কলকাতা, 11 নভেম্বর : দুর্গাপুজোর মতো বেশ আগেভাগে কালীপুজোরও উদ্বোধন পর্ব সেরে রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ শহরের একাধিক কালীপুজো মণ্ডপের সূচনা করলেন তিনি । মুখ্যমন্ত্রীর একের পর এক পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গে আবারও শহরে ফিরে এল উৎসবের মেজাজ ।
শনিবার কালীপুজো । বর্তমানে কোরোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুর্গাপুজোর মতো কালীপুজো মণ্ডপেও নো এন্ট্রির রায় দিয়েছে হাইকোর্ট । এমনকী বাজি পোড়ানো সহ নানা বিষয়ে রয়েছে নিষেধাজ্ঞা । ফলে, রীতিমতো হতাশ পুজো উদ্যোক্তারা । নিষেধাজ্ঞা থাকলেও শহরের আকাশে বাতাসে যাতে উৎসবের মেজাজ ফিরে আসে তার জন্য উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে তড়িঘড়ি করে পুজোর উদ্বোধনের জন্য রওনা হন মুখ্যমন্ত্রী । প্রথমে উদ্বোধন করেন গিরীশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ । এরপর জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন করেন তিনি । এরপর একে একে ইউথ ফ্রেন্ডসের কালী পুজো ও ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর ভূমিকায় খুশি পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ । প্রসঙ্গত, প্রতিবছর নিয়ম করে শহরের বড় পুজোগুলির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে সংক্রমণ পরিস্থিতিতেও তাঁর এই নিয়মের অন্যথা ঘটল না ।