কলকাতা, 19 মে : ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় রাজ্যের সমস্ত মন্ত্রী ও আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে মন্ত্রী ও আধিকারিকদের আগামীকাল নিজেদের দপ্তর এবং প্রশাসনিক ভবনে রাতে থেকে নজরদারি চালাতে বললেন তিনি । নিজেও নবান্ন থেকে নজরদারি চালাবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী বারবার মন্ত্রী ও আধিকারিকদের বলেন, তিনটে বিষয়ে খুবই গুরুত্ব সহকারে এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে । এই তিনটি বিষয় হল, আমফান দুর্যোগ মোকাবিলা করা, কোরোনা প্রতিরোধ করা এবং পরিযায়ী শ্রমিকদের যথাযথভাবে রাজ্যে ফেরানোর বন্দোবস্ত করা । আমফান নিয়ে কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য প্রশাসনের মন্ত্রী ও আধিকারিকরা তা একে একে তাঁদের মুখ থেকেই জেনে নেন মুখ্যমন্ত্রী । বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল, সেচ দপ্তর, বনদপ্তর-সহ বিভিন্ন দপ্তর তাদের সার্বিক প্রস্তুতির কথা জানায় মমতাকে । মুখ্যমন্ত্রী বেশ কিছু পরামর্শ দেন ।
এছাড়াও আগামীকাল রাতে সমস্ত মন্ত্রী ও আধিকারিকদের নিজেদের দপ্তর এবং প্রশাসনিক ভবনে থেকে নজরদারি চালাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । রাজ্যের মানুষ এবং সম্পদ ও সম্পত্তির কোনও ক্ষতি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার পরামর্শ দেন তিনি । ঝড় থেমে যাওয়ার পরের দিনও কেউ যাতে বাইরে না বেরোয় সেই বিষয়ে দেখে নিতে পরামর্শ দেন । আমফানের পাশাপাশি, কোরোনা প্রতিরোধ নিয়েও একই রকমভাবে কাজ চালাতে বলেন মুখ্যমন্ত্রী ।
আমফান ঘূর্ণিঝড় ও কোরোনা মোকাবিলা নিয়ে একযোগে নবান্নে বৈঠক করেন মমতা । কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ এই বৈঠক করেন তিনি । এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা ।