কলকাতা, 18 জুন : EVM নয়, ব্যালট চাই । নজরুল মঞ্চ থেকে 21-এর স্লোগান বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে বুঝিয়ে দিলেন, দলত্যাগীদের দলে ফেরাবেন না । 'চোরেদের' দলে রাখবেন না ।
আজ কলকাতা নজরুল মঞ্চে দলের কাউন্সিলর ছাড়াও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেন মমতা । বলেন, "বাবা দল করত । বাবা-ছেলেকে টিকিট দিয়েছি । যে বাবা-ছেলে পালিয়ে যাবে, তাদের দলে জায়গা নেই ।"
কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার বার্তা, "কিছু কিছু মানুষ আছে, যারা কাজ করে না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে । নিজেদের ওয়ার্ড সাজাতে হবে । জনসংযোগ বাড়াতে হবে । কাউন্সিলর হয়ে এলাকার খবর রাখতে হবে ।"
একই সঙ্গে মমতার স্পষ্ট নির্দেশ, "কাউন্সিলর হয়ে পাঁচ বছর জনগণের সঙ্গে সম্পর্ক না রাখলে চলবে না । যিনি কাজ করেন, তিনি হারেন না ।" ডেঙ্গি প্রতিরোধের কাজ এখন থেকেই শুরু করতে হবে বলেও স্পষ্ট নির্দেশিকা মুখ্যমন্ত্রীর ।
পাশাপাশি দলবদলের প্রসঙ্গেও তৃণমূল নেত্রী ছিলেন স্বভাবসিদ্ধ ভূমিকায় । BJP, CPI(M)-কে একযোগে আক্রমণ করে মমতার মন্তব্য, "15-20 জন কাউন্সিলর টাকা নিয়ে চলে গেলে আমার বয়ে গিয়েছে । আমি অন্য প্রার্থীকে টিকিট দেব । যারা যাওয়ার তাঁরা চলে যান ।" পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে কোনও 'পছন্দ'-র প্রার্থীকে টিকিট দেওয়া হবে না বলেও বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী । একই সঙ্গে তাঁর স্পষ্ট মন্তব্য বাংলাকে গুজরাট হতে দেবেন না ।