ETV Bharat / state

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

হলদিয়ায় সরকারি অনুষ্ঠানের মঞ্চেও নরেন্দ্র মোদির পাশে দেখা মেলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি । রেলের একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের সরকারি মঞ্চে আজও মোদির পাশে দেখা মিলবে না মমতার ।

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন
author img

By

Published : Feb 22, 2021, 2:51 PM IST

Updated : Feb 22, 2021, 3:15 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আজ বিকেল 4.30 টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন । প্রধানমন্ত্রীর হাতেই ফ্ল্যাগ অফ হবে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের । 464 কোটি টাকার এই প্রকল্পে 4.1 কিলোমিটার রাস্তা মেট্রোপথে সম্প্রসারিত হচ্ছে । নতুন তৈরি হওয়া বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে আধুনিক রূপে তৈরি করা হয়েছে । কিন্তু রেলের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

23 জানুয়ারি পরাক্রম দিবসের সরকারি অনুষ্ঠানে শেষবার পাশাপাশি দেখা গিয়েছেন মোদি-মমতাকে । কিন্তু সেই অনুষ্ঠানে যেভাবে জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল, তাতেই তাল কেটেছিল কেন্দ্র-রাজ্য সৌজন্যের । এরপর 7 ফেব্রুয়ারি হলদিয়ায় একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ছিল । সেই সরকারি সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু হলদিয়ার সরকারি সভায় সেদিন দেখা মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

এরপর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি । আজও রেলের প্রকল্পগুলি উদ্বোধনের সরকারি মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দেখা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

আরও পড়ুন : বঙ্গসফরের আগের সন্ধ্য়ায় বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মাঝে থার্ড লাইনেরও আদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । দক্ষিণ-পূর্ব রেলের 132 কিলোমিটার দীর্ঘ খড়গপুর-আদিত্যপুর থার্ড লইন প্রকল্পে আরও 30 কিলোমিটার সম্প্রসারিত হতে চলেছে । এই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 1,312 কোটি টাকা । এ ছাড়াও আজিমগঞ্জ থেকে খাড়গাহাট রোড বিভাগের দ্বিগুণ পরিমাণ সম্প্রসারণেরো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । ইস্টার্ন রেলওয়ের হাওড়া-ব্যান্ডেল-আজিমঞ্জ বিভাগের অংশ এটি ।

2011 সালের বিধানসভা ভোটের আগে 2010 সালের রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন । একুশের বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদি সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করতে চলেছেন । তবে সেখানেই থাকছেন না মমতা নিজেই ।

নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর এই 4.1 কিলোমিটার রাস্তায় মেট্রো চালু হয়ে গেলে নিত্যযাত্রীরা উপকৃত হবেন । রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর অবধি মোট 158 টি ট্রেন চলবে । এ ছাড়াও আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভাড়া 25 টাকা।

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আজ বিকেল 4.30 টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন । প্রধানমন্ত্রীর হাতেই ফ্ল্যাগ অফ হবে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের । 464 কোটি টাকার এই প্রকল্পে 4.1 কিলোমিটার রাস্তা মেট্রোপথে সম্প্রসারিত হচ্ছে । নতুন তৈরি হওয়া বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে আধুনিক রূপে তৈরি করা হয়েছে । কিন্তু রেলের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

23 জানুয়ারি পরাক্রম দিবসের সরকারি অনুষ্ঠানে শেষবার পাশাপাশি দেখা গিয়েছেন মোদি-মমতাকে । কিন্তু সেই অনুষ্ঠানে যেভাবে জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল, তাতেই তাল কেটেছিল কেন্দ্র-রাজ্য সৌজন্যের । এরপর 7 ফেব্রুয়ারি হলদিয়ায় একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ছিল । সেই সরকারি সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু হলদিয়ার সরকারি সভায় সেদিন দেখা মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

এরপর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি । আজও রেলের প্রকল্পগুলি উদ্বোধনের সরকারি মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দেখা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

আরও পড়ুন : বঙ্গসফরের আগের সন্ধ্য়ায় বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মাঝে থার্ড লাইনেরও আদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । দক্ষিণ-পূর্ব রেলের 132 কিলোমিটার দীর্ঘ খড়গপুর-আদিত্যপুর থার্ড লইন প্রকল্পে আরও 30 কিলোমিটার সম্প্রসারিত হতে চলেছে । এই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 1,312 কোটি টাকা । এ ছাড়াও আজিমগঞ্জ থেকে খাড়গাহাট রোড বিভাগের দ্বিগুণ পরিমাণ সম্প্রসারণেরো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । ইস্টার্ন রেলওয়ের হাওড়া-ব্যান্ডেল-আজিমঞ্জ বিভাগের অংশ এটি ।

2011 সালের বিধানসভা ভোটের আগে 2010 সালের রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন । একুশের বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদি সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করতে চলেছেন । তবে সেখানেই থাকছেন না মমতা নিজেই ।

নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর এই 4.1 কিলোমিটার রাস্তায় মেট্রো চালু হয়ে গেলে নিত্যযাত্রীরা উপকৃত হবেন । রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর অবধি মোট 158 টি ট্রেন চলবে । এ ছাড়াও আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভাড়া 25 টাকা।

Last Updated : Feb 22, 2021, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.