ETV Bharat / state

কার্নিভাল নিয়ে রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর

কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপালকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আমি সমালোচনাকে গ্রহণ করি, তবে তা যদি গঠনমূলক হয় ৷ নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না ৷" এছাড়া, বাংলার দুর্গাপুজোকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দিচ্ছে UNESCO ৷ মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মমতা ৷

author img

By

Published : Oct 17, 2019, 11:16 PM IST

Updated : Oct 17, 2019, 11:42 PM IST

রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 17 অক্টোবর : আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের মঞ্চ থেকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপালকে খোঁচাও দেন তিনি ৷ বলেন, "আমি সমালোচনাকে গ্রহণ করি, তবে তা যদি গঠনমূলক হয় ৷ নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না ৷" এছাড়া, বাংলার দুর্গাপুজোকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দিচ্ছে UNESCO ৷ মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মমতা ৷ তিনি বলেন, "আমি এটুকু শুনলেই খুশি হব, যখন গোটা পৃথিবীর মানুষ বলবে দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব ৷"

আজ নবান্ন সভাঘরের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ৷ যোগ দিয়েছিলেন সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষও ৷ বিশ্ব বাংলা পুরস্কার প্রাপক পুজো কমিটির কর্মকর্তাদের ভিড়ে ঠাসা ছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ । সকলের উপস্থিতিতে বাংলার দুর্গাপুজো নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী । মঞ্চ থেকে তিনি বলেন, "পুজোর কর্তা-ব্যাক্তিরা আছেন তাঁরা মনে রাখবেন বাংলার দুর্গাপুজোয় UNESCO যোগ দিয়েছে । বাংলার পুজোকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে UNESCO ।"

ভিডিয়োয় শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

পাশাপাশি কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে খোঁচা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "পৃথিবীতে অনেক কার্নিভাল হয়, কিন্তু আমাদের এই 4 বছরের কার্নিভাল তাক লাগিয়ে দিয়েছে । এ কথা ভাবলে আমার গায়ে কাঁটা দেয় । তার কারণ হচ্ছে পারি আমরা । সবাই মিলে চেষ্টা করলে পারি । আমি সমালোচনাকে গ্রহণ করি তা যদি আলোচনার মধ্যে দিয়ে আরও গঠনমূলক হয় । আমি নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না । ধ্বংসাত্মক চিন্তাধারাকে বিশ্বাস করি না । আমি ইতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি । সব সময় বলি থিঙ্ক পজিটিভ । তাহলে ফলও হবে ইতিবাচক ।"

কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় অভিযোগ করেছিলেন, কার্নিভালের মঞ্চে ডেকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক মহল মনে করছে, আজ রাজ্যপালের নাম না করে জবাব দিলেন মমতা ।

কলকাতা, 17 অক্টোবর : আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের মঞ্চ থেকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপালকে খোঁচাও দেন তিনি ৷ বলেন, "আমি সমালোচনাকে গ্রহণ করি, তবে তা যদি গঠনমূলক হয় ৷ নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না ৷" এছাড়া, বাংলার দুর্গাপুজোকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দিচ্ছে UNESCO ৷ মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মমতা ৷ তিনি বলেন, "আমি এটুকু শুনলেই খুশি হব, যখন গোটা পৃথিবীর মানুষ বলবে দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব ৷"

আজ নবান্ন সভাঘরের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ৷ যোগ দিয়েছিলেন সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষও ৷ বিশ্ব বাংলা পুরস্কার প্রাপক পুজো কমিটির কর্মকর্তাদের ভিড়ে ঠাসা ছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ । সকলের উপস্থিতিতে বাংলার দুর্গাপুজো নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী । মঞ্চ থেকে তিনি বলেন, "পুজোর কর্তা-ব্যাক্তিরা আছেন তাঁরা মনে রাখবেন বাংলার দুর্গাপুজোয় UNESCO যোগ দিয়েছে । বাংলার পুজোকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে UNESCO ।"

ভিডিয়োয় শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

পাশাপাশি কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে খোঁচা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "পৃথিবীতে অনেক কার্নিভাল হয়, কিন্তু আমাদের এই 4 বছরের কার্নিভাল তাক লাগিয়ে দিয়েছে । এ কথা ভাবলে আমার গায়ে কাঁটা দেয় । তার কারণ হচ্ছে পারি আমরা । সবাই মিলে চেষ্টা করলে পারি । আমি সমালোচনাকে গ্রহণ করি তা যদি আলোচনার মধ্যে দিয়ে আরও গঠনমূলক হয় । আমি নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না । ধ্বংসাত্মক চিন্তাধারাকে বিশ্বাস করি না । আমি ইতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি । সব সময় বলি থিঙ্ক পজিটিভ । তাহলে ফলও হবে ইতিবাচক ।"

কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় অভিযোগ করেছিলেন, কার্নিভালের মঞ্চে ডেকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক মহল মনে করছে, আজ রাজ্যপালের নাম না করে জবাব দিলেন মমতা ।

Intro:কলকাতা, ১৭ অক্টোবর: বাংলার দুর্গাপুজোকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে 'ইউনেস্কো'। আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের মঞ্চ থেকে ঠিক এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি একটুকু শুনলে খুশি হব যখন গোটা পৃথিবীর মানুষ বলবে দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব। বিশ্বের সেরা উৎসব।' পাশাপাশি এই মঞ্চ থেকে কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপালকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ইঙ্গিতপূর্ণ ভাবে জানিয়ে দেন, 'আমি সমালোচনাকে গ্রহণ করি,তবে তা যদি কন্সট্রাকটিভ হয়। নেগেটিভ চিন্তা ধারাকে বিশ্বাস করি না।'


Body:আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। যোগ দিয়েছিলেন সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষেরাও। বিশ্ব বাংলা পুরস্কার প্রাপক পুজো কমিটির কর্ম কর্তাদের ভিড়ে ঠাসা ছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। সকলের উপস্থিতিতে বাংলার দুর্গাপুজো নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে তিনি বলেন, পুজোর যারা কর্তা-ব্যাক্তিরা আছেন তাঁরা মনে রাখবেন বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কো জয়েন করছে। বাংলার পুজোকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে ইউনেস্কো। এর পাশাপাশি কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকরকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পৃথিবীতে অনেক কার্ণিভাল হয়, কিন্তু আমাদের এই ৪ বছরের কার্নিভাল তাক লাগিয়ে দিয়েছে। এ কথা ভাবলে আমার গায়ে কাটা দেয়। তার কারণ হচ্ছে পারি আমরা। সবাই মিলে চেষ্টা করলে পারি। আমি সমালোচনাকে গ্রহণ করি তা যদি আলোচনার মধ্যে দিয়ে আরও কন্সট্রাকটিভ হয়। আমি নেগেটিভ চিন্তা ধারা বিশ্বাস করি না। নেতিবাচক চিন্তা ধারাকে বিশ্বাস করি না। ধ্বংসাত্মক চিন্তা ধারাকে বিশ্বাস করি না। আমি পজিটিভ চিন্তা ধারাকে বিশ্বাস করি। সব সময় বলি থিঙ্ক পজিটিভ। তাহলে রেজাল্ট টাও হবে পজিটিভ।' উল্লেখ্য কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছিলেন, কার্নিভালের মঞ্চে ডেকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে আজ রাজ্যপালের নাম না করে জবাব দিলেন মমতা।


Conclusion:
Last Updated : Oct 17, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.