কলকাতা, 21 ডিসেম্বর: চলতি মাসে দু‘বার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ৷ এই মাসেই আরও একবার একই বৈঠকে দেখা যাবে মোদি ও মমতাকে (Modi-Mamata Meeting) ৷
আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক (National Ganga Council Meeting)। বৈঠক হবে নেতাজি সুভাষচন্দ্র নেভাল বেসে ৷ সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উপস্থিত থাকবেন মমতাও ৷ বুধবার নিজেই এই বিষয়ে নিশ্চিয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি ডিসেম্বরের 5 তারিখ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের তরফে জি20 সম্মেলনের (G20 Summit) প্রস্তুতি বৈঠক ডাকা হয় ৷ সেখানে দেশের রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই উপলক্ষ্যে দেশের রাজধানীতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও ৷
তার পর কলকাতা থেকেও জি20-র একটি প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই ভার্চুয়াল বৈঠকেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ এবার একই মাসে তৃতীয় এমন কোনও বৈঠকে মুখ্যমন্ত্রী হাজির হতে চলেছেন, যেখানে নরেন্দ্র মোদিও থাকবেন ৷
তবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক আরও তাৎপর্যপূর্ণ ৷ কারণ, 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচারেই শেষবার বাংলায় আসেন প্রধানমন্ত্রী ৷ তার পর এই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী ৷
এদিকে কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।
এর আগে নবান্ন সূত্রে জানা গিয়েছিল, এই বৈঠক নিয়ে এক দফা প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্য প্রশাসন । এই নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে । এই বৈঠকে গঙ্গার ভাঙ্গন-সহ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হতে পারে রাজ্যের তরফে । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে, সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের সামনে উত্থাপন করা হতে পারে । একই ভাবে গঙ্গার পাড় সুন্দরভাবে সাজিয়ে তোলা নিয়ে রাজ্য সরকারের ভাবনাচিন্তাও এখানে আলোচনা হতে পারে । গঙ্গার বিস্তীর্ণ এলাকায় ড্রেজিং-এর বিষয়টিও আলোচনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ।
প্রসঙ্গত, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকে দিল্লি গেলেও মমতার সঙ্গে মোদির কোনও একান্ত বৈঠক হয়নি ৷ তাই এবার কলকাতায় কি সেই সম্ভাবনা থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ বিশেষ করে গত 17 ডিসেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তার পর নবান্নের 14 তলায় মমতার সঙ্গে অমিতের একান্ত বৈঠকও হয় ৷ তাই এবার মোদি-মমতা আলাদা বৈঠক হয় কি না, সেটাই দেখার !
আরও পড়ুন: বছর শেষে গঙ্গা পরিষদের বৈঠকে ফের মুখোমুখি হতে পারেন মোদি-মমতা