ETV Bharat / state

সর্বদলীয় বৈঠকে হাজির থাকব না, চিঠি মমতার - all party meeting

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি পাঠিয়ে একথা জানান তিনি । আগামীকাল সব রাজনৈতিক দলের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নরেন্দ্র মোদি ।

mamata
author img

By

Published : Jun 18, 2019, 2:45 PM IST

দিল্লি, 18 জুন : প্রথমে শপথ অনুষ্ঠান । তারপর নীতি আয়োগ । এবার সর্বদলীয় । ফের কেন্দ্রের ডাকে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সর্বদলীয় বৈঠকে থাকতে পারবেন না মমতা । আজ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি পাঠিয়ে একথা জানান তিনি । আগামীকাল সব রাজনৈতিক দলের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নরেন্দ্র মোদি ।

এরআগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । নীতি আয়োগের ক্ষমতা নেই, এই মন্তব্য করে বৈঠক বয়কট করেন তিনি । পাঠাননি কোনও প্রতিনিধিও । এরপর আগামীকাল হতে চলা সেই বৈঠকে যোগ না দেওয়ার কথা জানালেন ।

  • West Bengal CM & TMC Chief Mamata Banerjee has written a letter to Parliamentary Affairs Minister Pralhad Joshi and informed him that she will be unable to attend the meeting of Presidents of all political parties, called by the Prime Minister, scheduled for tomorrow. (file pic) pic.twitter.com/u50VfHIg6T

    — ANI (@ANI) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের সঙ্গে সংঘাত জিইয়ে রেখেছে রাজ্য । সম্প্রতি হওয়া সর্বদলীয় বৈঠকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । বলেন, রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র । এরপর দ্বিতীয় সর্বদলীয় বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দিল্লি, 18 জুন : প্রথমে শপথ অনুষ্ঠান । তারপর নীতি আয়োগ । এবার সর্বদলীয় । ফের কেন্দ্রের ডাকে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সর্বদলীয় বৈঠকে থাকতে পারবেন না মমতা । আজ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি পাঠিয়ে একথা জানান তিনি । আগামীকাল সব রাজনৈতিক দলের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নরেন্দ্র মোদি ।

এরআগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । নীতি আয়োগের ক্ষমতা নেই, এই মন্তব্য করে বৈঠক বয়কট করেন তিনি । পাঠাননি কোনও প্রতিনিধিও । এরপর আগামীকাল হতে চলা সেই বৈঠকে যোগ না দেওয়ার কথা জানালেন ।

  • West Bengal CM & TMC Chief Mamata Banerjee has written a letter to Parliamentary Affairs Minister Pralhad Joshi and informed him that she will be unable to attend the meeting of Presidents of all political parties, called by the Prime Minister, scheduled for tomorrow. (file pic) pic.twitter.com/u50VfHIg6T

    — ANI (@ANI) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের সঙ্গে সংঘাত জিইয়ে রেখেছে রাজ্য । সম্প্রতি হওয়া সর্বদলীয় বৈঠকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । বলেন, রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র । এরপর দ্বিতীয় সর্বদলীয় বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।


Birgunj (Nepal), June 18 (ANI): People in Nepal have planned to organize a grand Surya Ganga Aarti in Birgunj town once a week. The grand Surya Ganga Aarti was inaugurated by Chief of Nepal province 2, Ratneshwar lal Kayastha. The grand cultural event not only aims at boosting the spiritual belief of the devotees but also looks to strengthen ties between the two neighbours as believers from both the countries would come together to celebrate the religious ritual. Along with Nepal's Birgunj town, the Surya Ganga aarti will also be organized in Banaras, Haridwar and other cities of India.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.