ETV Bharat / state

মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা

author img

By

Published : Jun 7, 2019, 5:07 PM IST

Updated : Jun 7, 2019, 5:24 PM IST

মমতা

2019-06-07 17:17:55

কলকাতা, 7 জুন : তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৈঠক থেকে কেন্দ্রকে ফের আক্রমণ করেন তিনি । ঘোষণা করেন বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের দিনক্ষণ ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 তারিখ দুপুর দেড়টার সময় বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হবে ।

2019-06-07 17:13:29

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, EVM মেশিনে প্রগ্রামিং করা ছিল । হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে । নির্বাচন কমিশনার নিয়োগে কলোজিয়াম গঠন করা হোক । ওরা হাওয়ালা করবে বলেই দু'জন CP -কে সরিয়েছে ।

2019-06-07 17:11:22

নীতি আয়োগে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, এই বৈঠকে কিছু বলা যায় না । নীতি আয়োগ নিজেরাই সিদ্ধান্ত নেয় । যোজনা কমিশনে তবু কথা বলা যেত ।

2019-06-07 17:08:59

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন রবীন্দ্রনাথ ঘোষ ।

2019-06-07 16:49:44

সাংবাদিক বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 21 জুন থেকে 18 জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রা হবে । সুব্রত বক্সির নেতৃত্বে শুরু হবে যাত্রা । 25 জুলাই থেকে ফের শুরু হবে যাত্রা ।

2019-06-07 17:17:55

কলকাতা, 7 জুন : তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৈঠক থেকে কেন্দ্রকে ফের আক্রমণ করেন তিনি । ঘোষণা করেন বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের দিনক্ষণ ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 তারিখ দুপুর দেড়টার সময় বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হবে ।

2019-06-07 17:13:29

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, EVM মেশিনে প্রগ্রামিং করা ছিল । হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে । নির্বাচন কমিশনার নিয়োগে কলোজিয়াম গঠন করা হোক । ওরা হাওয়ালা করবে বলেই দু'জন CP -কে সরিয়েছে ।

2019-06-07 17:11:22

নীতি আয়োগে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, এই বৈঠকে কিছু বলা যায় না । নীতি আয়োগ নিজেরাই সিদ্ধান্ত নেয় । যোজনা কমিশনে তবু কথা বলা যেত ।

2019-06-07 17:08:59

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন রবীন্দ্রনাথ ঘোষ ।

2019-06-07 16:49:44

সাংবাদিক বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 21 জুন থেকে 18 জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রা হবে । সুব্রত বক্সির নেতৃত্বে শুরু হবে যাত্রা । 25 জুলাই থেকে ফের শুরু হবে যাত্রা ।

Sukma (Chhattisgarh), June 07 (ANI): A surrendered Naxal commander created awareness among tribals on the occasion of World Environment Day in Chhattisgarh's Sukma District. Arjun was a wanted in connection with different Naxal-related activities. He was seen dancing with tribals in Dornapal area of Sukma District on the occasion of World Environment Day on June 05. He killed around 31 police personnel and surrendered before police in Sukma on March 8. Arjun was carrying a reward of Rs 8 lakh on his head. He was in-charge of South Bastar division, which is a cultural wing of the Maoists. In 2001, he was appointed as the member of the banned CPI (Maoist). Arjun's wife has also surrendered in Dantewada, few months ago.
Last Updated : Jun 7, 2019, 5:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.