ETV Bharat / state

বুদ্ধবাবু অনেক মেরেছেন, তবু জানি উনি BJP-র সমর্থক নন : মমতা

author img

By

Published : May 15, 2019, 3:26 AM IST

Updated : May 16, 2019, 12:23 AM IST

CPI(M)-র বর্তমান নেতারা সকালে কংগ্রেস, দুপুরে CPI(M) আর বিকেলে BJP । কিন্তু, বুদ্ধবাবু এমন নন । তিনি BJP সমর্থক নন । যাদবপুরের সভায় এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো

কলকাতা, 15 মে : "বুদ্ধবাবুর সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে । সিঙ্গুর, নন্দীগ্রাম, হাজরায় অনেক মেরেছে । কিন্তু আমি জানি উনি BJP-র সমর্থক নন ।" গতকাল যাদবপুরের সভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ।

গতকাল যাদবপুরে মিমি চক্রবর্তীর সমর্থনে প্রচার সভায় যোগ দেন মমতা । BJP-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হন । বলেন, "এটা ইলেকশন ? এটা প্রহসন । টাকা দিয়ে পুরো সিস্টেমকে কিনে নেওয়া । কিন্তু প্রতিবাদ করবেন কোথায় ? প্রতিবাদ করার তিনটি জায়গা থাকে । একটা বিচারের জায়গা । যা গণতন্ত্রের পিলার । দ্বিতীয় মিডিয়া । আর একটা হচ্ছে ইলেকশন । বিচার পাওয়ার কোনও জায়গা নেই । সব জায়গাগুলো বন্ধ । কিন্তু আপনারা জানেন আমি ভয় পাই না । স্পষ্ট কথায় কষ্ট নেই । আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি এত টাকা উড়ছে কী করে ? তোমরা কী অ্যাকশন নিচ্ছো ?"

এরপরই তিনি বলেন, "আমার অফিসারদের না সরালে আমি এগুলো করতে দিতাম না । টাকা তুলবে বলে দেখে দেখে পজিশনগুলোতে নিজের লোক বসিয়েছে । CRPF -এর গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছে । রাজ্য পুলিশের গাড়ি নয়, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি । এক একটা চুনোপুটি নেতা । ছয়-সাতজন করে কম্যান্ডো দিয়ে দিয়েছে । কলকাতা পুলিশ দেয়নি । BJP করলেই ছ'জন কম্যান্ডো । আর কম্যান্ডো মানে কয়েক বাক্স টাকা । পুলিশের গাড়িতে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর সেগুলো দেওয়া হচ্ছে । এই করে ত্রিপুরা কিনে নিয়েছিল । কিন্তু মনে রাখবেন বাংলা কেনা সস্তা নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশাসনের কেউ যদি BJP-র থেকে টাকা নেয়, তাকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন মমতা । বলেন, "যদি প্রশাসনের কেউ টাকা নেয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না । যদি ভাবেন যে আমি খোঁজ রাখছি না । সেটা ভুল । খোঁজ আমি রাখছি ।"

গতকাল যাদবপুরের সভা থেকে CPI(M)-কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী । বলেন, "CPI(M)-কে অনেক জায়গায় ম্যানেজ করেছে । সেটাই আমার দুঃখ । ক্ষিতিদা এই পাড়ায় থাকেন । তিনি এগুলো করবেন না । ইন্দ্রজিৎ গুপ্ত বেঁচে থাকলে করতেন না । এমনকী, বুদ্ধবাবুর সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে । সিঙ্গুর, নন্দীগ্রাম, হাজরায় অনেক মেরেছেন । কিন্তু আমি জানি উনি BJP-র সমর্থক নন । কিন্তু যাঁরা পার্টিটা আজকে চালাচ্ছেন তাঁরা সকালে কংগ্রেস, দুপুরে CPI(M), বিকেলে BJP।"

কলকাতা, 15 মে : "বুদ্ধবাবুর সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে । সিঙ্গুর, নন্দীগ্রাম, হাজরায় অনেক মেরেছে । কিন্তু আমি জানি উনি BJP-র সমর্থক নন ।" গতকাল যাদবপুরের সভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ।

গতকাল যাদবপুরে মিমি চক্রবর্তীর সমর্থনে প্রচার সভায় যোগ দেন মমতা । BJP-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হন । বলেন, "এটা ইলেকশন ? এটা প্রহসন । টাকা দিয়ে পুরো সিস্টেমকে কিনে নেওয়া । কিন্তু প্রতিবাদ করবেন কোথায় ? প্রতিবাদ করার তিনটি জায়গা থাকে । একটা বিচারের জায়গা । যা গণতন্ত্রের পিলার । দ্বিতীয় মিডিয়া । আর একটা হচ্ছে ইলেকশন । বিচার পাওয়ার কোনও জায়গা নেই । সব জায়গাগুলো বন্ধ । কিন্তু আপনারা জানেন আমি ভয় পাই না । স্পষ্ট কথায় কষ্ট নেই । আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি এত টাকা উড়ছে কী করে ? তোমরা কী অ্যাকশন নিচ্ছো ?"

এরপরই তিনি বলেন, "আমার অফিসারদের না সরালে আমি এগুলো করতে দিতাম না । টাকা তুলবে বলে দেখে দেখে পজিশনগুলোতে নিজের লোক বসিয়েছে । CRPF -এর গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছে । রাজ্য পুলিশের গাড়ি নয়, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি । এক একটা চুনোপুটি নেতা । ছয়-সাতজন করে কম্যান্ডো দিয়ে দিয়েছে । কলকাতা পুলিশ দেয়নি । BJP করলেই ছ'জন কম্যান্ডো । আর কম্যান্ডো মানে কয়েক বাক্স টাকা । পুলিশের গাড়িতে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর সেগুলো দেওয়া হচ্ছে । এই করে ত্রিপুরা কিনে নিয়েছিল । কিন্তু মনে রাখবেন বাংলা কেনা সস্তা নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশাসনের কেউ যদি BJP-র থেকে টাকা নেয়, তাকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন মমতা । বলেন, "যদি প্রশাসনের কেউ টাকা নেয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না । যদি ভাবেন যে আমি খোঁজ রাখছি না । সেটা ভুল । খোঁজ আমি রাখছি ।"

গতকাল যাদবপুরের সভা থেকে CPI(M)-কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী । বলেন, "CPI(M)-কে অনেক জায়গায় ম্যানেজ করেছে । সেটাই আমার দুঃখ । ক্ষিতিদা এই পাড়ায় থাকেন । তিনি এগুলো করবেন না । ইন্দ্রজিৎ গুপ্ত বেঁচে থাকলে করতেন না । এমনকী, বুদ্ধবাবুর সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে । সিঙ্গুর, নন্দীগ্রাম, হাজরায় অনেক মেরেছেন । কিন্তু আমি জানি উনি BJP-র সমর্থক নন । কিন্তু যাঁরা পার্টিটা আজকে চালাচ্ছেন তাঁরা সকালে কংগ্রেস, দুপুরে CPI(M), বিকেলে BJP।"

Last Updated : May 16, 2019, 12:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.