কলকাতা, 30 মে: মণিপুর যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেনার কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছিলেন তিনি । চেয়েছিলেন একদিনের জন্য সেখানে গিয়ে মণিপুরের শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর । তাঁর অভিযোগ, গতকাল মুখ্যমন্ত্রীর চিঠির পর আজই মণিপুর পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই মমতার অভিযোগ, তাঁরও চিঠির পরই তড়িঘড়ি মণিপুর পৌছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এ দিন মণিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মণিপুর যাওয়ার জন্য গতকাল আমি একটা চিঠি লিখেছিলাম । চিঠিতে আমি লিখেছিলাম মণিপুরে আমি একদিনের জন্য যেতে চাই । সেখানকার শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই । এ ক্ষেত্রে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আমাকে অনুমোদন দিক ।" তিনি এও স্পষ্ট করেন যে, আইনশৃঙ্খলা ভঙ্গ করতে নয়, তিনি যেতে চান মণিপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ।
এরপরই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গতকাল তাঁর চিঠির পরেই তড়িঘড়ি আজ মণিপুর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে, তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর গেলেও তিনি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন না । এ দিন মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি বারবার বলেছেন অগ্নিগর্ভ মণিপুরে কেন যাচ্ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মমতার আরও প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেও তিনি কি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন ? অথবা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন ?
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "মণিপুরে কত মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে আমরা জানি না । দেশের মানুষ জানতে চায় সেখানকার বর্তমান অবস্থা কী । এই মুহূর্তে মণিপুর কি গোটা দেশের থেকে আলাদা হয়ে গিয়েছে !" মমতার কথায়, তিনি মণিপুরের শান্তির পক্ষে । সেখানকার সাধারণ মানুষের অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন । সে কারণেই মণিপুর নিয়ে বিস্তারিত তথ্য চাইছেন বলে জানান মমতা ।
উল্লেখ্য, অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চারদিনের সফরে সে রাজ্যে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
আরও পড়ুন: রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা