মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 তারিখ দুপুর দেড়টার সময় বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হবে ।
মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা - mamata banerjee
2019-06-07 17:17:55
কলকাতা, 7 জুন : তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৈঠক থেকে কেন্দ্রকে ফের আক্রমণ করেন তিনি । ঘোষণা করেন বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের দিনক্ষণ ।
2019-06-07 17:13:29
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, EVM মেশিনে প্রগ্রামিং করা ছিল । হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে । নির্বাচন কমিশনার নিয়োগে কলোজিয়াম গঠন করা হোক । ওরা হাওয়ালা করবে বলেই দু'জন CP -কে সরিয়েছে ।
2019-06-07 17:11:22
নীতি আয়োগে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, এই বৈঠকে কিছু বলা যায় না । নীতি আয়োগ নিজেরাই সিদ্ধান্ত নেয় । যোজনা কমিশনে তবু কথা বলা যেত ।
2019-06-07 17:08:59
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন রবীন্দ্রনাথ ঘোষ ।
2019-06-07 16:49:44
সাংবাদিক বৈঠক
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 21 জুন থেকে 18 জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রা হবে । সুব্রত বক্সির নেতৃত্বে শুরু হবে যাত্রা । 25 জুলাই থেকে ফের শুরু হবে যাত্রা ।
2019-06-07 17:17:55
কলকাতা, 7 জুন : তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৈঠক থেকে কেন্দ্রকে ফের আক্রমণ করেন তিনি । ঘোষণা করেন বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের দিনক্ষণ ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 তারিখ দুপুর দেড়টার সময় বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হবে ।
2019-06-07 17:13:29
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, EVM মেশিনে প্রগ্রামিং করা ছিল । হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে । নির্বাচন কমিশনার নিয়োগে কলোজিয়াম গঠন করা হোক । ওরা হাওয়ালা করবে বলেই দু'জন CP -কে সরিয়েছে ।
2019-06-07 17:11:22
নীতি আয়োগে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, এই বৈঠকে কিছু বলা যায় না । নীতি আয়োগ নিজেরাই সিদ্ধান্ত নেয় । যোজনা কমিশনে তবু কথা বলা যেত ।
2019-06-07 17:08:59
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন রবীন্দ্রনাথ ঘোষ ।
2019-06-07 16:49:44
সাংবাদিক বৈঠক
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 21 জুন থেকে 18 জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রা হবে । সুব্রত বক্সির নেতৃত্বে শুরু হবে যাত্রা । 25 জুলাই থেকে ফের শুরু হবে যাত্রা ।