কলকাতা, 12 ডিসেম্বর: 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যেখান একশোদিনের কাজের টাকা, বাংলার বাড়ি, স্বাস্থ্য ক্ষেত্রে বকেয়া-সহ নানান বিষয়ে খতিয়ান তৈরি করে নিয়ে যাচ্ছেন মমতা ৷ কিন্তু, মমতার এই মোদি সাক্ষাৎকে গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, মমতা এমন অনেক মোটা মোটা ফাইল তৈরি করেন ৷ আসলে সবই ভুয়ো ৷
বালুরঘাটের সাংসদ মনে করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাই সার মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাতে যাচ্ছেন তা সফল হবে না বলে মত তাঁর ৷ এর জন্য রাজ্য সরকারকে আগের দেওয়া টাকার হিসেব কেন্দ্রকে দিতে হবে বলে জানান সুকান্ত ৷ সেই হিসেব মিললেই পরের কিস্তির টাকা হাতে পাবে রাজ্য সরকার ৷ সঙ্গে তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে গেলে ভালো খাওয়ানো হয়, ভালো চা দেওয়া হয় ৷ সেগুলি খেয়ে চলে আসবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷
আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বকেয়ার হিসেব তৈরি করেছেন তাও ভুয়ো বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এক্ষেত্রে সিপিআইএম প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ সুকান্ত বলেন, ‘‘সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলতেন ৷ হাতে মোটা মোটা ফাইল নিয়ে দেখাতেন সিপিআইএম নেতাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ বলে ৷ কিন্তু, তিনি ক্ষমতা আসার পর ক’জন সিপিআইএম নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে ? কতজন গ্রেফতার হয়েছেন ?’’তাঁর মতে, সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন ভুয়ো ছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া দাবির খতিয়ানের ফাইলও ভুয়ো ৷
উল্লেখ্য, আগামী 17 জানুয়ারি সন্ধেয় দিল্লি রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে 18 জানুয়ারি বিরোধী 'ইন্ডিয়া' জোটের নেতৃত্বদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন তিনি ৷ 19 জানুয়ারি 'ইন্ডিয়া' জোটের বৈঠক হবে ৷ সূত্রের খবর, সেখানে আসন রফা নিয়ে আলোচনা হতে পারে ৷ আর তার পরেরদিন 20 জানুয়ারি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের পাওনা বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: