হাজার টাকা ফেলে নেমে পড়েন দক্ষিণ 24 পরগনার অস্থি এলাকার বাসিন্দা বাপন আচার্য । ভাড়া মিটিয়ে দেওয়ার পরক্ষণেই তাঁর মনে পড়ে ট্যাক্সিতেই রয়ে গিয়েছে ব্যাগ ৷ তাতে ভর্তি নগদ 80 হাজার টাকা । সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় থানায় যান । পরে কলকাতা পুলিশের বিশেষ 'শৃঙ্খলা' অ্যাপের মাধ্যমে শেষে উদ্ধার হল ট্যাক্সিতে ফেলে যাওয়া হাজার হাজার টাকা (Man gets back money with the help of Kolkata Police App Shrinkhala) ৷

সোমবার ঘটনাটি ঘটেছে হেয়ারস্ট্রিট থানার অন্তর্গত এজরা স্ট্রিট এলাকায়। জানা গিয়েছে, বাপন আচার্য নামের 30 বছরের ওই যুবক ব্যক্তিগত কাজে এজরা স্ট্রিটে ট্যাক্সি থেকে নামেন ৷ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিলে সেটি চলে যায় ৷ এরপর তাঁর মনে পড়ে যে ট্যাক্সিতেই 80 হাজার টাকার ব্যাগ রয়ে গিয়েছে, যা তিনি নিতে ভুলে গিয়েছেন ।

আরও পড়ুন: কলকাতা পুলিশের হোমগার্ড পরিচয় দিয়ে টাকা আদায়, ধৃত 1

এরপর বাপন হেয়ার স্টেট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু ব্যস্ততম রাস্তায় এতগুলি ট্যাক্সি থেকে একটি বিশেষ ট্যাক্সিকে চিহ্নিতকরণের কাজ খুব শক্ত। তদন্তে নামেন কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার সার্জেন্ট নবীন গুপ্ত ৷ তিনি কলকাতা পুলিশেরই 'শৃঙ্খলা' নামক একটি বিশেষ অ্যাপ ব্যবহার করেন এবং অভিযোগকারীর দেওয়া তথ্যের উপর নির্ভর করে সিসিটিভি ক্যামেরায় সময় দেখে তিনি ওই গাড়িটিকে চিহ্নিত করেন ৷

গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ট্যাক্সিটি এদিন চালাচ্ছিলেন সংকট ঠাকুর ৷ তিনি ট্যাংরা থানা এলাকার পুলিন ঘটিক রোডের বাসিন্দা । ট্যাক্সির মালিকের কাছ থেকে ট্যাক্সিচালকের নম্বর নিয়ে তাঁকে ফোন করে থানায় ডাকা হয় । এরপরে দেখা যায় ওই ট্যাক্সিতেই নগদ আশি হাজার টাকা রয়েছে । কলকাতা পুলিশের দ্বারস্থ হয়ে এবং শৃঙ্খলা নামের এই বিশেষ অ্যাপের মাধ্যমে যাত্রী ফিরে পেলেন ট্যাক্সিতে ছেড়ে আসা হাজার হাজার টাকা । লালবাজার সূত্রে খবর, 'শৃঙ্খলা' নামক এই অ্যাপে শহরের যাবতীয় যানবাহনের মালিকের নাম এবং ঠিকানার সব কিছু খুঁটিনাটি তথ্য পাওয়া যায় ।

কলকাতা, 23 অগস্ট: তাড়ার মাথায় ট্যাক্সিতেই নগদ আশি হাজার টাকা ফেলে নেমে পড়েন দক্ষিণ 24 পরগনার অস্থি এলাকার বাসিন্দা বাপন আচার্য । ভাড়া মিটিয়ে দেওয়ার পরক্ষণেই তাঁর মনে পড়ে ট্যাক্সিতেই রয়ে গিয়েছে ব্যাগ ৷ তাতে ভর্তি নগদ 80 হাজার টাকা । সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় থানায় যান । পরে কলকাতা পুলিশের বিশেষ 'শৃঙ্খলা' অ্যাপের মাধ্যমে শেষে উদ্ধার হল ট্যাক্সিতে ফেলে যাওয়া হাজার হাজার টাকা (Man gets back money with the help of Kolkata Police App Shrinkhala) ৷

সোমবার ঘটনাটি ঘটেছে হেয়ারস্ট্রিট থানার অন্তর্গত এজরা স্ট্রিট এলাকায়। জানা গিয়েছে, বাপন আচার্য নামের 30 বছরের ওই যুবক ব্যক্তিগত কাজে এজরা স্ট্রিটে ট্যাক্সি থেকে নামেন ৷ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিলে সেটি চলে যায় ৷ এরপর তাঁর মনে পড়ে যে ট্যাক্সিতেই 80 হাজার টাকার ব্যাগ রয়ে গিয়েছে, যা তিনি নিতে ভুলে গিয়েছেন ।

আরও পড়ুন: কলকাতা পুলিশের হোমগার্ড পরিচয় দিয়ে টাকা আদায়, ধৃত 1

এরপর বাপন হেয়ার স্টেট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু ব্যস্ততম রাস্তায় এতগুলি ট্যাক্সি থেকে একটি বিশেষ ট্যাক্সিকে চিহ্নিতকরণের কাজ খুব শক্ত। তদন্তে নামেন কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার সার্জেন্ট নবীন গুপ্ত ৷ তিনি কলকাতা পুলিশেরই 'শৃঙ্খলা' নামক একটি বিশেষ অ্যাপ ব্যবহার করেন এবং অভিযোগকারীর দেওয়া তথ্যের উপর নির্ভর করে সিসিটিভি ক্যামেরায় সময় দেখে তিনি ওই গাড়িটিকে চিহ্নিত করেন ৷

গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ট্যাক্সিটি এদিন চালাচ্ছিলেন সংকট ঠাকুর ৷ তিনি ট্যাংরা থানা এলাকার পুলিন ঘটিক রোডের বাসিন্দা । ট্যাক্সির মালিকের কাছ থেকে ট্যাক্সিচালকের নম্বর নিয়ে তাঁকে ফোন করে থানায় ডাকা হয় । এরপরে দেখা যায় ওই ট্যাক্সিতেই নগদ আশি হাজার টাকা রয়েছে । কলকাতা পুলিশের দ্বারস্থ হয়ে এবং শৃঙ্খলা নামের এই বিশেষ অ্যাপের মাধ্যমে যাত্রী ফিরে পেলেন ট্যাক্সিতে ছেড়ে আসা হাজার হাজার টাকা । লালবাজার সূত্রে খবর, 'শৃঙ্খলা' নামক এই অ্যাপে শহরের যাবতীয় যানবাহনের মালিকের নাম এবং ঠিকানার সব কিছু খুঁটিনাটি তথ্য পাওয়া যায় ।

Last Updated : Aug 23, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.