ETV Bharat / state

EVM নয়, ব্যালট চাই; নজরুল মঞ্চ থেকে 21-এর সুর বাঁধলেন মমতা - councillor

নজরুল মঞ্চে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রী মমতার ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 18, 2019, 12:46 PM IST

Updated : Jun 18, 2019, 8:37 PM IST

কলকাতা, 18 জুন : EVM নয়, ব্যালট চাই । নজরুল মঞ্চ থেকে 21-এর স্লোগান বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে বুঝিয়ে দিলেন, দলত্যাগীদের দলে ফেরাবেন না । 'চোরেদের' দলে রাখবেন না ।

আজ কলকাতা নজরুল মঞ্চে দলের কাউন্সিলর ছাড়াও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেন মমতা । বলেন, "বাবা দল করত । বাবা-ছেলেকে টিকিট দিয়েছি । যে বাবা-ছেলে পালিয়ে যাবে, তাদের দলে জায়গা নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার বার্তা, "কিছু কিছু মানুষ আছে, যারা কাজ করে না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে । নিজেদের ওয়ার্ড সাজাতে হবে । জনসংযোগ বাড়াতে হবে । কাউন্সিলর হয়ে এলাকার খবর রাখতে হবে ।"

একই সঙ্গে মমতার স্পষ্ট নির্দেশ, "কাউন্সিলর হয়ে পাঁচ বছর জনগণের সঙ্গে সম্পর্ক না রাখলে চলবে না । যিনি কাজ করেন, তিনি হারেন না ।" ডেঙ্গি প্রতিরোধের কাজ এখন থেকেই শুরু করতে হবে বলেও স্পষ্ট নির্দেশিকা মুখ্যমন্ত্রীর ।

পাশাপাশি দলবদলের প্রসঙ্গেও তৃণমূল নেত্রী ছিলেন স্বভাবসিদ্ধ ভূমিকায় । BJP, CPI(M)-কে একযোগে আক্রমণ করে মমতার মন্তব্য, "15-20 জন কাউন্সিলর টাকা নিয়ে চলে গেলে আমার বয়ে গিয়েছে । আমি অন্য প্রার্থীকে টিকিট দেব । যারা যাওয়ার তাঁরা চলে যান ।" পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে কোনও 'পছন্দ'-র প্রার্থীকে টিকিট দেওয়া হবে না বলেও বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী । একই সঙ্গে তাঁর স্পষ্ট মন্তব্য বাংলাকে গুজরাট হতে দেবেন না ।

কলকাতা, 18 জুন : EVM নয়, ব্যালট চাই । নজরুল মঞ্চ থেকে 21-এর স্লোগান বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে বুঝিয়ে দিলেন, দলত্যাগীদের দলে ফেরাবেন না । 'চোরেদের' দলে রাখবেন না ।

আজ কলকাতা নজরুল মঞ্চে দলের কাউন্সিলর ছাড়াও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেন মমতা । বলেন, "বাবা দল করত । বাবা-ছেলেকে টিকিট দিয়েছি । যে বাবা-ছেলে পালিয়ে যাবে, তাদের দলে জায়গা নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার বার্তা, "কিছু কিছু মানুষ আছে, যারা কাজ করে না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে । নিজেদের ওয়ার্ড সাজাতে হবে । জনসংযোগ বাড়াতে হবে । কাউন্সিলর হয়ে এলাকার খবর রাখতে হবে ।"

একই সঙ্গে মমতার স্পষ্ট নির্দেশ, "কাউন্সিলর হয়ে পাঁচ বছর জনগণের সঙ্গে সম্পর্ক না রাখলে চলবে না । যিনি কাজ করেন, তিনি হারেন না ।" ডেঙ্গি প্রতিরোধের কাজ এখন থেকেই শুরু করতে হবে বলেও স্পষ্ট নির্দেশিকা মুখ্যমন্ত্রীর ।

পাশাপাশি দলবদলের প্রসঙ্গেও তৃণমূল নেত্রী ছিলেন স্বভাবসিদ্ধ ভূমিকায় । BJP, CPI(M)-কে একযোগে আক্রমণ করে মমতার মন্তব্য, "15-20 জন কাউন্সিলর টাকা নিয়ে চলে গেলে আমার বয়ে গিয়েছে । আমি অন্য প্রার্থীকে টিকিট দেব । যারা যাওয়ার তাঁরা চলে যান ।" পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে কোনও 'পছন্দ'-র প্রার্থীকে টিকিট দেওয়া হবে না বলেও বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী । একই সঙ্গে তাঁর স্পষ্ট মন্তব্য বাংলাকে গুজরাট হতে দেবেন না ।

Poonch (J-K), Jun 18 (ANI): 15 people were injured after their bus met with an accident at Islamabad Road, near Shahpur in Poonch earlier today. Dist Development Commissioner Rahul Yadav says "We are being told that it happened due to driver's negligence. 1 of them is seriously injured,rest are stable."

Last Updated : Jun 18, 2019, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.