ETV Bharat / state

গড়ফায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, বৃদ্ধের মৃত্যু - কলকাতায় অপরাধের খবর

ষষ্ঠীর রাতে প্রতিবাদীদের মারধর করে একদল যুবক । মারধরে 62 বছরের বৃদ্ধ কানাই নস্কর বুকে গুরুতর চোট পান । সঙ্গে তার বাঁ হাতে ও নাকে গুরুতর চোট লাগে । গতরাতে মৃত্যু হয় বৃদ্ধের ।

কানাই নস্কর
কানাই নস্কর
author img

By

Published : Oct 30, 2020, 9:39 PM IST

কলকাতা, 30 অক্টোবর: প্রকাশ্যে মদ্যপান করতে বাধা দেওয়ায় মারধর । গড়ফার মণ্ডলপাড়ায় মৃত্যু হল এক বৃদ্ধের । ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ষষ্ঠীর রাত। গড়ফার মণ্ডলপাড়ায় প্রকাশ্যেই চলছিল মদ্যপানের আসর । সেই আসরে এলাকার কয়েকজন ছাড়াও হাজির ছিল বহিরাগতরা । স্থানীয়দের দাবি, এলাকার এক কিশোরও সেখানে হাজির ছিল । বিষয়টি জানতে পারে তার মামা । তিনি কিশোরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন । অভিযোগ, কিশোরকে ওই যুবকরা নিয়ে যেতে দেয়নি । আটকে দেওয়া হয় মামাকেও । সেই ঘটনার প্রতিবাদ করেন ধর্মেন্দ্র মণ্ডল নামে এক যুবক । তখনকার মতো বিষয়টি মিটে যায় ।

কিন্তু একটু বেশি রাতে ধর্মেন্দ্র বাড়ি থেকে বেরোলে ওই যুবকের দল তাঁকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে । অভিযোগ সেই দলে ছিল শ্যামল মণ্ডল, সঞ্জয় গুপ্ত, তাতাই মণ্ডল সহ বেশ কয়েকজন । বাঁশ, লোহার রড নিয়ে ধর্মেন্দ্রর উপর চড়াও হয় তারা । সেই মারধরের প্রতিবাদ করেন কানাই নস্কর, আকাশ বাহাদুর সহ এলাকার কয়েকজন ।

অভিযোগ, সেই সময় প্রতিবাদীদের মারধর শুরু করে শ্যামলরা । সেই মারধরে 62 বছরের বৃদ্ধ কানাই নস্কর বুকে গুরুতর চোট পান । সঙ্গে তার বাঁ হাতে ও নাকেও গুরুতর চোট লাগে । তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে । সেখানে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । কিন্তু কানাই নস্করকে বলা হয় SSKM হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । সেদিনের ঘটনা নিয়ে দায়ের হয় দু'টি পৃথক মামলা । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই সঞ্জয় গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের পর থেকেই শারীরিক অবস্থা ভালো ছিল না কানাইবাবুর । গতরাতে অবস্থা চূড়ান্ত অবনতি হয় । বিষয়টি তৎক্ষণাৎ গড়ফা থানায় জানান ছোটন । পুলিশের তৎপরতায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । বৃদ্ধের মৃত্যুর পরই ক্ষোভে ফুঁসতে শুরু করে মম্ডলপাড়া । দাবি উঠেছে, সেদিনের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । কয়েকজন পলাতক । তাদের খোঁজ শুরু হয়েছে ।

কলকাতা, 30 অক্টোবর: প্রকাশ্যে মদ্যপান করতে বাধা দেওয়ায় মারধর । গড়ফার মণ্ডলপাড়ায় মৃত্যু হল এক বৃদ্ধের । ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ষষ্ঠীর রাত। গড়ফার মণ্ডলপাড়ায় প্রকাশ্যেই চলছিল মদ্যপানের আসর । সেই আসরে এলাকার কয়েকজন ছাড়াও হাজির ছিল বহিরাগতরা । স্থানীয়দের দাবি, এলাকার এক কিশোরও সেখানে হাজির ছিল । বিষয়টি জানতে পারে তার মামা । তিনি কিশোরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন । অভিযোগ, কিশোরকে ওই যুবকরা নিয়ে যেতে দেয়নি । আটকে দেওয়া হয় মামাকেও । সেই ঘটনার প্রতিবাদ করেন ধর্মেন্দ্র মণ্ডল নামে এক যুবক । তখনকার মতো বিষয়টি মিটে যায় ।

কিন্তু একটু বেশি রাতে ধর্মেন্দ্র বাড়ি থেকে বেরোলে ওই যুবকের দল তাঁকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে । অভিযোগ সেই দলে ছিল শ্যামল মণ্ডল, সঞ্জয় গুপ্ত, তাতাই মণ্ডল সহ বেশ কয়েকজন । বাঁশ, লোহার রড নিয়ে ধর্মেন্দ্রর উপর চড়াও হয় তারা । সেই মারধরের প্রতিবাদ করেন কানাই নস্কর, আকাশ বাহাদুর সহ এলাকার কয়েকজন ।

অভিযোগ, সেই সময় প্রতিবাদীদের মারধর শুরু করে শ্যামলরা । সেই মারধরে 62 বছরের বৃদ্ধ কানাই নস্কর বুকে গুরুতর চোট পান । সঙ্গে তার বাঁ হাতে ও নাকেও গুরুতর চোট লাগে । তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে । সেখানে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । কিন্তু কানাই নস্করকে বলা হয় SSKM হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । সেদিনের ঘটনা নিয়ে দায়ের হয় দু'টি পৃথক মামলা । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই সঞ্জয় গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের পর থেকেই শারীরিক অবস্থা ভালো ছিল না কানাইবাবুর । গতরাতে অবস্থা চূড়ান্ত অবনতি হয় । বিষয়টি তৎক্ষণাৎ গড়ফা থানায় জানান ছোটন । পুলিশের তৎপরতায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । বৃদ্ধের মৃত্যুর পরই ক্ষোভে ফুঁসতে শুরু করে মম্ডলপাড়া । দাবি উঠেছে, সেদিনের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । কয়েকজন পলাতক । তাদের খোঁজ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.