ETV Bharat / state

'ভারতীয় দলের জার্সির রং কেন গেরুয়া!' মোদিকে কটাক্ষ করে প্রশ্ন মমতার

Mamata on India Team Jersey: এমনিতে ভারতীয় দল মাঠে নামে নীল রঙের জার্সি পড়ে ৷ কাঁধের কাছে থাকে ভারতীয় পতাকার তেরঙা প্রতীকি ৷ অথচ তাঁদের অনুশীলন পর্বের জার্সির রং কেন গেরুয়া, এবার এই নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata on India Team Jersey
প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে প্রশ্ন মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 6:23 PM IST

Updated : Nov 17, 2023, 11:06 PM IST

ভারতীয় দলের জার্সির রং নিয়ে মোদিকে কটাক্ষ প্রশ্ন তুললেন মমতা

কলকাতা, 17 নভেম্বর: ভারতীয় দলের অনুশীলন পর্বের জার্সির রং কেন গেরুয়া, এবার এই নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একদিন পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই খেলায় কারা জিতবে তা জানতে মুখিয়ে দেশবাসী ৷ এরই মাঝে বাংলার মঞ্চ থেকে নতুন করে গেরুয়াকরণের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷

খেলার মাঠ থেকে হাসপাতাল সর্বত্র গেরুয়াকরণ নিয়ে চলতি মাসের শুরুতেই যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ৷ এবার শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েও এই নিয়ে মুখ খুললেন তিনি ৷ আমেদাবাদের স্টেডিয়ামের সঙ্গেও জড়িয়ে প্রধানমন্ত্রীর নাম ৷ তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷

তিনি বলেন, "আজকাল তো সব গেরুয়াকরণ করে দিচ্ছে ৷ ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি ৷ আমি বিশ্বাস করি ওরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ৷ ওদের অনুশীলনের পর্বের জার্সিও গেরুয়া বানিয়ে দিয়েছে ৷ ওরা তো নীল রং-এর জার্সি পড়ে লড়াই করে ৷" পাশাপাশি মেট্রো স্টেশনের গেরুয়া রং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন এরকমটা চলতে পারে না ৷ শুধু তাই নয়, তিনি জানান, তিনি এর আগে এমনটা কখনও দেখেননি ৷ মায়াবতী নিজের মূর্তি তৈরি করেছিলেন উত্তরপ্রদেশে ৷ আর তারপর মোদি এই ধরনের কাজ করছেন ৷

বুধবার নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট বুক করে ভারতীয় দল ৷ 70 রানে কিউয়িবাহিনীকে হারিয়ে জয়যাত্রা বজায় রেখেছে রোহিত শর্মার দল ৷ এবার লক্ষ্য তৃতীয়বারের জন্য় ফাইনাল জয় ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে তৃতীয়বার সোনালি ট্রফির দখল নেওয়া ৷ রবিবারের এই ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীও ৷

আরও পড়ুন:

  1. আসছে '30 ডেজ উইথ শামি', ভারতীয় পেসারের জীবনী লিখছেন বন্ধু তথা বিধায়ক উমেশ শর্মা
    'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর

ভারতীয় দলের জার্সির রং নিয়ে মোদিকে কটাক্ষ প্রশ্ন তুললেন মমতা

কলকাতা, 17 নভেম্বর: ভারতীয় দলের অনুশীলন পর্বের জার্সির রং কেন গেরুয়া, এবার এই নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একদিন পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই খেলায় কারা জিতবে তা জানতে মুখিয়ে দেশবাসী ৷ এরই মাঝে বাংলার মঞ্চ থেকে নতুন করে গেরুয়াকরণের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷

খেলার মাঠ থেকে হাসপাতাল সর্বত্র গেরুয়াকরণ নিয়ে চলতি মাসের শুরুতেই যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ৷ এবার শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েও এই নিয়ে মুখ খুললেন তিনি ৷ আমেদাবাদের স্টেডিয়ামের সঙ্গেও জড়িয়ে প্রধানমন্ত্রীর নাম ৷ তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷

তিনি বলেন, "আজকাল তো সব গেরুয়াকরণ করে দিচ্ছে ৷ ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি ৷ আমি বিশ্বাস করি ওরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ৷ ওদের অনুশীলনের পর্বের জার্সিও গেরুয়া বানিয়ে দিয়েছে ৷ ওরা তো নীল রং-এর জার্সি পড়ে লড়াই করে ৷" পাশাপাশি মেট্রো স্টেশনের গেরুয়া রং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন এরকমটা চলতে পারে না ৷ শুধু তাই নয়, তিনি জানান, তিনি এর আগে এমনটা কখনও দেখেননি ৷ মায়াবতী নিজের মূর্তি তৈরি করেছিলেন উত্তরপ্রদেশে ৷ আর তারপর মোদি এই ধরনের কাজ করছেন ৷

বুধবার নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট বুক করে ভারতীয় দল ৷ 70 রানে কিউয়িবাহিনীকে হারিয়ে জয়যাত্রা বজায় রেখেছে রোহিত শর্মার দল ৷ এবার লক্ষ্য তৃতীয়বারের জন্য় ফাইনাল জয় ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে তৃতীয়বার সোনালি ট্রফির দখল নেওয়া ৷ রবিবারের এই ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীও ৷

আরও পড়ুন:

  1. আসছে '30 ডেজ উইথ শামি', ভারতীয় পেসারের জীবনী লিখছেন বন্ধু তথা বিধায়ক উমেশ শর্মা
    'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর
Last Updated : Nov 17, 2023, 11:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.