ETV Bharat / state

'বাঘিনী'-র ট্রেলার সরানোর নির্দেশ কমিশনের - মমতা ব্যানার্জি

ইউটিউব থেকে 'বাঘিনী'-র ট্রেলার সরানোর নির্দেশ দিল কমিশন। গুগলকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন CEO আরিজ় আফতাব । জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ছাড়পত্র পেলে তবেই দেখানোর বিষয়ে ভাবা হবে ।

'বাঘিনী'-র পোস্টার
author img

By

Published : Apr 24, 2019, 11:14 AM IST

Updated : Apr 24, 2019, 12:57 PM IST


কলকাতা, 24 এপ্রিল : মোদির পর এবার বাঘিনী ছবি নিয়ে সমস্যা । নির্বাচনী মরশুমে 'বাঘিনী' সিনেমার ট্রেলার ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কমিশন । গুগলকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন CEO আরিজ় আফতাব । জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ছাড়পত্র পেলে তবেই দেখানোর বিষয়ে ভাবা হবে ।

বাঘিনী সিনেমা নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল । একাধিক মহলের অভিযোগ ছিল, মোদির বায়োপিকের মুক্তি স্থগিত হলে বাঘিনীর মুক্তি কেন স্থগিত হবে না । 3 মে মুক্তি পাওয়ার কথা ছিল বাঘিনী । BJP-র আগেই গেছিল কমিশনে । বলা হয়েছিল, ছবির বিষয়বস্তু খতিয়ে দেখা হোক । নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির দাবি করা হয় ।

এরপরই গতকাল বাঘিনীর ট্রেলার সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে তারপরই মুক্তি পাবে এই ছবি । এদিকে, নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল 11 এপ্রিল । নির্বাচনে কমিশনের নিষেধাজ্ঞায় এই ছবির মুক্তিও পিছিয়ে গেছে ।


কলকাতা, 24 এপ্রিল : মোদির পর এবার বাঘিনী ছবি নিয়ে সমস্যা । নির্বাচনী মরশুমে 'বাঘিনী' সিনেমার ট্রেলার ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কমিশন । গুগলকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন CEO আরিজ় আফতাব । জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ছাড়পত্র পেলে তবেই দেখানোর বিষয়ে ভাবা হবে ।

বাঘিনী সিনেমা নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল । একাধিক মহলের অভিযোগ ছিল, মোদির বায়োপিকের মুক্তি স্থগিত হলে বাঘিনীর মুক্তি কেন স্থগিত হবে না । 3 মে মুক্তি পাওয়ার কথা ছিল বাঘিনী । BJP-র আগেই গেছিল কমিশনে । বলা হয়েছিল, ছবির বিষয়বস্তু খতিয়ে দেখা হোক । নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির দাবি করা হয় ।

এরপরই গতকাল বাঘিনীর ট্রেলার সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে তারপরই মুক্তি পাবে এই ছবি । এদিকে, নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল 11 এপ্রিল । নির্বাচনে কমিশনের নিষেধাজ্ঞায় এই ছবির মুক্তিও পিছিয়ে গেছে ।

sample description
Last Updated : Apr 24, 2019, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.